ক্রীড়া ডেস্ক
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়াল্টার পদত্যাগ করেছেন বলে সিএসএ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তাঁর পদত্যাগের হিসেব করা হবে ৩০ এপ্রিল থেকে। এক বিবৃতিতে সদ্য পদত্যাগ করা দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বলেন, ‘প্রোটিয়াদের কোচিং করানো অত্যন্ত সম্মানের ও যা অর্জন করেছি, তাতে খুবই গর্বিত। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে যাত্রা উপভোগ করেছি। এখন পদত্যাগের উপযুক্ত সময় মনে হয়েছে। নিঃসন্দেহে দলটি অনন্য উচ্চতায় উঠবে বলে আমার বিশ্বাস।’
সিএসএ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও ক্রিকইনফো জানতে পেরেছে, দ্বিপক্ষীয় সিরিজে বাজে রেকর্ডের কারণে ওয়াল্টার চাপ অনুভব করছিলেন। তাঁর অধীনে সাত ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তানের কাছে গত বছরের শেষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও রয়েছে। আট টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল একটিতে প্রোটিয়ারা জিতেছিল ওয়াল্টারের অধীনে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াল্টার। তাঁর সময়ে প্রোটিয়ারা আইসিসি ইভেন্টে দারুণ খেলেছিল। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হয়েছিল রানার্সআপ। এটা ছিল প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টেও প্রোটিয়ারা সেমিফাইনালে পৌঁছেছিল ওয়াল্টারের সময়ই। ওয়াল্টারের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরোনোর আগেই তিনি চাকরি ছাড়লেন।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে ওয়াল্টার পদত্যাগ করেছেন বলে সিএসএ গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে। তাঁর পদত্যাগের হিসেব করা হবে ৩০ এপ্রিল থেকে। এক বিবৃতিতে সদ্য পদত্যাগ করা দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ বলেন, ‘প্রোটিয়াদের কোচিং করানো অত্যন্ত সম্মানের ও যা অর্জন করেছি, তাতে খুবই গর্বিত। ক্রিকেটার, সাপোর্টিং স্টাফ, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে যাত্রা উপভোগ করেছি। এখন পদত্যাগের উপযুক্ত সময় মনে হয়েছে। নিঃসন্দেহে দলটি অনন্য উচ্চতায় উঠবে বলে আমার বিশ্বাস।’
সিএসএ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বললেও ক্রিকইনফো জানতে পেরেছে, দ্বিপক্ষীয় সিরিজে বাজে রেকর্ডের কারণে ওয়াল্টার চাপ অনুভব করছিলেন। তাঁর অধীনে সাত ওয়ানডে সিরিজের মধ্যে তিনটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। যার মধ্যে পাকিস্তানের কাছে গত বছরের শেষে ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের ঘটনাও রয়েছে। আট টি-টোয়েন্টি সিরিজের মধ্যে কেবল একটিতে প্রোটিয়ারা জিতেছিল ওয়াল্টারের অধীনে।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ওয়াল্টার। তাঁর সময়ে প্রোটিয়ারা আইসিসি ইভেন্টে দারুণ খেলেছিল। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হয়েছিল রানার্সআপ। এটা ছিল প্রোটিয়াদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনাল। এছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি—আইসিসির এই দুই ইভেন্টেও প্রোটিয়ারা সেমিফাইনালে পৌঁছেছিল ওয়াল্টারের সময়ই। ওয়াল্টারের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছিল। কিন্তু মেয়াদ ফুরোনোর আগেই তিনি চাকরি ছাড়লেন।
মাঠে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ভক্তরাও অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন তাঁর ব্যাটে রান দেখার। লিটনের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছিল সেরকমই একটা মঞ্চ। কিন্তু পাকিস্তানে গিয়ে চার দিনের মাথায় দুঃসংবাদ দিলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। চোটে পড়ে দেশে ফিরে আসছেন লিটন।
১ ঘণ্টা আগেলিওনেল মেসিকে পেয়েই যেন বদলে যায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস)। বিশ্বের নজর থাকে এখন এই লিগও। মেসির পর লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা এমএলএসে খেলছেন। আলোচনায় এখন ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করবেন কি না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেটা ইতিবাচকই...
২ ঘণ্টা আগেপিএসএলের উদ্বোধনী ম্যাচে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরে গেছে রিশাদ হোসেনদের লাহোর কালান্দার্স। যদিও ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার। এদিকে আজ বিকেলে নাহিদের দল পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচে খেলবে কোয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শীর্ষে আবাহনী। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে আবাহনীর পরই অবস্থান মোহামেডানের। তবে ডিপিএলের লিগ পর্বের শেষ রাউন্ডে আজ আবাহনীকে ধরে ফেলার সুযোগ মোহামেডানের। মিরপুরে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
৩ ঘণ্টা আগে