ক্রীড়া ডেস্ক
শেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
প্রাইড পার্ক স্টেডিয়ামে গত রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে ডার্বি কাউন্টি ও শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে ১–০ গোলে জিতেছে শেফিল্ড। ম্যাচের সেরা ফুটবলার বেছে নিতে শেফিল্ড ইউনাইটেড সামাজিক মাধ্যমে একটি ভোটের আয়োজন করেছিল। ভোটাভুটিতে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজাই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। বলের পেছনে হামজার ছোটার একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে শেফিল্ড। ক্যাপশন দিয়েছে, ‘অভিষেকে ম্যান অব দ্য ম্যাচের পারফরম্যান্স।’ ক্যাপশনে করমর্দনের ইমোজি ব্যবহার করেছে শেফিল্ড।
ডার্বি কাউন্টির বিপক্ষে গতকাল একমাত্র গোলটি করেছেন শেফিল্ডের ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। তবে হামজার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কারণ অন্য কিছু। তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ম্যাচে ৬১ বার বল ছুঁয়েছেন। নিখুঁত পাস দিয়েছেন ৮০ শতাংশ। ড্রিবলে শতভাগ সফল হামজা প্রতিপক্ষের থেকে তিনবার বল কাড়তে সক্ষম হয়েছেন।
১-০ গোলের জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে শেফিল্ড ইউনাইটেড। তাদের পয়েন্ট ৬১। সবার ওপরে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। দুটি দলই ৩০টি করে ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। শেফিল্ডকে হামজা প্রিমিয়ার লিগে নিতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।
চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।
শেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।
প্রাইড পার্ক স্টেডিয়ামে গত রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে ডার্বি কাউন্টি ও শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে ১–০ গোলে জিতেছে শেফিল্ড। ম্যাচের সেরা ফুটবলার বেছে নিতে শেফিল্ড ইউনাইটেড সামাজিক মাধ্যমে একটি ভোটের আয়োজন করেছিল। ভোটাভুটিতে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজাই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। বলের পেছনে হামজার ছোটার একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে শেফিল্ড। ক্যাপশন দিয়েছে, ‘অভিষেকে ম্যান অব দ্য ম্যাচের পারফরম্যান্স।’ ক্যাপশনে করমর্দনের ইমোজি ব্যবহার করেছে শেফিল্ড।
ডার্বি কাউন্টির বিপক্ষে গতকাল একমাত্র গোলটি করেছেন শেফিল্ডের ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। তবে হামজার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কারণ অন্য কিছু। তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ম্যাচে ৬১ বার বল ছুঁয়েছেন। নিখুঁত পাস দিয়েছেন ৮০ শতাংশ। ড্রিবলে শতভাগ সফল হামজা প্রতিপক্ষের থেকে তিনবার বল কাড়তে সক্ষম হয়েছেন।
১-০ গোলের জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে শেফিল্ড ইউনাইটেড। তাদের পয়েন্ট ৬১। সবার ওপরে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। দুটি দলই ৩০টি করে ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। শেফিল্ডকে হামজা প্রিমিয়ার লিগে নিতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।
চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।
১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে নেইমার ফিরেছেন এ বছরের শুরুতে। জানুয়ারির শেষ সপ্তাহে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করা হয়। আর নেইমারের শৈশবের ক্লাবে ফেরার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন তাঁদের প্রধান কোচ পেদ্রো কাইজিনহা।
১ ঘণ্টা আগেক্রিকেটের অনেক নিয়ম প্রায় সময়ই বদলে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোনো নিয়ম কয়েক বছর ধরে চলার পর বোর্ড সদস্যদের মাথায় সেটা পরিবর্তনের চিন্তা কাজ করে। এবার ক্রিকেটের একটি নিয়মে আইসিসি পরিবর্তন আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেস্তন ক্যানসারের সঙ্গে অ্যালেক স্টুয়ার্টের স্ত্রী লিন স্টুয়ার্ট লড়ছিলেন ১২ বছর ধরে। অবশেষে জিতে গেল মৃত্যু। দীর্ঘ এক যুগের লড়াই শেষে না ফেরার দেশে চলে গেলেন ইংলিশ কিংবদন্তি ক্রিকেটারের স্ত্রী।
১৩ ঘণ্টা আগেলিওনেল মেসির অবস্থা এই ভালো তো এই খারাপ। গোল করে কখনো দলকে বাঁচান হারের মুখ থেকে। আবার কোনো কোনো ম্যাচে বারবার চেষ্টা করেও গোলের দেখা পান না আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির জন্য গত রাতটা ছিল এমনই।
১৩ ঘণ্টা আগে