দুই মামলায় জামিন, কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪: ০৩
Thumbnail image

রাজধানীর দুটি থানায় পৃথক দুই মামলায় জামিন দেওয়া হয়েছে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই জামিন মঞ্জুর করেন। 
 
নুরের জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে কারামুক্ত হচ্ছেন বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন। তাঁরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বনানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার ঘটনায় কাফরুল থানার মামলায় দুটি আদালত পৃথক পৃথকভাবে জামিন দিয়েছেন। 
 
আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন। তাঁরা বলেন, জামিন দেওয়ার পর জামিননামা দাখিল করা হয়েছে এবং জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তিনি জামিনে মুক্তি পাবেন। 

এর আগে গত ১ আগস্ট নুরকে কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত