অনলাইন ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি, তখন যেন তাঁরা অসন্তুষ্ট হয়ে যান।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। ‘একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সমাবেশে তিনি বলেন, ‘জনগণকে এত কেন ভয়? জনগণ ভোট দেবে, এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে? আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে।’
সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে মেজর হাফিজ বলেন, ‘সংস্কারের নামে আর বেশি সময় নেবেন না। হাসিনা পলায়ন করেছে, এখন যে সংস্কার বাকি আছে, সেগুলো জনগণ করবে। এখন শুধু অপরাধীদের শাস্তির বিধান করুন। আহত-নিহতদের পরিবারের প্রতি লক্ষ রাখুন।’
কিংস পার্টির ভবিষ্যৎ ভালো হবে না উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা লক্ষ করছি, এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। জুলাই-আগস্টে যে ছাত্রনেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তাঁদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাঁদের আবারও অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালামসহ আরও অনেকে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায়। আমরা যখন নির্বাচনের কথা বলি, তখন যেন তাঁরা অসন্তুষ্ট হয়ে যান।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন। ‘একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক এই সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সমাবেশে তিনি বলেন, ‘জনগণকে এত কেন ভয়? জনগণ ভোট দেবে, এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে? আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে।’
সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে মেজর হাফিজ বলেন, ‘সংস্কারের নামে আর বেশি সময় নেবেন না। হাসিনা পলায়ন করেছে, এখন যে সংস্কার বাকি আছে, সেগুলো জনগণ করবে। এখন শুধু অপরাধীদের শাস্তির বিধান করুন। আহত-নিহতদের পরিবারের প্রতি লক্ষ রাখুন।’
কিংস পার্টির ভবিষ্যৎ ভালো হবে না উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমরা লক্ষ করছি, এই দেশে একটি কিংস পার্টি গঠন হতে যাচ্ছে। কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না, ভবিষ্যতেও ভালো হবে না। জুলাই-আগস্টে যে ছাত্রনেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন, তাঁদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাঁদের আবারও অভিনন্দন জানাই। কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালামসহ আরও অনেকে।
বিশেষ ক্ষমতা আইন বাতিল এবং মেঘনা আলমের মুক্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি। রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহার ও বিদেশি কূটনীতিকের প্রভাবে নাগরিক অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
১ ঘণ্টা আগেসংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাসদ। দলটি বলেছে, মুক্তিযুদ্ধকে খাটো করার প্রস্তাব গ্রহণযোগ্য নয়। চব্বিশের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, সেই সঙ্গে নব্বইয়ের গণ-অভ্যুত্থানও...
৬ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী সোমবার স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে দেশে ফিরবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
১ দিন আগেবাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেছেন, ‘বাংলাদেশের বান্দরবান, মিয়ানমারের রাখাইন ও ভারতের মণিপুর, মিজোরাম—এসব রাজ্য মিলে এখানে একটা খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য কেউ
১ দিন আগে