বিজ্ঞান ডেস্ক
সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা সেল রিপোর্টে মস্তিষ্কে স্বপ্নের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ প্রকাশ করেছেন জাপানি বিজ্ঞানীরা। তারা দীর্ঘদিন স্বপ্ন নিয়ে কাজ করেছেন। এই বিজ্ঞানীরা জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। স্বপ্ন বিষয়ক এই গবেষণায় তারা রেফারেন্স হিসেবে বেছে নিয়েছেন ইঁদুর।
এই গবেষকেরা দেখেছেন স্বপ্ন দেখার সময় মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়। রেম ঘুমের সময় মূলত মানুষ স্বপ্ন দেখে। এই সময় চোখের মণির অনবরত মুভমেন্ট ঘটে থাকে।
মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির জন্য বেশ দরকারি। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা রেম ঘুমের সময় এই অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির পরিমাণ বেড়ে যায়। অ্যাডেনোসিন এ২এ রিসেপ্টর এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মানেই হলো মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়া।
আলঝেইমারস চিকিৎসার নিরাময়ে এই গবেষণার বিশেষ প্রভাব আছে। ঘুমের সময় মস্তিষ্ক কীভাবে কাজ করে সেটা বুঝতে সাহায্য করবে এই গবেষণা। মানুষের স্বপ্ন দেখার প্রক্রিয়া আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এই গবেষণা।
সুকুবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি প্রযুক্তি কৌশল অবলম্বন করে পরীক্ষা নিরীক্ষা চালান। এর ফলে তারা মস্তিষ্কে রক্তের লাল রক্ত কণিকার প্রবাহ দৃশ্যমান করে তোলেন। মস্তিষ্কে লাল রক্ত কণিকার প্রবাহের সঙ্গে মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির সম্পর্ক রয়েছে। এই বিশেষ প্রযুক্তির নাম টু ফোটোন মাইক্রোস্কপি।
এই গবেষণার নেতৃত্ব দেন প্রফেসর ইউ হায়াশি। নিউ কর্টেক্স এলাকার ক্যাপিলারির লাল রক্ত কণিকা প্রবাহ পরিমাপ করেছেন প্রফেসর ইউ হায়াশি আর তার দল।
এ ছাড়া তারা পুরো এই প্রক্রিয়ার ভিডিও ইমেজ প্রদর্শন করেছেন। এটি তারা করেছেন টু ফোটোন মাইক্রোস্কপির সাহায্যে।
রেম ঘুম, ননরেম ঘুম এবং জাগ্রত অবস্থায় মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহে পরিবর্তন হয়ে থাকে। দেখা যায় রেম ঘুমের সময় লাল রক্ত কণিকার প্রবাহ ছিল বেশি কিন্তু ননরেম এবং জাগ্রত অবস্থায় এটা অত বেশি ছিল না। আর ননরেম এবং জাগ্রত অবস্থার সময় একই রকম বিদ্যুৎ প্রবাহ ছিল। এই যে নিউ কর্টেক্স বা সেরেব্রাল এলাকার বিদ্যুৎ প্রবাহ এটি এডিনোসিন এ২এ রিসেপ্টরের মাধ্যমে প্রবাহিত হয়।
যখন এই রেম ঘুমের সময় বিদ্যুৎ প্রবাহ বা রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় তখন আলঝেইমারস ডিজিজ হয়ে থাকে। এই সময় মস্তিষ্কে রিফ্রেশিং হয়ে থাকে। এভাবে মস্তিষ্ককে রিফ্রেশ করা, মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা প্রভৃতি বিষয়ে স্বপ্ন তথা রেম ঘুমের প্রয়োজন রয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা সেল রিপোর্টে মস্তিষ্কে স্বপ্নের গুরুত্ব তুলে ধরে প্রবন্ধ প্রকাশ করেছেন জাপানি বিজ্ঞানীরা। তারা দীর্ঘদিন স্বপ্ন নিয়ে কাজ করেছেন। এই বিজ্ঞানীরা জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। স্বপ্ন বিষয়ক এই গবেষণায় তারা রেফারেন্স হিসেবে বেছে নিয়েছেন ইঁদুর।
এই গবেষকেরা দেখেছেন স্বপ্ন দেখার সময় মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়। রেম ঘুমের সময় মূলত মানুষ স্বপ্ন দেখে। এই সময় চোখের মণির অনবরত মুভমেন্ট ঘটে থাকে।
মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির জন্য বেশ দরকারি। র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বা রেম ঘুমের সময় এই অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির পরিমাণ বেড়ে যায়। অ্যাডেনোসিন এ২এ রিসেপ্টর এই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত। মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যাওয়া মানেই হলো মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়া।
আলঝেইমারস চিকিৎসার নিরাময়ে এই গবেষণার বিশেষ প্রভাব আছে। ঘুমের সময় মস্তিষ্ক কীভাবে কাজ করে সেটা বুঝতে সাহায্য করবে এই গবেষণা। মানুষের স্বপ্ন দেখার প্রক্রিয়া আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে এই গবেষণা।
সুকুবা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি প্রযুক্তি কৌশল অবলম্বন করে পরীক্ষা নিরীক্ষা চালান। এর ফলে তারা মস্তিষ্কে রক্তের লাল রক্ত কণিকার প্রবাহ দৃশ্যমান করে তোলেন। মস্তিষ্কে লাল রক্ত কণিকার প্রবাহের সঙ্গে মস্তিষ্কে অক্সিজেন বা পুষ্টি ডেলিভারির সম্পর্ক রয়েছে। এই বিশেষ প্রযুক্তির নাম টু ফোটোন মাইক্রোস্কপি।
এই গবেষণার নেতৃত্ব দেন প্রফেসর ইউ হায়াশি। নিউ কর্টেক্স এলাকার ক্যাপিলারির লাল রক্ত কণিকা প্রবাহ পরিমাপ করেছেন প্রফেসর ইউ হায়াশি আর তার দল।
এ ছাড়া তারা পুরো এই প্রক্রিয়ার ভিডিও ইমেজ প্রদর্শন করেছেন। এটি তারা করেছেন টু ফোটোন মাইক্রোস্কপির সাহায্যে।
রেম ঘুম, ননরেম ঘুম এবং জাগ্রত অবস্থায় মস্তিষ্কে বিদ্যুৎ প্রবাহে পরিবর্তন হয়ে থাকে। দেখা যায় রেম ঘুমের সময় লাল রক্ত কণিকার প্রবাহ ছিল বেশি কিন্তু ননরেম এবং জাগ্রত অবস্থায় এটা অত বেশি ছিল না। আর ননরেম এবং জাগ্রত অবস্থার সময় একই রকম বিদ্যুৎ প্রবাহ ছিল। এই যে নিউ কর্টেক্স বা সেরেব্রাল এলাকার বিদ্যুৎ প্রবাহ এটি এডিনোসিন এ২এ রিসেপ্টরের মাধ্যমে প্রবাহিত হয়।
যখন এই রেম ঘুমের সময় বিদ্যুৎ প্রবাহ বা রক্ত প্রবাহের পরিমাণ কমে যায় তখন আলঝেইমারস ডিজিজ হয়ে থাকে। এই সময় মস্তিষ্কে রিফ্রেশিং হয়ে থাকে। এভাবে মস্তিষ্ককে রিফ্রেশ করা, মস্তিষ্কে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা প্রভৃতি বিষয়ে স্বপ্ন তথা রেম ঘুমের প্রয়োজন রয়েছে।
যুক্তরাষ্ট্রে উচ্চ বিদ্যালয়ে পড়া দুই ছাত্রী এমন একটি গাণিতিক সমস্যার সমাধান করেছেন, যা এত দিন প্রায় অসম্ভব বলে মনে করতেন অনেকে। ২০২২ সালে ত্রিকোণমিতি ব্যবহার করে পিথাগোরাসের তত্ত্ব প্রমাণ করে আলোচনায় আসে ক্যালসিয়া জনসন ও নে’কিয়া জ্যাকসন। এই অর্জন এবার বিজ্ঞান সাময়িকী ‘আমেরিকান ম্যাথেমেটিক্যাল মান্থল
২০ ঘণ্টা আগেসমুদ্রতীরে কাঁকড়ার চলাফেরা খেয়াল করলে দেখা যায়, এরা কখনো এদের সম্মুখের দিকে হাঁটে না! এরা সরাসরি সামনে হাঁটার পরিবর্তে দ্রুতগতিতে এক কাত হয়ে হাঁটে। যেখানে মানুষের জন্য ডান বা বাম দিকে একপাশে হাঁটা খুব কঠিন।
৩ দিন আগেনিজের যৌবন ধরে রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন প্রযুক্তি ধনকুব ব্রায়ান জনসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চুলের চমকপ্রদ পরিবর্তন শেয়ার করেন। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি এক বছরের কম সময় নিজের চুল পড়া রোধ করেছেন ও চুলের প্রাকৃতিক রঙ পুনরুদ্ধার করেছেন।
৬ দিন আগেপ্রত্নতাত্ত্বিকেরা ধূমপানের উল্লেখযোগ্য স্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া আবিষ্কার করেছেন। তাঁদের গবেষণায় বেরিয়ে এসেছে, তামাক ধূমপায়ীদের হাড়ে যে চিহ্ন তৈরি করে—তা কেবল তাদের জীবিতাবস্থায় নয়, মৃত্যুর পরেও বহু শতাব্দী ধরে রয়ে যায়।
১২ দিন আগে