প্রতিনিধি, রাজবাড়ী
‘টিকায় কাম হবি নানে। মরবার সময় হলি টিকা ঠেকাতে পারবি না। আমরা করোনায় ভয় পাই নে। চাষি মানুষ, মাঠে–ঘাটে কাজ করলি করোনা মরে যায়।’ কথাগুলো বলছিলেন সদর উপজেলার আহ্লাদীপুর গ্রামের হোসেন শেখ।
শুক্রবার সদর উপজেলার আহ্লাদীপুর গ্রামে গিয়ে দেখা গেছে, সেখানে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। কেউই স্বাস্থ্যবিধি মানছে না। বেশির ভাগ মানুষ করোনা বিষয়ে সচেতন নয়। আর যারা সচেতন তাঁরাও মানছেন না স্বাস্থ্যবিধি। গ্রামের মোড়ে মোড়ে কিংবা হাট-বাজারের চায়ের দোকানে চলছে আড্ডা। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষ।
রহমান প্রামাণিক নামে একজন বলেন, ‘আজ পর্যন্ত মাস্ক পরি নাই। আমাগো করোনায় কিছু হবি না। আল্লাহ্ যে কয়ডা দিন হায়াত দিছে সেই কয়ডা দিন বাইচা থাকমু। শুনলাম কয়দিন পর টিকা দিবো। এহন সবাই নিলে আমিও নিমু।’
বাচ্চু মোল্লা বলেন, ‘ভাই করোনা শহরে আছে, গ্রামে নাই। সকাল–বিকাল এভাবেই আমরা বসে গল্প–গুজব করি। প্রশাসনকে তো গ্রামে দেখি না আসতে।’
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় শহরের পাশাপাশি গ্রামের জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। জনসাধারণ যাতে মাস্ক পরে চলাচল করে সে জন্য এবং সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলাতে প্রচার চালানো হচ্ছে।’
‘টিকায় কাম হবি নানে। মরবার সময় হলি টিকা ঠেকাতে পারবি না। আমরা করোনায় ভয় পাই নে। চাষি মানুষ, মাঠে–ঘাটে কাজ করলি করোনা মরে যায়।’ কথাগুলো বলছিলেন সদর উপজেলার আহ্লাদীপুর গ্রামের হোসেন শেখ।
শুক্রবার সদর উপজেলার আহ্লাদীপুর গ্রামে গিয়ে দেখা গেছে, সেখানে সামাজিক দূরত্ব মানার কোনো বালাই নেই। কেউই স্বাস্থ্যবিধি মানছে না। বেশির ভাগ মানুষ করোনা বিষয়ে সচেতন নয়। আর যারা সচেতন তাঁরাও মানছেন না স্বাস্থ্যবিধি। গ্রামের মোড়ে মোড়ে কিংবা হাট-বাজারের চায়ের দোকানে চলছে আড্ডা। মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছে মানুষ।
রহমান প্রামাণিক নামে একজন বলেন, ‘আজ পর্যন্ত মাস্ক পরি নাই। আমাগো করোনায় কিছু হবি না। আল্লাহ্ যে কয়ডা দিন হায়াত দিছে সেই কয়ডা দিন বাইচা থাকমু। শুনলাম কয়দিন পর টিকা দিবো। এহন সবাই নিলে আমিও নিমু।’
বাচ্চু মোল্লা বলেন, ‘ভাই করোনা শহরে আছে, গ্রামে নাই। সকাল–বিকাল এভাবেই আমরা বসে গল্প–গুজব করি। প্রশাসনকে তো গ্রামে দেখি না আসতে।’
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় শহরের পাশাপাশি গ্রামের জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। জনসাধারণ যাতে মাস্ক পরে চলাচল করে সে জন্য এবং সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মেনে চলাতে প্রচার চালানো হচ্ছে।’
ভোরের আলো ফোটার আগেই রাজধানীর আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্রমজীবীদের হাটে জড়ো হন শত শত শ্রমজীবী মানুষ। বিভিন্ন বয়সের পুরুষ ও নারী শ্রমিকেরা এই হাটে প্রতিদিন ভিড় করেন একটু কাজ পাওয়ার আশায়। তবে দিন যত যাচ্ছে, তাঁদের জীবনের লড়াই ততই কঠিন হয়ে উঠছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি তাঁদের জীবনকে দুর্বিষ
২৬ অক্টোবর ২০২৪ফেলুদার দার্জিলিং জমজমাট বইয়ে প্রথম পরিচয় দার্জিলিংয়ের সঙ্গে। তারপর অঞ্জন দত্তের গানসহ আরও নানাভাবে হিল স্টেশনটির প্রতি এক ভালোবাসা তৈরি হয়। তাই প্রথমবার ভারত সফরে ওটি, শিমলা, মসুরির মতো লোভনীয় হিল স্টেশনগুলোকে বাদ দিয়ে দার্জিলিংকেই বেছে নেই। অবশ্য আজকের গল্প পুরো দার্জিলিং ভ্রমণের নয়, বরং তখন পরিচয়
২৩ অক্টোবর ২০২৪কথায় আছে না—‘ঘরপোড়া গরু, সিঁদুরেমেঘ দেখলেই ডরায়’! আমার হইছে এই অবস্থা। বাড়িতে এখন বাড়িআলী, বয়স্ক বাপ-মা আর ছোট মেয়ে। সকাল থেকে চার-পাঁচবার কতা বলিচি। সংসার গোচাচ্ছে। আইজকা সন্ধ্যার দিকে ঝড় আসপি শুনতিছি। চিন্তায় রাতে ভালো ঘুমাতে পারিনি...
২৬ মে ২০২৪প্রতিদিন ভোরে ট্রেনের হুইসেলে ঘুম ভাঙে রাকিব হাসানের। একটু একটু করে গড়ে ওঠা রেলপথ নির্মাণকাজ তাঁর চোখে দেখা। এরপর রেলপথে ট্রেন ছুটে চলা, ট্রেন ছুঁয়ে দেখা—সবই হলো; কিন্তু এখনো হয়নি চড়া। রাকিবের মুখে তাই ভারতীয় সংগীতশিল্পী হৈমন্তী শুক্লার বিখ্যাত গান। ‘আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে
১১ ফেব্রুয়ারি ২০২৪