ক্রীড়া ডেস্ক
৩৯ থেকে ৪০-এ উঠতে ক্রিস্টিয়ানো রোনালদোর আর বেশি সময় বাকি নেই। পর্তুগিজ তারকার ৪০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। জন্মদিনের আগে নিজেকেই নিজে দিলেন উপহার। উদযাপনেও এনেছেন ভিন্নতা।
রিয়াদের আল-আওয়াল পার্কে গত রাতে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল ওয়াসল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে জোড়া গোল করেন রোনালদো। নিজের প্রথম গোল ৪৪ মিনিটে পেনাল্টি থেকে করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। জন্মদিনের আগে জন্মদিন রাঙিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভিন্ন রকম এক উদযাপন করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নতুন এই উদ্যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদযাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।
Ronaldo celebration 💛 pic.twitter.com/UlDBWWVpub
— Ali (@11l_p) February 3, 2025
রোনালদোর জোড়া গোলের দিনে আল নাসর জিতেছে ৪-০ গোলে। ২৫ ও ৮৮ মিনিটে দলটির বাকি দুই গোল করেছেন আলী আলহাসান ও মোহামেদ আল-ফাতিল। জয়ের পর উদযাপনের কিছু মুহূর্ত পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘২ গোল এবং জয়।’ ম্যাচের শেষে দুইটা ফুটবলের ইমোজি বসিয়েছেন রোনালদো। ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে এখন আল নাসর। ৭ ম্যাচে ৫ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৬।
আল ওয়াসলের বিপক্ষে জোড়া গোল করায় পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯২৩। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৭ গোল পেছনে তিনি। যেভাবে এগোচ্ছেন, তাতে পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে এই লক্ষ্য অর্জন করা অসম্ভব কিছু নয়।
৩৯ থেকে ৪০-এ উঠতে ক্রিস্টিয়ানো রোনালদোর আর বেশি সময় বাকি নেই। পর্তুগিজ তারকার ৪০ বছর পূর্ণ হচ্ছে আগামীকাল। জন্মদিনের আগে নিজেকেই নিজে দিলেন উপহার। উদযাপনেও এনেছেন ভিন্নতা।
রিয়াদের আল-আওয়াল পার্কে গত রাতে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল ওয়াসল। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে জোড়া গোল করেন রোনালদো। নিজের প্রথম গোল ৪৪ মিনিটে পেনাল্টি থেকে করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। সাদিও মানের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেন রোনালদো। জন্মদিনের আগে জন্মদিন রাঙিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে ভিন্ন রকম এক উদযাপন করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। নতুন এই উদ্যাপনের সময় প্রথমে বিমান ওড়ার মতো ভঙ্গিতে হাত ওপরে তোলেন। পরবর্তীতে হাত নিচে নামিয়ে আনেন ৩৯ বছর বয়সী এই তারকা। সামাজিক মাধ্যমে তাঁর এই উদযাপনের ছবি এরই মধ্যে ভাইরাল।
Ronaldo celebration 💛 pic.twitter.com/UlDBWWVpub
— Ali (@11l_p) February 3, 2025
রোনালদোর জোড়া গোলের দিনে আল নাসর জিতেছে ৪-০ গোলে। ২৫ ও ৮৮ মিনিটে দলটির বাকি দুই গোল করেছেন আলী আলহাসান ও মোহামেদ আল-ফাতিল। জয়ের পর উদযাপনের কিছু মুহূর্ত পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘২ গোল এবং জয়।’ ম্যাচের শেষে দুইটা ফুটবলের ইমোজি বসিয়েছেন রোনালদো। ৪-০ গোলের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তিনে এখন আল নাসর। ৭ ম্যাচে ৫ জয়, ১ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ১৬।
আল ওয়াসলের বিপক্ষে জোড়া গোল করায় পেশাদার ক্যারিয়ারে রোনালদোর গোলসংখ্যা এখন ৯২৩। হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে এখনো ৭৭ গোল পেছনে তিনি। যেভাবে এগোচ্ছেন, তাতে পর্তুগিজ ফরোয়ার্ডের কাছে এই লক্ষ্য অর্জন করা অসম্ভব কিছু নয়।
মাঠে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ভক্তরাও অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন তাঁর ব্যাটে রান দেখার। লিটনের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছিল সেরকমই একটা মঞ্চ। কিন্তু পাকিস্তানে গিয়ে চার দিনের মাথায় দুঃসংবাদ দিলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। চোটে পড়ে দেশে ফিরে আসছেন লিটন।
১ ঘণ্টা আগেলিওনেল মেসিকে পেয়েই যেন বদলে যায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস)। বিশ্বের নজর থাকে এখন এই লিগও। মেসির পর লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা এমএলএসে খেলছেন। আলোচনায় এখন ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করবেন কি না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেটা ইতিবাচকই...
২ ঘণ্টা আগেপিএসএলের উদ্বোধনী ম্যাচে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরে গেছে রিশাদ হোসেনদের লাহোর কালান্দার্স। যদিও ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার। এদিকে আজ বিকেলে নাহিদের দল পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচে খেলবে কোয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শীর্ষে আবাহনী। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে আবাহনীর পরই অবস্থান মোহামেডানের। তবে ডিপিএলের লিগ পর্বের শেষ রাউন্ডে আজ আবাহনীকে ধরে ফেলার সুযোগ মোহামেডানের। মিরপুরে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
৩ ঘণ্টা আগে