অনলাইন ডেস্ক
ঢাকা: আগামী মাসেই মহাকাশে উড়বে ব্লু অরিজিনের নিউ শেপার্ড। এতে প্রথম মহাকাশ ভ্রমণকারী হিসেবে থাকবেন স্বয়ং জেফ বেজোস ও তাঁর ভাই। বিলিয়নিয়ার বেজোসের ব্লু অরিজিনের যাত্রীবাহী রকেটটি ২০ জুলাই উৎক্ষেপণ করা হবে। যাত্রীরা মোট ১০ মিনিট মহাকাশে অবস্থান করবেন। এর মধ্যে চার মিনিট থাকবেন কারমান লাইনের উপরে। কারমান রেখাটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যেবর্তী সীমানা।
নিউ শেপার্ড রকেট-ও-ক্যাপসুল কম্বো স্বয়ংক্রিয়ভাবে ছয়জন যাত্রীকে পৃথিবী থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উঁচু স্থানে ভ্রমণ করাবে।
জেফ বেজোস সোমবার বিকেলে ইনস্টাগ্রামে ভাই মার্ক বেজোসের সঙ্গে তাঁর মহাকাশ ভ্রমণের পরিকল্পনা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি যখন পাঁচ বছর বয়সী তখন থেকেই মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখছিলাম। ২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রাটি করব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হবে এটি।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্লু অরিজিনের দেওয়া তথ্য মতে, নিউ শেপার্ড মহাকাশযানের একটি আসনের জন্য নিলামের চলমান দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ ২৮ লাখ ডলার টিকিট মূল্য উঠেছে। প্রক্রিয়াটি ১০ জুন পর্যন্ত চলবে এবং ১২ জুন সরাসরি অনলাইন নিলামের মাধ্যমে টিকিট মূল্য চূড়ান্ত হবে।
ব্লু অরিজিনের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১২ সাল থেকে নিউ শেপার্ড এবং এর প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। এই প্রোগ্রামটিতে তিনটি জরুরি এসকেপ টেস্টসহ ১৫টি সফল মিশন সম্পন্ন হয়েছে।
মারকারি প্রকল্পের অধীন মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নভোচারী অ্যালান শেপার্ডের নামানুসারে রকেটের নাম নিউ শেপার্ড রেখেছে ব্লু অরিজিন। এটি পুনঃব্যবহারযোগ্য সাব অরবিটাল রকেট সিস্টেম।
ঢাকা: আগামী মাসেই মহাকাশে উড়বে ব্লু অরিজিনের নিউ শেপার্ড। এতে প্রথম মহাকাশ ভ্রমণকারী হিসেবে থাকবেন স্বয়ং জেফ বেজোস ও তাঁর ভাই। বিলিয়নিয়ার বেজোসের ব্লু অরিজিনের যাত্রীবাহী রকেটটি ২০ জুলাই উৎক্ষেপণ করা হবে। যাত্রীরা মোট ১০ মিনিট মহাকাশে অবস্থান করবেন। এর মধ্যে চার মিনিট থাকবেন কারমান লাইনের উপরে। কারমান রেখাটি পৃথিবীর বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যেবর্তী সীমানা।
নিউ শেপার্ড রকেট-ও-ক্যাপসুল কম্বো স্বয়ংক্রিয়ভাবে ছয়জন যাত্রীকে পৃথিবী থেকে ১০০ কিলোমিটারেরও বেশি উঁচু স্থানে ভ্রমণ করাবে।
জেফ বেজোস সোমবার বিকেলে ইনস্টাগ্রামে ভাই মার্ক বেজোসের সঙ্গে তাঁর মহাকাশ ভ্রমণের পরিকল্পনা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘আমি যখন পাঁচ বছর বয়সী তখন থেকেই মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখছিলাম। ২০ জুলাই, আমি আমার ভাইয়ের সঙ্গে সেই যাত্রাটি করব। আমার সবচেয়ে ভালো বন্ধুর সঙ্গে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার হবে এটি।’
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্লু অরিজিনের দেওয়া তথ্য মতে, নিউ শেপার্ড মহাকাশযানের একটি আসনের জন্য নিলামের চলমান দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ ২৮ লাখ ডলার টিকিট মূল্য উঠেছে। প্রক্রিয়াটি ১০ জুন পর্যন্ত চলবে এবং ১২ জুন সরাসরি অনলাইন নিলামের মাধ্যমে টিকিট মূল্য চূড়ান্ত হবে।
ব্লু অরিজিনের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০১২ সাল থেকে নিউ শেপার্ড এবং এর প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাগুলো পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে। এই প্রোগ্রামটিতে তিনটি জরুরি এসকেপ টেস্টসহ ১৫টি সফল মিশন সম্পন্ন হয়েছে।
মারকারি প্রকল্পের অধীন মহাকাশে যাওয়া প্রথম মার্কিন নভোচারী অ্যালান শেপার্ডের নামানুসারে রকেটের নাম নিউ শেপার্ড রেখেছে ব্লু অরিজিন। এটি পুনঃব্যবহারযোগ্য সাব অরবিটাল রকেট সিস্টেম।
প্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেট সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণে সমর্থ হয়েছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে কেপ ক্যানাভেরাল থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগেএখন পর্যন্ত কেউ মৃত্যুর পর ক্রায়োপ্রিজারভেশনের মাধ্যমে আবারও বেঁচে উঠেছেন এমন নজির নেই। এমনকি এ রকম ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা পুরোপুরি রক্ষা করা সম্ভব হবে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে। কিংস কলেজ লন্ডনের নিউরোসায়েন্সের অধ্যাপক ক্লাইভ কোয়েন এই ধারণাকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন।
১৫ ঘণ্টা আগেজে-০৪১০-০১৩৯ নামের এই ব্ল্যাক হোলটির ভর সূর্যের ভরের প্রায় ৭০ কোটি গুণ। এটি এ পর্যন্ত আবিষ্কৃত অন্যতম প্রাচীন ব্ল্যাক হোল। নাসার চন্দ্র অবজারভেটরি এবং চিলির ভেরি লার্জ টেলিস্কোপসহ বিভিন্ন টেলিস্কোপের মাধ্যমে এটি শনাক্ত করা হয়েছে। এটি শিশু মহাবিশ্ব সম্পর্কে নতুনভাবে জানার সুযোগ করে দিয়েছে।
২১ ঘণ্টা আগেপ্রথম পরীক্ষামূলক ফ্লাইটে ‘নিউ গ্লেন’ রকেটকে সফলভাবে পৃথিবীর কক্ষপথে উৎক্ষেপণ করেছে বিলিয়নিয়ার জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্থানীয় সময় সকালে কেপ ক্যানাভেরাল থেকে ‘নিউ গ্লেন’ রকেটটি উৎক্ষেপিত হয়। এটি মহাকাশ বাণিজ্য নতুন দিগন্তের সূচনা করছে।
১ দিন আগে