অনলাইন ডেস্ক
জলহস্তীরা খুব ওজনদার প্রাণী, এটা এদের দেখেই যে কেউ বলে দিতে পারবে। তেমনি তাদের বেশির ভাগ সময় কাটে জলে। কিন্তু শুনে অবাক হবেন এই প্রাণীরাও কখনো কখনো শূন্যে ভেসে থাকতে পারে, মানে তখন এদের কোনো পা-ই মাটি স্পর্শ করে না। নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
আর তাদের এই শূন্যে ভেসে থাকার ঘটনাটি ঘটে খুব দ্রুতগতিতে দৌড়ানোর সময়। বেশির ভাগ সময় জলে কাটানো এক একটি জলহস্তীর ওজন হয় দুই হাজার কেজির (দুই দশমিক দুই টন) বেশি। আর দ্রুতগতিতে দৌড়ানোর সময় তাদের চার পা-ই শূন্যে থাকার বিষয়টি জানা গেল এই প্রথম। যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
৩২টি জলহস্তীর ১৬৯টি চলাফেরা বা দৌড়ের ভিডিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায় প্রতি বার তীব্র গতিতে ছোটার সময় ১৫ শতাংশ সময় শূন্যে থাকে বিশালাকায় ও ওজনদার প্রাণীটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও আরভিসির বিবর্তনীয় বায়োমেকানিকসের অধ্যাপক জন হাচিনসন সিএনএনকে বলেন, ‘জলহস্তীরা ডাঙায় কীভাবে চলাচল করে সে সম্পর্কে খুব কমই জানি আমরা। ধাঁধার বড় একটি হারানো টুকরো বলতে পারেন এদের। এই প্রাণীদের নিয়ে গবেষণা করাটা মোটেই সহজ নয়।’
এরা পানিতে বড় একটা সময় কাটানোর পাশাপাশি ‘খুব বেপরোয়া এবং বিপজ্জনক’ বলে জানান হাচিনসন। তেমনি রাতে বেশি সক্রিয় এই প্রাণীরা।
গবেষকেরা জলহস্তীর যে ভিডিওগুলি পর্যবেক্ষণ করেন সেগুলোতে দেখা যায় কিছু তাদের অনুপ্রাণিত করলে দ্রুতগতিতে দৌড়ায় জলহস্তীরা। যেমন একটি প্রতিদ্বন্দ্বীকে জলহস্তীকে তাড়া করা বা সিংহ বা গন্ডারের তাড়া খাওয়ার সময়।
গবেষক দলটি আরও দেখেছে যে জলহস্তীরা প্রায় একচেটিয়াভাবে দুলকি চালে চলে। আর এটাই হঠাৎ তীব্র গতিতে ছোটায় রূপ নেয়।
‘জলহস্তীরা ডাঙার সেই অল্পসংখ্যক চার পায়ের প্রাণীদের একটি যেটি দুলকি চালে চলে।’ বলেন হাচিনসন, ‘এটি একটি চমৎকার আবিষ্কার।’
হাচিনসন বলেন, ফলাফলগুলি জলহস্তীকে বন্দী অবস্থায় রাখার উপায় জানতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে এ প্রাণীরা শারীরিক সমস্যায় ভুগছে কিনা তা শনাক্ত করতে এবং নিরীক্ষণ করতে সহায়তা করতে পার।
একটি শিশু পিগমি জলহস্তীর দ্রুতগতিতে চলার ভিডিও হাচিনসনকে ভবিষ্যতের গবেষণার জন্য একটি নতুন দিক নির্দেশনাও দিয়েছে। হাচিনসন জানান, তিনি পরীক্ষা করে দেখতে চান ছোট জলহস্তী কিংবা শিশু পিগমি জলহস্তী বড় হওয়ার সঙ্গে সঙ্গে গতি হারায় কিনা!
