অনলাইন ডেস্ক
চীনের মহাকাশযানে চড়ে ভেনেজুয়েলার নভোচারীরা চন্দ্রাভিযানে যেতে পারেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গত সপ্তাহে বেইজিংয়ে তাঁর রাষ্ট্রীয় সফরের পর স্পেস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে।
এতের বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে- তেল, বাণিজ্য, খনি ও মহাকাশ গবেষণা।
এই সফরে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এর প্রশাসক ঝাং কেজিয়ানের সঙ্গে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গ্যাব্রিয়েলা হিমেনেজ মহাকাশ সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিকোলা মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার নভোচারীরা শিগগিরই চীনে প্রশিক্ষণ নিতে পারে এবং পরে যেতে পারে চন্দ্রাভিযানে। তিনি বলেন, ‘চাঁদে অভিযানে যাওয়া চীন ও ভেনেজুয়েলার জন্য হবে এক যুগান্তকারী অধ্যায়ে প্রবেশ।’
গত এক দশকে চীনের মহাকাশ প্রচেষ্টা বেড়েছে ব্যাপকভাবে। ২০১৩ সালে চাঁদে সফলভাবে অবতরণের ক্ষেত্রে পৃথিবীর তৃতীয় দেশ হয়েছিল চীন। তারপর চাঁদের অপেক্ষাকৃত দূরের জায়গায় অবতরণ করেছে দেশটি। মঙ্গলগ্রহে একটি রোভার স্থাপন সহ পৃথিবীর নিম্ন কক্ষপথে তিয়াঙ্গং নামে একটি মডুলার স্পেস স্টেশনও তৈরি করেছে চীন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আর্টেমিস প্রোগ্রাম এবং আর্টেমিস অ্যাকর্ডসের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন এখন চন্দ্রাভিযানের জন্য জোট গঠনে আগ্রহী।
২০২১ সালে চীন এবং রাশিয়ার যৌথভাবে ঘোষিত ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন (আইএলআরএস) প্রকল্পে বাইরে থেকে যোগদানকারী প্রথম দেশ হল ভেনেজুয়েলা। তবে ভেনেজুয়েলার নভোচারীদের চাঁদে যাওয়াটা এখনই নিশ্চিত করা যাবে না। কারণ, মহাকাশে নভোচারী পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে চীন। পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছিলেন যে, তাদের মহাকাশচারীরা ২০২২ সালে তিয়াঙ্গং স্পেস স্টেশনে যাবে। কিন্তু সে ধরনের একটি মিশনও বাস্তবায়িত হয়নি।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, চীনের কাছে বিলিয়ন ডলার ঋণে আছে ভেনেজুয়েলা। চীনের নেতৃত্বাধীন আইএলআরএস প্রকল্পে ভেনেজুয়েলা তাই কতটা অবদান রাখতে সক্ষম হবে, সেটাও অনিশ্চিত। সে সঙ্গে, ভেনেজুয়েলাকে আরও ঋণ দেওয়ার ব্যাপারে উৎসাহ নাও পেতে পারে চীন। আর ভেনেজুয়েলাও এখন মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীন।
চীন তার মহাকাশ স্টেশনে এ পর্যন্ত কোনো বিদেশি নভোচারী পাঠায়নি। তবে ভবিষ্যতে এই নীতির পরিবর্তন হতে পারে। বেইজিং আগে বলেছিল, তারা চীন মহাকাশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে চায়। ২০৩০ সালের মধ্যে চাঁদে দুজন চীনা নভোচারী পাঠাতে চায় বলে জানিয়েছিল চীন। ত্রিশের দশকের গোড়ার দিকেই আইএলআরএস প্রকল্প সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর অর্থ হচ্ছে, চীনা মহাকাশযানে করে চাঁদে আন্তর্জাতিক মহাকাশচারীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখনো সময় লাগবে।
চীনের মহাকাশযানে চড়ে ভেনেজুয়েলার নভোচারীরা চন্দ্রাভিযানে যেতে পারেন বলে জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। গত সপ্তাহে বেইজিংয়ে তাঁর রাষ্ট্রীয় সফরের পর স্পেস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে।
এতের বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে- তেল, বাণিজ্য, খনি ও মহাকাশ গবেষণা।
