নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৫ থেকে ৩০ শতাংশের বেশি ভোটার উন্নত দেশগুলোর নির্বাচনেও থাকে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক। তিনি দাবি করেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভোটারের উপস্থিতি ছিল নির্বাচনে।
আজ রোববার বিকেলে গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রত্যাশা অনুযায়ী ভোটারদের কেন্দ্রে আনা যায়নি কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পশ্চিমা দেশগুলোর নির্বাচনে কোনো খানে ২৫-৩০ পার্সেন্টের বেশি ভোটার নাই। আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, লোকাল ইলেকশনে যেমন ভোটার হয়, জাতীয়তে সে পরিমাণে হয় না। কারণ লোকাল ইলেকশনে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র সাহেবরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে, জাতীয় নির্বাচনে সেটা সম্ভব হয় না।
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পার্সেন্টেজ উপস্থিতি ছিল। মানে এক-তৃতীয়াংশ।’
নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু ছিল জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গ্রহণযোগ্যতো বটেই একটি অবাধ নির্বাচন আজ পুরো জাতি দেখেছে। যারা বলতেন শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয় না; আমার মনে হয় জনগণ তার জবাব দিয়েছে।’
এ সময় তিনি নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এত কিছুর পরেও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ভোট আয়োজন করতে সক্ষম হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রেডিবিলিটি অনেক বৃদ্ধি পেয়েছে।’
নিজের জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী। কারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। তারাও আমাকে সেভাবে মূল্যায়ন করেছে। আশা করি, সেভাবেই তারা তাদের রায় দেবে।’
২৫ থেকে ৩০ শতাংশের বেশি ভোটার উন্নত দেশগুলোর নির্বাচনেও থাকে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক। তিনি দাবি করেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভোটারের উপস্থিতি ছিল নির্বাচনে।
আজ রোববার বিকেলে গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রত্যাশা অনুযায়ী ভোটারদের কেন্দ্রে আনা যায়নি কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পশ্চিমা দেশগুলোর নির্বাচনে কোনো খানে ২৫-৩০ পার্সেন্টের বেশি ভোটার নাই। আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, লোকাল ইলেকশনে যেমন ভোটার হয়, জাতীয়তে সে পরিমাণে হয় না। কারণ লোকাল ইলেকশনে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র সাহেবরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে, জাতীয় নির্বাচনে সেটা সম্ভব হয় না।
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পার্সেন্টেজ উপস্থিতি ছিল। মানে এক-তৃতীয়াংশ।’
নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু ছিল জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গ্রহণযোগ্যতো বটেই একটি অবাধ নির্বাচন আজ পুরো জাতি দেখেছে। যারা বলতেন শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয় না; আমার মনে হয় জনগণ তার জবাব দিয়েছে।’
এ সময় তিনি নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এত কিছুর পরেও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ভোট আয়োজন করতে সক্ষম হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রেডিবিলিটি অনেক বৃদ্ধি পেয়েছে।’
নিজের জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী। কারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। তারাও আমাকে সেভাবে মূল্যায়ন করেছে। আশা করি, সেভাবেই তারা তাদের রায় দেবে।’
মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া, দল নিবন্ধন নবায়ন, দল নিবন্ধনের সময় বাড়ানো, ঋণখেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ অন্তত ১০টি দাবি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে তুলে ধরেছে নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের বক্তব্যে
১১ ঘণ্টা আগেবিএনপি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকের পক্ষে নয় এবং এই নীতিটি সংবিধানে সংযুক্ত করার পক্ষেও দলটি একমত। সংবিধান সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অসন্তুষ্ট নয় বিএনপি। বরং রাষ্ট্র ও জনগণের কল্যাণে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ও শক্তিশালী কাঠামো দাঁড় করানোর জন্য তাঁরা সর্বাত্মক...
১২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে নারীবিষয়ক সংস্কার কমিশন গতকাল তাদের সুপারিশমালা জমা দেওয়ার পর কয়েকটি সুপারিশ নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে বিয়ে, তালাক, উত্তরাধিকার এবং ভরণপোষণের ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার সুপারিশগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
১৩ ঘণ্টা আগেসংস্কারের বিষয়ে আর কোনো সংকট দেখছে না বিএনপি। এই অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব বলে মনে করছে দলটি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংস্কারের বিষয়ে কোনো সংকট নেই। সবাই সবার মতামত দিয়েছে। ঐকমত্য কোথায় কোথায় হয়েছে, তা জানতে এক সপ্তাহের...
১৪ ঘণ্টা আগে