সমীক্ষাটি গত বুধবার পিয়ার জে জার্নালে প্রকাশিত হয়।
জলহস্তীরা খুব ওজনদার প্রাণী, এটা এদের দেখেই যে কেউ বলে দিতে পারবে। তেমনি তাদের বেশির ভাগ সময় কাটে জলে। কিন্তু শুনে অবাক হবেন এই প্রাণীরাও কখনো কখনো শূন্যে ভেসে থাকতে পারে, মানে তখন এদের কোনো পা-ই মাটি স্পর্শ করে না। নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
আর তাদের এই শূন্যে ভেসে থাকার ঘটনাটি ঘটে খুব দ্রুতগতিতে দৌড়ানোর সময়। বেশির ভাগ সময় জলে কাটানো এক একটি জলহস্তীর ওজন হয় দুই হাজার কেজির (দুই দশমিক দুই টন) বেশি। আর দ্রুতগতিতে দৌড়ানোর সময় তাদের চার পা-ই শূন্যে থাকার বিষয়টি জানা গেল এই প্রথম। যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
৩২টি জলহস্তীর ১৬৯টি চলাফেরা বা দৌড়ের ভিডিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায় প্রতি বার তীব্র গতিতে ছোটার সময় ১৫ শতাংশ সময় শূন্যে থাকে বিশালাকায় ও ওজনদার প্রাণীটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও আরভিসির বিবর্তনীয় বায়োমেকানিকসের অধ্যাপক জন হাচিনসন সিএনএনকে বলেন, ‘জলহস্তীরা ডাঙায় কীভাবে চলাচল করে সে সম্পর্কে খুব কমই জানি আমরা। ধাঁধার বড় একটি হারানো টুকরো বলতে পারেন এদের। এই প্রাণীদের নিয়ে গবেষণা করাটা মোটেই সহজ নয়।’
এরা পানিতে বড় একটা সময় কাটানোর পাশাপাশি ‘খুব বেপরোয়া এবং বিপজ্জনক’ বলে জানান হাচিনসন। তেমনি রাতে বেশি সক্রিয় এই প্রাণীরা।
গবেষকেরা জলহস্তীর যে ভিডিওগুলি পর্যবেক্ষণ করেন সেগুলোতে দেখা যায় কিছু তাদের অনুপ্রাণিত করলে দ্রুতগতিতে দৌড়ায় জলহস্তীরা। যেমন একটি প্রতিদ্বন্দ্বীকে জলহস্তীকে তাড়া করা বা সিংহ বা গন্ডারের তাড়া খাওয়ার সময়।
গবেষক দলটি আরও দেখেছে যে জলহস্তীরা প্রায় একচেটিয়াভাবে দুলকি চালে চলে। আর এটাই হঠাৎ তীব্র গতিতে ছোটায় রূপ নেয়।
‘জলহস্তীরা ডাঙার সেই অল্পসংখ্যক চার পায়ের প্রাণীদের একটি যেটি দুলকি চালে চলে।’ বলেন হাচিনসন, ‘এটি একটি চমৎকার আবিষ্কার।’
হাচিনসন বলেন, ফলাফলগুলি জলহস্তীকে বন্দী অবস্থায় রাখার উপায় জানতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে এ প্রাণীরা শারীরিক সমস্যায় ভুগছে কিনা তা শনাক্ত করতে এবং নিরীক্ষণ করতে সহায়তা করতে পার।
একটি শিশু পিগমি জলহস্তীর দ্রুতগতিতে চলার ভিডিও হাচিনসনকে ভবিষ্যতের গবেষণার জন্য একটি নতুন দিক নির্দেশনাও দিয়েছে। হাচিনসন জানান, তিনি পরীক্ষা করে দেখতে চান ছোট জলহস্তী কিংবা শিশু পিগমি জলহস্তী বড় হওয়ার সঙ্গে সঙ্গে গতি হারায় কিনা!
সমীক্ষাটি গত বুধবার পিয়ার জে জার্নালে প্রকাশিত হয়।
সূর্যগ্রহণের সময় চাঁদে কী হয়, তা দেখতে ও দেখাতে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বারের মতো চাঁদে অবতরণ করেছে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের একটি মহাকাশযান। আজ রোববার মার্কিন সময় রাত ৩টা ৩৫ মিনিটের দিকে (স্থানীয়) চাঁদের মাটি স্পর্শ করে টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের চন্দ্রযান ব্লু ঘোস্ট।
১ দিন আগেপৃথিবীর নিকটতম গ্রহ মঙ্গলে আজ থেকে ৩৬০ কোটি বছর আগে বিশাল এক মহাসাগর ছিল এবং তার ঢেউ সৈকতে আছড়ে পড়ত। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিচ্ছে নতুন গবেষণা। চীনের ঝুরং রোভার ২০২১-২২ সাল সময়ের মধ্যে মঙ্গলের ইউটোপিয়া প্লানিশিয়া এলাকায় অভিযান চালিয়ে ভূগর্ভস্থ রাডার ব্যবহার করে সম্ভাব্য এই প্রাচীন মহাসাগরের উপকূলরেখ
১ দিন আগেঅতীতের দিকে তাকালে পৃথিবীর জলবায়ুর পরিবর্তনকে রোলার কোস্টারের সঙ্গে তুলনা করা যায়। সময়ে সময়ে এই গ্রহের তাপমাত্রার পরিবর্তন ঘটেছে। একবার উষ্ণ হয়ে উঠেছে, আবার বরফযুগ শুরু হয়েছে। এই পরিবর্তনগুলো কখনোই স্থায়ী নয়। কিছু সময় পর পৃথিবী বর্তমানে উষ্ণ পরিবেশে ফিরে আসে। তবে নতুন এক গবেষণায় জানা যায়, আজ থেকে ১১
২ দিন আগেবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষক দল। তারা একটি নতুন পরমাণু ব্যাটারি উদ্ভাবন করেছেন, যা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। কারণ এই ধরনের পরমাণু ব্যাটারি কোনো চার্জ বা রক্ষণাবেক্ষণ...
৪ দিন আগে