এই সফরে চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) এর প্রশাসক ঝাং কেজিয়ানের সঙ্গে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গ্যাব্রিয়েলা হিমেনেজ মহাকাশ সহযোগিতা ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিকোলা মাদুরো বলেছেন, ভেনেজুয়েলার নভোচারীরা শিগগিরই চীনে প্রশিক্ষণ নিতে পারে এবং পরে যেতে পারে চন্দ্রাভিযানে। তিনি বলেন, ‘চাঁদে অভিযানে যাওয়া চীন ও ভেনেজুয়েলার জন্য হবে এক যুগান্তকারী অধ্যায়ে প্রবেশ।’
গত এক দশকে চীনের মহাকাশ প্রচেষ্টা বেড়েছে ব্যাপকভাবে। ২০১৩ সালে চাঁদে সফলভাবে অবতরণের ক্ষেত্রে পৃথিবীর তৃতীয় দেশ হয়েছিল চীন। তারপর চাঁদের অপেক্ষাকৃত দূরের জায়গায় অবতরণ করেছে দেশটি। মঙ্গলগ্রহে একটি রোভার স্থাপন সহ পৃথিবীর নিম্ন কক্ষপথে তিয়াঙ্গং নামে একটি মডুলার স্পেস স্টেশনও তৈরি করেছে চীন।
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আর্টেমিস প্রোগ্রাম এবং আর্টেমিস অ্যাকর্ডসের পাল্টা পদক্ষেপ হিসেবে চীন এখন চন্দ্রাভিযানের জন্য জোট গঠনে আগ্রহী।
২০২১ সালে চীন এবং রাশিয়ার যৌথভাবে ঘোষিত ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন (আইএলআরএস) প্রকল্পে বাইরে থেকে যোগদানকারী প্রথম দেশ হল ভেনেজুয়েলা। তবে ভেনেজুয়েলার নভোচারীদের চাঁদে যাওয়াটা এখনই নিশ্চিত করা যাবে না। কারণ, মহাকাশে নভোচারী পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছে চীন। পাকিস্তানের কর্মকর্তারা দাবি করেছিলেন যে, তাদের মহাকাশচারীরা ২০২২ সালে তিয়াঙ্গং স্পেস স্টেশনে যাবে। কিন্তু সে ধরনের একটি মিশনও বাস্তবায়িত হয়নি।
ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, চীনের কাছে বিলিয়ন ডলার ঋণে আছে ভেনেজুয়েলা। চীনের নেতৃত্বাধীন আইএলআরএস প্রকল্পে ভেনেজুয়েলা তাই কতটা অবদান রাখতে সক্ষম হবে, সেটাও অনিশ্চিত। সে সঙ্গে, ভেনেজুয়েলাকে আরও ঋণ দেওয়ার ব্যাপারে উৎসাহ নাও পেতে পারে চীন। আর ভেনেজুয়েলাও এখন মারাত্মক অর্থনৈতিক সংকটের সম্মুখীন।
চীন তার মহাকাশ স্টেশনে এ পর্যন্ত কোনো বিদেশি নভোচারী পাঠায়নি। তবে ভবিষ্যতে এই নীতির পরিবর্তন হতে পারে। বেইজিং আগে বলেছিল, তারা চীন মহাকাশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে আন্তর্জাতিক মহাকাশচারীদের প্রশিক্ষণ দিতে চায়। ২০৩০ সালের মধ্যে চাঁদে দুজন চীনা নভোচারী পাঠাতে চায় বলে জানিয়েছিল চীন। ত্রিশের দশকের গোড়ার দিকেই আইএলআরএস প্রকল্প সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর অর্থ হচ্ছে, চীনা মহাকাশযানে করে চাঁদে আন্তর্জাতিক মহাকাশচারীদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখনো সময় লাগবে।
সমুদ্রতীরে কাঁকড়ার চলাফেরা খেয়াল করলে দেখা যায়, এরা কখনো এদের সম্মুখের দিকে হাঁটে না! এরা সরাসরি সামনে হাঁটার পরিবর্তে দ্রুতগতিতে এক কাত হয়ে হাঁটে। যেখানে মানুষের জন্য ডান বা বাম দিকে একপাশে হাঁটা খুব কঠিন।
২ দিন আগেনিজের যৌবন ধরে রাখতে বিভিন্ন পন্থা অবলম্বন করেন প্রযুক্তি ধনকুব ব্রায়ান জনসন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চুলের চমকপ্রদ পরিবর্তন শেয়ার করেন। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি এক বছরের কম সময় নিজের চুল পড়া রোধ করেছেন ও চুলের প্রাকৃতিক রঙ পুনরুদ্ধার করেছেন।
৫ দিন আগেপ্রত্নতাত্ত্বিকেরা ধূমপানের উল্লেখযোগ্য স্থায়ী পার্শ্বপ্রতিক্রিয়া আবিষ্কার করেছেন। তাঁদের গবেষণায় বেরিয়ে এসেছে, তামাক ধূমপায়ীদের হাড়ে যে চিহ্ন তৈরি করে—তা কেবল তাদের জীবিতাবস্থায় নয়, মৃত্যুর পরেও বহু শতাব্দী ধরে রয়ে যায়।
১১ দিন আগেবিজ্ঞান এখন কার্যকরভাবে প্রমাণ করেছে যে, যখন বিড়ালের সামনে ক্রমাগত ছোট হতে থাকা গর্তের সারি আসে তখন এরা তরল পদার্থের মতো নিজেকে প্রবাহিত করে সেই গর্তের মধ্যে ঢুকে যেতে পারে। অবশ্য যখন গর্তটা আরামদায়ক নয় বলে মনে হয়, তখন কিছুটা দ্বিধায় থাকে।
১১ দিন আগে