দুই মামলায় জামিন, কিছুক্ষণের মধ্যেই মুক্তি পাচ্ছেন ভিপি নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ১৩: ৫৭
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৪: ০৩

রাজধানীর দুটি থানায় পৃথক দুই মামলায় জামিন দেওয়া হয়েছে গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এই জামিন মঞ্জুর করেন। 
 
নুরের জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। তিনি কিছুক্ষণের মধ্যে কারামুক্ত হচ্ছেন বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন। তাঁরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বনানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার ঘটনায় কাফরুল থানার মামলায় দুটি আদালত পৃথক পৃথকভাবে জামিন দিয়েছেন। 
 
আইনজীবী গোলাম সারোয়ার খান জুয়েল, নুর এরশাদ সিদ্দিকী, খাদেমুল ইসলাম, মো. পারভেজ, হাবিবুর রহমান ও শেখ শওকত হোসেন জামিন শুনানি করেন। তাঁরা বলেন, জামিন দেওয়ার পর জামিননামা দাখিল করা হয়েছে এবং জামিননামা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তিনি জামিনে মুক্তি পাবেন। 

এর আগে গত ১ আগস্ট নুরকে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত