অনলাইন ডেস্ক
বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
বিশাল এই মহাবিশ্বের একের পর এক বিচিত্র সব ছবি বিশ্ববাসীকে উপহার দিচ্ছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। সম্প্রতি পৃথিবী থেকে ৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত ডব্লিউ আর ১৪০ নক্ষত্র জুটির ধূলি বলয়ের রহস্য উদ্ঘাটন করল টেলিস্কোপটি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
টেলিস্কোপ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাইনারি তারকাব্যবস্থার ওই জুটির চারপাশে প্রায় ১০ ট্রিলিয়ন কিলোমিটার এলাকাজুড়ে ১৭টি মহাজাগতিক ধূলিকণার বলয় রয়েছে। বাইনারি তারকাব্যবস্থা হচ্ছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে এবং মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন তাকে বাইনারি তারকা বলে।
এ বিষয়ে ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞান প্রযুক্তি কেন্দ্রের বিজ্ঞানী ড. অলিভিয়া জোনস বিবিসি নিউজকে বলেন, ‘পূর্ববর্তী পর্যবেক্ষণে আমরা কেবল তিনটি বলয় দেখতে পেয়েছিলাম। কিন্তু শক্তিশালী জেমস ওয়েবের মাধ্যমে ১৭টি বলয় খুঁজে পাওয়া আমাদের কাছে সত্যিই আশ্চর্যজনক।’
এর আগে মহাকাশ বিজ্ঞানীরা ধারণা করতেন, ধূলিকণার বলয়টি সম্ভবত একটি প্যাঁচানো নীহারিকা থেকে উৎপন্ন হয়েছে।
নাসা জানিয়েছে, যখন দুটি নক্ষত্র কাছাকাছি অবস্থান করে মহাকর্ষ বলের প্রভাবে একে অন্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তখন নক্ষত্র দুটির গ্যাসীয় পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে প্রচণ্ড চাপে সংকুচিত হয়ে এই ধূলিকণা তৈরি করে।
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
১০ ঘণ্টা আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৩ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৯ দিন আগে