বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
পৃথিবীর অন্যতম শুষ্ক ও নির্জন অঞ্চল সাহারা মরুভূমি। এই অঞ্চল উত্তর আফ্রিকার ১১টি দেশের মধ্যে বিস্তৃত এবং এর আয়তন চীন বা যুক্তরাষ্ট্রের সমান। তবে এটি সব সময় বসবাসের জন্য এতটা অনুপযোগী ছিল না। সেখানেও একসময় বসবাস করত এক রহস্যময় মানব প্রজাতি।
১০ ঘণ্টা আগেস্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে চড়ে গত শুক্রবার পৃথিবীতে ফিরলেন এক ধনী বিটকয়েন উদ্যোক্তা ও তার তিন সঙ্গী। পোলার কেপ (উত্তর ও দক্ষিণ মেরু) পরিভ্রমণ মিশন শেষে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন তারা। এটি ছিল পৃথিবীর মেরু অঞ্চলগুলোর ওপর দিয়ে প্রথম মানব মহাকাশ অভিযান, যেখানে ক্যাপসুলটি দক্ষিণ...
১৪ ঘণ্টা আগেবর্তমানে অস্থায়ী পেসমেকার বসাতে হৃৎপিণ্ডে সার্জারির মাধ্যমে সেলাই করে ইলেকট্রোড যুক্ত করতে হয়, যা বাইরের একটি ডিভাইসের সঙ্গে তার দিয়ে যুক্ত থাকে। পরে এই তার টেনে বের করতে হয়, যা একটি জটিল প্রক্রিয়া।
১ দিন আগেএই পানির প্রায় ৯৫ শতাংশই পানি আর বাকি অংশে বিভিন্ন উপাদান থাকে, যা আমাদের জন্যও উপকারী। যেমন খনিজ (সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম) মানব স্নায়ু ও পেশিকে পুষ্টি দেয়; প্রোটিন (অ্যামিনো অ্যাসিড ও এনজাইম) গাছ ও মানুষের বিপাকক্রিয়ায় সাহায্য করে; চিনি (ফ্রুকটোজ ও গ্লুকোজ) পানির হালকা মিষ্টতা
৩ দিন আগে