নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যাটিংয়ে লিটন-তামিমের তাণ্ডবের পর বোলিংয়ে মুগ্ধ-রাহিদের ছন্দ। ঢাকা ক্যাপিটালের দেওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫.২ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। রেকর্ডের ছড়াছড়ির ম্যাচে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও গড়ল ঢাকা। টানা ছয় হারের পর ১৪৯ রানের বড় জয় পেয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। রাজশাহীর রায়ান বার্ল সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন ও ফরমানউল্লাহ ২টি করে উইকেট নিয়েছেন।
লিটন দাস নাকি ‘লিটন ঠাস ঠাস’! সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত ইনিংসজুড়েই লিটনের ব্যাট তো ‘ঠাস ঠাসই’ করেছে আজ। সেটিও আবার অস্বস্তিকর এক দিনে! কয়েক দিন ধরেই আলোচনায় লিটন। দুপুরেই শুনেছিলেন চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে নেই তিনি। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। চাপা কষ্ট যেন ভুললেন ছক্কা-চারের বিস্ফোরণ ঘটিয়ে অসাধারণ এক সেঞ্চুরিতে। দল থেকে বাদ পড়ার জবাব এর চেয়ে কি সুন্দর হতে পারে?
স্বীকৃত টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরির দিনে তানজিদ হাসান তামিম ছুঁয়েছেন নিজের দ্বিতীয় শতক। তাঁর প্রেক্ষাপট অবশ্য লিটনের বিপরীত। লিটন যখন কষ্টের সংবাদ পেলেন, এই বাঁহাতি ব্যাটার তখন চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকার সুখবর পেয়েছেন। লিটনের যদি দুঃখগাথা থাকে, তাহলে খুশির তোড়েই ব্যাট চালিয়েছেন তানজিদ।
লিটন-তামিমের রেকর্ড জুটিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহীকে ২৫৪ রানের চাপায় ফেলে দেয় দুঃসময় পার করা ঢাকা ক্যাপিটালস। আগের চয় ম্যাচেই হরেছিল তারা। রেকর্ড বই ওলটপালট করে দেওয়া ইনিংসে বিপিএলে এটিই এখন কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এত দিন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ২৩৯ রান ছিল যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ স্কোর।
নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে ঢাকা দলকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা নিয়ে হয়তো এ দিন আক্ষেপেও পুড়েছেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়! কেন হাতে ধরে বিপদটা টানলেন। তবে লিটনের ব্যাটিং শৈলী হয়তো তাঁকে যত কষ্ট দিয়েছে, তাঁর চেয়ে বেশি উপভোগ করেছেন গ্যালারিপূর্ণ দর্শক। দুপুরেই বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিটনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বলেছেন, ‘লিটন ছন্দে নেই। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে তীব্র রান খরায় ভুগছেন। আউটের ধরন একইরকম। তবু অনেক আস্থা রেখেছিলাম। অনেক ম্যাচেই সুযোগ দিয়েছি। ব্যাটার ফর্মের বাইরে থাকলেও আস্থার জায়গা থেকে দলে রাখা হয়। আমার মনে হয় এ মুহূর্তে সেই অবস্থানে নেই সে।’
লিটন আগের ম্যাচে ঢাকার বিপক্ষে করেছিলেন ৪৩ বলে ৭৩ রান। আজ খেললেন ৫৫ বলে ১২৫ রানের ফ্রেমবন্দী করে রাখার মতো ইনিংস। ৪৪ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি, বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম। ওপেনিং জুটিতে ২৪১ রান তুললেন তামিমকে নিয়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি এখন সর্বোচ্চ রানের জুটি। স্বীকৃত ক্রিকেটে আরেকটি জুটি আছে ২৫৮ রানের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের দুই ব্যাটার কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ও লাচলান ইয়ামামোতো-লেক জুটির এ রেকর্ড গড়েন।
মাঠের চারদিকে লিটন নাকি শট খেলতে পারছেন না—এমন ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। কিন্তু লিটন এমন কোনো জায়গা নেই, যে পাশে রান করেননি। বিস্ফোরণই যে শৈল্পিক হতে পারে, লিটনের এই ইনিংস না দেখলে বোঝা কঠিন! শুরুতে তানজিদ তামিম ঝড় তুললেও খোলস ছেড়ে বেরোতে দেরি করেননি লিটন। ৪৪ বলে সেঞ্চুরির পর জুনিয়ে তামিম ৬২ বলে তোলেন নেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। গত বিপিএলে চট্টগ্রামের হয়ে করেছিলেন প্রথম সেঞ্চুরি। ১৯.৩ ওভারে ৬৪ বলে ১০৮ রানে ফেরেন তামিম। ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন। ৯টি ছক্কা সঙ্গে মেরেছেন ১০টি চার। ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। আর ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৫৪ রান, আগেই বলা হয়েছে বিপিএলে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর।
ব্যাটিংয়ে লিটন-তামিমের তাণ্ডবের পর বোলিংয়ে মুগ্ধ-রাহিদের ছন্দ। ঢাকা ক্যাপিটালের দেওয়া ২৫৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৫.২ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় রাজশাহী। রেকর্ডের ছড়াছড়ির ম্যাচে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও গড়ল ঢাকা। টানা ছয় হারের পর ১৪৯ রানের বড় জয় পেয়েছে খালেদ মাহমুদ সুজনের দল। রাজশাহীর রায়ান বার্ল সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন ও ফরমানউল্লাহ ২টি করে উইকেট নিয়েছেন।
লিটন দাস নাকি ‘লিটন ঠাস ঠাস’! সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত ইনিংসজুড়েই লিটনের ব্যাট তো ‘ঠাস ঠাসই’ করেছে আজ। সেটিও আবার অস্বস্তিকর এক দিনে! কয়েক দিন ধরেই আলোচনায় লিটন। দুপুরেই শুনেছিলেন চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে নেই তিনি। ভেঙে পড়ার চেয়ে ফেরার পথটাই বেছে নিলেন এই উইকেটরক্ষক-ব্যাটার। চাপা কষ্ট যেন ভুললেন ছক্কা-চারের বিস্ফোরণ ঘটিয়ে অসাধারণ এক সেঞ্চুরিতে। দল থেকে বাদ পড়ার জবাব এর চেয়ে কি সুন্দর হতে পারে?
স্বীকৃত টি-টোয়েন্টিতে লিটনের প্রথম সেঞ্চুরির দিনে তানজিদ হাসান তামিম ছুঁয়েছেন নিজের দ্বিতীয় শতক। তাঁর প্রেক্ষাপট অবশ্য লিটনের বিপরীত। লিটন যখন কষ্টের সংবাদ পেলেন, এই বাঁহাতি ব্যাটার তখন চ্যাম্পিয়নস ট্রফির দলে থাকার সুখবর পেয়েছেন। লিটনের যদি দুঃখগাথা থাকে, তাহলে খুশির তোড়েই ব্যাট চালিয়েছেন তানজিদ।
লিটন-তামিমের রেকর্ড জুটিতে আগে ব্যাটিংয়ে নেমে দুর্বার রাজশাহীকে ২৫৪ রানের চাপায় ফেলে দেয় দুঃসময় পার করা ঢাকা ক্যাপিটালস। আগের চয় ম্যাচেই হরেছিল তারা। রেকর্ড বই ওলটপালট করে দেওয়া ইনিংসে বিপিএলে এটিই এখন কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এত দিন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ২৩৯ রান ছিল যৌথভাবে বিপিএলের সর্বোচ্চ স্কোর।
নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে ঢাকা দলকে আগে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্তটা নিয়ে হয়তো এ দিন আক্ষেপেও পুড়েছেন রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়! কেন হাতে ধরে বিপদটা টানলেন। তবে লিটনের ব্যাটিং শৈলী হয়তো তাঁকে যত কষ্ট দিয়েছে, তাঁর চেয়ে বেশি উপভোগ করেছেন গ্যালারিপূর্ণ দর্শক। দুপুরেই বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিটনকে বাদ দেওয়ার ব্যাখ্যায় বলেছেন, ‘লিটন ছন্দে নেই। একজন ব্যাটার দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে তীব্র রান খরায় ভুগছেন। আউটের ধরন একইরকম। তবু অনেক আস্থা রেখেছিলাম। অনেক ম্যাচেই সুযোগ দিয়েছি। ব্যাটার ফর্মের বাইরে থাকলেও আস্থার জায়গা থেকে দলে রাখা হয়। আমার মনে হয় এ মুহূর্তে সেই অবস্থানে নেই সে।’
লিটন আগের ম্যাচে ঢাকার বিপক্ষে করেছিলেন ৪৩ বলে ৭৩ রান। আজ খেললেন ৫৫ বলে ১২৫ রানের ফ্রেমবন্দী করে রাখার মতো ইনিংস। ৪৪ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি, বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম। ওপেনিং জুটিতে ২৪১ রান তুললেন তামিমকে নিয়ে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এটি এখন সর্বোচ্চ রানের জুটি। স্বীকৃত ক্রিকেটে আরেকটি জুটি আছে ২৫৮ রানের। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চীনের বিপক্ষে জাপানের দুই ব্যাটার কেন্ডেল কাদোওয়াকি-ফ্লেমিং ও লাচলান ইয়ামামোতো-লেক জুটির এ রেকর্ড গড়েন।
মাঠের চারদিকে লিটন নাকি শট খেলতে পারছেন না—এমন ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। কিন্তু লিটন এমন কোনো জায়গা নেই, যে পাশে রান করেননি। বিস্ফোরণই যে শৈল্পিক হতে পারে, লিটনের এই ইনিংস না দেখলে বোঝা কঠিন! শুরুতে তানজিদ তামিম ঝড় তুললেও খোলস ছেড়ে বেরোতে দেরি করেননি লিটন। ৪৪ বলে সেঞ্চুরির পর জুনিয়ে তামিম ৬২ বলে তোলেন নেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। গত বিপিএলে চট্টগ্রামের হয়ে করেছিলেন প্রথম সেঞ্চুরি। ১৯.৩ ওভারে ৬৪ বলে ১০৮ রানে ফেরেন তামিম। ইনিংসে ছিল ৮টি ছক্কা ও ৬টি চার। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানে অপরাজিত থাকেন লিটন। ৯টি ছক্কা সঙ্গে মেরেছেন ১০টি চার। ২ বলে ৭ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান। আর ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ২৫৪ রান, আগেই বলা হয়েছে বিপিএলে এটাই সর্বোচ্চ দলীয় স্কোর।
আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।
৩ ঘণ্টা আগেবিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা যখন ‘ধর্মঘট’ পরিস্থিতিতে, তখন আনন্দময় সময় কেটেছে অনেক ক্রিকেটারের।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেও গত বুধবার দলকে জেতাতে পারেননি মাহিশ থিকশানা। হ্যামিল্টনের সেডন পার্কে তাঁর অর্জন ম্লান হয়ে গিয়েছিল ব্যাটারদের ভরাডুবিতে। সেই হ্যাটট্রিকের এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর...
৪ ঘণ্টা আগেভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু যে সিরিজে ভরাডুবির কারণে ভারত ২০২৩-২৫ চক্রের ফাইনাল ভারত খেলতে পারল না, সেটা নিয়ে আলোচনা কি এত সহজে থামে? বোর্ডার-গাভাস্কার ট্রফি...
৫ ঘণ্টা আগে