Ajker Patrika

দলীয় কার্যালয় দখলের প্রকাশ্য হুমকি গণতান্ত্রিক চর্চার পথে অন্তরায়: বাসদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তায় মুক্তি ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তায় মুক্তি ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) কেন্দ্রীয় কার্যালয় দখলচেষ্টার প্রতিবাদ জানিয়ে দলটি বলেছে, দলীয় কার্যালয় দখলের প্রকাশ্য হুমকি কিংবা এর সমর্থন গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরোধী ও সব প্রকার গণতান্ত্রিক চর্চার পথে অন্তরায়। আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা।

মাসুদ রানা বলেন, আজ সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলোর গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভূত হয়েছে, তা আশঙ্কাজনক। উক্ত কর্মসূচি প্রতিহত করতে সিপিবির অফিস দখলের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ও সুপরিকল্পিত মব তৈরির ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।

কমরেড মাসুদ রানা আরও বলেন, ‘মতামত প্রকাশের স্বাধীনতা গণ-অভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল। অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কার্যালয় দখলের ঘোষণা ও এ ধরনের কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া এবং মব তৈরি করা উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক ঘাটতিকে নির্দেশ করে। একই সঙ্গে আমরা মনে করি, এ ধরনের পরিস্থিতি গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করবে।’

উল্লেখ্য, সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ সাত দাবিতে গণমিছিলের আয়োজন করে সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলো। আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণমিছিলের সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের বিরোধিতায় তাঁরা গণমিছিল প্রত্যাহার করে সংক্ষিপ্ত কর্মসূচি পালন করে শহীদ মিনার ত্যাগ করতে বাধ্য হন।

কেন্দ্রীয় কার্যালয় দখলচেষ্টার প্রতিবাদে বাসদের বিবৃতি। ছবি: সংগৃহীত
কেন্দ্রীয় কার্যালয় দখলচেষ্টার প্রতিবাদে বাসদের বিবৃতি। ছবি: সংগৃহীত

অন্যদিকে অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র–জনতাকে সিপিবির অফিস দখলের ডাক দেন। এতে মুক্তি ভবনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটির সামনে অবস্থান নেয়। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এ প্রতিবাদ জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত