ব্ল্যাক হোলের ভয়ংকর শব্দের অডিও প্রকাশ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৬: ৪২
Thumbnail image

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি একটি ব্ল্যাক হোলের শব্দ প্রকাশ করেছে, যা মানুষের কানে শোনা যায়। নাসা যে ব্ল্যাক হোলের শব্দ প্রকাশ করেছে, তা পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টার থেকে ২০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ম্যাশেবলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

নিজেদের টুইটার অ্যাকাউন্টে ব্ল্যাক হোলের শব্দের অডিওটি প্রকাশ করেছে নাসা। সেখানে একটি ব্যাখ্যাও দেওয়া হয়েছে যে শব্দ কীভাবে শূন্যে ভ্রমণ করে। 

টুইটারে নাসা লিখেছে, অনেকেই মনে করেন মহাকাশে শব্দ নেই। এমন ভুল ধারণার উৎপত্তি হচ্ছে মহাকাশের বেশির ভাগ স্থানই শূন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে, গ্যালাক্সি ক্লাস্টারে প্রচুর গ্যাস রয়েছে। এই গ্যাস থেকেই আমরা শব্দ ধারণ করেছি। তারপর আমরা শব্দটিকে শ্রবণযোগ্য করার জন্য পরিবর্ধিত (এমপ্লিফায়েড) করেছি।’ 

নাসার ধারণ করা অডিওতে গর্জন ও কান্নার মতো শব্দ শোনা গেছে। এই শব্দ প্রকৃতপক্ষে উত্তপ্ত গ্যাসের মধ্য দিয়ে প্রবাহিত প্রবল চাপের তরঙ্গ। এ ধরনের ভয়ংকর ও রহস্যময় শব্দ সাধারণত সাইফাই চলচ্চিত্রে মহাকাশ ভ্রমণের সময় শোনানো হয়। 

ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে, নাসার চন্দ্র এক্স-রে অবজারভেটরির মাধ্যমে শব্দটি ধারণ করা হয়েছে। এ বছরের মে মাসে অডিও রেকর্ডটি প্রকাশিত হয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত