অনলাইন ডেস্ক
জলহস্তীরা খুব ওজনদার প্রাণী, এটা এদের দেখেই যে কেউ বলে দিতে পারবে। তেমনি তাদের বেশির ভাগ সময় কাটে জলে। কিন্তু শুনে অবাক হবেন এই প্রাণীরাও কখনো কখনো শূন্যে ভেসে থাকতে পারে, মানে তখন এদের কোনো পা-ই মাটি স্পর্শ করে না। নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
আর তাদের এই শূন্যে ভেসে থাকার ঘটনাটি ঘটে খুব দ্রুতগতিতে দৌড়ানোর সময়। বেশির ভাগ সময় জলে কাটানো এক একটি জলহস্তীর ওজন হয় দুই হাজার কেজির (দুই দশমিক দুই টন) বেশি। আর দ্রুতগতিতে দৌড়ানোর সময় তাদের চার পা-ই শূন্যে থাকার বিষয়টি জানা গেল এই প্রথম। যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
৩২টি জলহস্তীর ১৬৯টি চলাফেরা বা দৌড়ের ভিডিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায় প্রতি বার তীব্র গতিতে ছোটার সময় ১৫ শতাংশ সময় শূন্যে থাকে বিশালাকায় ও ওজনদার প্রাণীটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও আরভিসির বিবর্তনীয় বায়োমেকানিকসের অধ্যাপক জন হাচিনসন সিএনএনকে বলেন, ‘জলহস্তীরা ডাঙায় কীভাবে চলাচল করে সে সম্পর্কে খুব কমই জানি আমরা। ধাঁধার বড় একটি হারানো টুকরো বলতে পারেন এদের। এই প্রাণীদের নিয়ে গবেষণা করাটা মোটেই সহজ নয়।’
এরা পানিতে বড় একটা সময় কাটানোর পাশাপাশি ‘খুব বেপরোয়া এবং বিপজ্জনক’ বলে জানান হাচিনসন। তেমনি রাতে বেশি সক্রিয় এই প্রাণীরা।
গবেষকেরা জলহস্তীর যে ভিডিওগুলি পর্যবেক্ষণ করেন সেগুলোতে দেখা যায় কিছু তাদের অনুপ্রাণিত করলে দ্রুতগতিতে দৌড়ায় জলহস্তীরা। যেমন একটি প্রতিদ্বন্দ্বীকে জলহস্তীকে তাড়া করা বা সিংহ বা গন্ডারের তাড়া খাওয়ার সময়।
গবেষক দলটি আরও দেখেছে যে জলহস্তীরা প্রায় একচেটিয়াভাবে দুলকি চালে চলে। আর এটাই হঠাৎ তীব্র গতিতে ছোটায় রূপ নেয়।
‘জলহস্তীরা ডাঙার সেই অল্পসংখ্যক চার পায়ের প্রাণীদের একটি যেটি দুলকি চালে চলে।’ বলেন হাচিনসন, ‘এটি একটি চমৎকার আবিষ্কার।’
হাচিনসন বলেন, ফলাফলগুলি জলহস্তীকে বন্দী অবস্থায় রাখার উপায় জানতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে এ প্রাণীরা শারীরিক সমস্যায় ভুগছে কিনা তা শনাক্ত করতে এবং নিরীক্ষণ করতে সহায়তা করতে পার।
একটি শিশু পিগমি জলহস্তীর দ্রুতগতিতে চলার ভিডিও হাচিনসনকে ভবিষ্যতের গবেষণার জন্য একটি নতুন দিক নির্দেশনাও দিয়েছে। হাচিনসন জানান, তিনি পরীক্ষা করে দেখতে চান ছোট জলহস্তী কিংবা শিশু পিগমি জলহস্তী বড় হওয়ার সঙ্গে সঙ্গে গতি হারায় কিনা!
সমীক্ষাটি গত বুধবার পিয়ার জে জার্নালে প্রকাশিত হয়।
জলহস্তীরা খুব ওজনদার প্রাণী, এটা এদের দেখেই যে কেউ বলে দিতে পারবে। তেমনি তাদের বেশির ভাগ সময় কাটে জলে। কিন্তু শুনে অবাক হবেন এই প্রাণীরাও কখনো কখনো শূন্যে ভেসে থাকতে পারে, মানে তখন এদের কোনো পা-ই মাটি স্পর্শ করে না। নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।
আর তাদের এই শূন্যে ভেসে থাকার ঘটনাটি ঘটে খুব দ্রুতগতিতে দৌড়ানোর সময়। বেশির ভাগ সময় জলে কাটানো এক একটি জলহস্তীর ওজন হয় দুই হাজার কেজির (দুই দশমিক দুই টন) বেশি। আর দ্রুতগতিতে দৌড়ানোর সময় তাদের চার পা-ই শূন্যে থাকার বিষয়টি জানা গেল এই প্রথম। যুক্তরাজ্যের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।
৩২টি জলহস্তীর ১৬৯টি চলাফেরা বা দৌড়ের ভিডিও পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায় প্রতি বার তীব্র গতিতে ছোটার সময় ১৫ শতাংশ সময় শূন্যে থাকে বিশালাকায় ও ওজনদার প্রাণীটি। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গবেষণা প্রতিবেদনের প্রধান লেখক ও আরভিসির বিবর্তনীয় বায়োমেকানিকসের অধ্যাপক জন হাচিনসন সিএনএনকে বলেন, ‘জলহস্তীরা ডাঙায় কীভাবে চলাচল করে সে সম্পর্কে খুব কমই জানি আমরা। ধাঁধার বড় একটি হারানো টুকরো বলতে পারেন এদের। এই প্রাণীদের নিয়ে গবেষণা করাটা মোটেই সহজ নয়।’
এরা পানিতে বড় একটা সময় কাটানোর পাশাপাশি ‘খুব বেপরোয়া এবং বিপজ্জনক’ বলে জানান হাচিনসন। তেমনি রাতে বেশি সক্রিয় এই প্রাণীরা।
গবেষকেরা জলহস্তীর যে ভিডিওগুলি পর্যবেক্ষণ করেন সেগুলোতে দেখা যায় কিছু তাদের অনুপ্রাণিত করলে দ্রুতগতিতে দৌড়ায় জলহস্তীরা। যেমন একটি প্রতিদ্বন্দ্বীকে জলহস্তীকে তাড়া করা বা সিংহ বা গন্ডারের তাড়া খাওয়ার সময়।
গবেষক দলটি আরও দেখেছে যে জলহস্তীরা প্রায় একচেটিয়াভাবে দুলকি চালে চলে। আর এটাই হঠাৎ তীব্র গতিতে ছোটায় রূপ নেয়।
‘জলহস্তীরা ডাঙার সেই অল্পসংখ্যক চার পায়ের প্রাণীদের একটি যেটি দুলকি চালে চলে।’ বলেন হাচিনসন, ‘এটি একটি চমৎকার আবিষ্কার।’
হাচিনসন বলেন, ফলাফলগুলি জলহস্তীকে বন্দী অবস্থায় রাখার উপায় জানতে সাহায্য করতে পারে। সেই সঙ্গে এ প্রাণীরা শারীরিক সমস্যায় ভুগছে কিনা তা শনাক্ত করতে এবং নিরীক্ষণ করতে সহায়তা করতে পার।
একটি শিশু পিগমি জলহস্তীর দ্রুতগতিতে চলার ভিডিও হাচিনসনকে ভবিষ্যতের গবেষণার জন্য একটি নতুন দিক নির্দেশনাও দিয়েছে। হাচিনসন জানান, তিনি পরীক্ষা করে দেখতে চান ছোট জলহস্তী কিংবা শিশু পিগমি জলহস্তী বড় হওয়ার সঙ্গে সঙ্গে গতি হারায় কিনা!
সমীক্ষাটি গত বুধবার পিয়ার জে জার্নালে প্রকাশিত হয়।
আমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
২ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৮ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৮ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
৯ দিন আগে