অনলাইন ডেস্ক
মঙ্গল গ্রহে অদ্ভুত আকৃতির শিলার সন্ধান পেয়েছেন নাসার মহাকাশবিজ্ঞানীরা। মার্স রোভার কিউরিওসিটির (গাড়ি আকৃতির যন্ত্র) মাধ্যমে তাঁরা দেখেছেন, শিলাটির গঠন বাঁকানো টাওয়ারের মতো।
এদিকে ভিনগ্রহে বুদ্ধিমত্তার সন্ধান করে এমন একটি সংস্থা এসইটিআই গত মাসে টুইটারে মঙ্গলে পাথর গঠনের একটি ছবি পোস্ট করেছে। ছবিটি মার্স রোভারের ক্যামেরা দিয়ে তোলার পর পৃথিবীতে পাঠানো হয়েছে। ছবিটি নিয়ে মহাকাশ পর্যবেক্ষকেরা কৌতুহলী হয়ে উঠেছেন। তবে এসইটিআই এটিকে ভিনগ্রহের প্রাণী নয় বলে জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ছবিতে আরেকটি শীতল শিলা দেখা গেছে। সেটি সিমেন্টযুক্ত শিলার মতো এবং কোথাও কোথাও ক্ষয়ে গেছে বলে মনে হয়েছে। পৃথিবীতে বৃষ্টি, পানি, বরফ ও বাতাসের কারণে শিলা ক্ষয়ে যায়। তবে মঙ্গলে প্রবাহিত পানির অভাব রয়েছে, যদিও অনেক বাতাস রয়েছে সেখানে।
মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, এ বছরের শুরুর দিকে নাসা ফুলের মতো দেখতে একটি শিলার ছবি প্রকাশ করেছিল। গত ৯ মার্চে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলাটি এক পয়সার চেয়েও ছোট।
মঙ্গলের ছবিগুলো প্রায়ই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ বছরের শুরুর দিকে নাসা আরও একটি পাথুরে ছবি প্রকাশ করেছিল। সেটি দেখতে অনেকটা প্রবেশদ্বারের মতো ছিল। ছবিটিকে অনেকেই ‘এলিয়েন ফিগার’ মনে করেছিলেন।
মঙ্গল গ্রহে অদ্ভুত আকৃতির শিলার সন্ধান পেয়েছেন নাসার মহাকাশবিজ্ঞানীরা। মার্স রোভার কিউরিওসিটির (গাড়ি আকৃতির যন্ত্র) মাধ্যমে তাঁরা দেখেছেন, শিলাটির গঠন বাঁকানো টাওয়ারের মতো।
এদিকে ভিনগ্রহে বুদ্ধিমত্তার সন্ধান করে এমন একটি সংস্থা এসইটিআই গত মাসে টুইটারে মঙ্গলে পাথর গঠনের একটি ছবি পোস্ট করেছে। ছবিটি মার্স রোভারের ক্যামেরা দিয়ে তোলার পর পৃথিবীতে পাঠানো হয়েছে। ছবিটি নিয়ে মহাকাশ পর্যবেক্ষকেরা কৌতুহলী হয়ে উঠেছেন। তবে এসইটিআই এটিকে ভিনগ্রহের প্রাণী নয় বলে জানিয়েছে।
সংস্থাটি বলেছে, ছবিতে আরেকটি শীতল শিলা দেখা গেছে। সেটি সিমেন্টযুক্ত শিলার মতো এবং কোথাও কোথাও ক্ষয়ে গেছে বলে মনে হয়েছে। পৃথিবীতে বৃষ্টি, পানি, বরফ ও বাতাসের কারণে শিলা ক্ষয়ে যায়। তবে মঙ্গলে প্রবাহিত পানির অভাব রয়েছে, যদিও অনেক বাতাস রয়েছে সেখানে।
মার্কিন সাময়িকী নিউজ উইক জানিয়েছে, এ বছরের শুরুর দিকে নাসা ফুলের মতো দেখতে একটি শিলার ছবি প্রকাশ করেছিল। গত ৯ মার্চে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলাটি এক পয়সার চেয়েও ছোট।
মঙ্গলের ছবিগুলো প্রায়ই মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। এ বছরের শুরুর দিকে নাসা আরও একটি পাথুরে ছবি প্রকাশ করেছিল। সেটি দেখতে অনেকটা প্রবেশদ্বারের মতো ছিল। ছবিটিকে অনেকেই ‘এলিয়েন ফিগার’ মনে করেছিলেন।
সেলিব্রিটি শেফ বা ইতালি নানিরা যা কখনোই কল্পনা করতে পারেননি তাই তৈরি করে দেখালেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা। বিশ্বের সবচেয়ে পাতলা স্প্যাগেটি তৈরি করলেন তাঁরা। গবেষকেরা এমন এক স্টার্চ ন্যানোফাইবারের তৈরি স্প্যাগেটি তৈরি করেছে, যা মাত্র ৩৭২ ন্যানোমিটার চওড়া। চুলের চেয়ে ২০০ গুণ পাত
২ দিন আগেপ্রথমবারের মতো মিল্কিওয়ে গ্যালাক্সি বা আকাশগঙ্গা ছায়াপথের বাইরে একটি নক্ষত্রের মৃত্যুর মুহূর্তের ছবি তুলতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। ছবিতে সুপারনোভা বিস্ফোরণের আগের পরিস্থিতি তুলে ধরেছে। ছবিতে নক্ষত্রটিকে অদ্ভুত ডিম আকারের কোকুনের (রেশমগুটি) মতো দেখা যায়।
২ দিন আগেআমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
৫ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
১০ দিন আগে