নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, যারা হিরো আলমের মতো একজন দুর্বল প্রতিপক্ষকে সহ্য করতে পারে না, তারা কেমন করে বিএনপির মতো শক্তিশালী প্রতিপক্ষকে সহ্য করবে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কর্মী সজীব হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
আহমেদ আজম খান বলেন, ‘প্রথম আলো পত্রিকায় দেখলাম সরকার নাকি বিএনপিকে বাদ দিয়েই আগামী নির্বাচন আয়োজনের চিন্তা করছে। চিন্তা তো করবেই কারণ, যারা হিরো আলমের মতো একজন দুর্বল প্রতিপক্ষকে সহ্য করতে পারে না, তাঁর গায়ে হাত পর্যন্ত তুলেছে, সেখানে ৮০ ভাগ সমর্থন নিয়ে থাকা বিএনপিকে কীভাবে সহ্য করবে? বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করতে চায়। কারণ, বিএনপি নির্বাচনে গেলে এই সরকার ১০ শতাংশও ভোট পাবে না।’
সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘ঢাকা-১৭ আসনে তো আমরা তা-ই দেখলাম। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের চিন্তা করে কোনো লাভ নেই। আজকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সুতরাং, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করা যায় সে জন্য বিএনপির সঙ্গে আলোচনায় বসুন।’
আহমেদ আজম খান আরও বলেন, ‘সরকারের নির্দেশেই পুলিশ বিএনপির কর্মীদের বুকে গুলি করছে। আর বিএনপির ওপর হামলা করে আবার বিএনপির বিরুদ্ধেই মামলা করছে। এসব এখন বন্ধ করেন।’
আজকের প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ ইয়ুথ ফোরামের মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, যারা হিরো আলমের মতো একজন দুর্বল প্রতিপক্ষকে সহ্য করতে পারে না, তারা কেমন করে বিএনপির মতো শক্তিশালী প্রতিপক্ষকে সহ্য করবে। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কর্মী সজীব হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
আহমেদ আজম খান বলেন, ‘প্রথম আলো পত্রিকায় দেখলাম সরকার নাকি বিএনপিকে বাদ দিয়েই আগামী নির্বাচন আয়োজনের চিন্তা করছে। চিন্তা তো করবেই কারণ, যারা হিরো আলমের মতো একজন দুর্বল প্রতিপক্ষকে সহ্য করতে পারে না, তাঁর গায়ে হাত পর্যন্ত তুলেছে, সেখানে ৮০ ভাগ সমর্থন নিয়ে থাকা বিএনপিকে কীভাবে সহ্য করবে? বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করতে চায়। কারণ, বিএনপি নির্বাচনে গেলে এই সরকার ১০ শতাংশও ভোট পাবে না।’
সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘ঢাকা-১৭ আসনে তো আমরা তা-ই দেখলাম। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের চিন্তা করে কোনো লাভ নেই। আজকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সবাই সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সুতরাং, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে, কীভাবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করা যায় সে জন্য বিএনপির সঙ্গে আলোচনায় বসুন।’
আহমেদ আজম খান আরও বলেন, ‘সরকারের নির্দেশেই পুলিশ বিএনপির কর্মীদের বুকে গুলি করছে। আর বিএনপির ওপর হামলা করে আবার বিএনপির বিরুদ্ধেই মামলা করছে। এসব এখন বন্ধ করেন।’
আজকের প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ ইয়ুথ ফোরামের মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের মানুষ ‘খুব ভালোবাসে ও সম্মান দেয়’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর উদ্দেশে বলেছেন, ‘একটাই অনুরোধ করব, আপনার জায়গাটা কোনোভাবে নষ্ট যেন না হয়, সেদিকে সজাগ থাকবেন।’
১০ ঘণ্টা আগেদেশের জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
১১ ঘণ্টা আগেন্যাশনাল পিপলস পার্টির ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর–রুনি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
১৫ ঘণ্টা আগেআওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১১ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসাইনের বেঞ্চ এসব মামলা বাতিল
১৬ ঘণ্টা আগে