সোমবার বিএনপির জনসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০: ০৮

পূর্বঘোষণা অনুযায়ী সোমবার সারা দেশের জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। 

রুহুল কবির রিজভী জানান, ঢাকার জনসমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে হবে।
 
রিজভী বলেন, ‘আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম, পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে সেটি নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই জনসমাবেশে দলের নেতা–কর্মীদের পাশাপাশি রাজধানীবাসী অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত