ক্রীড়া ডেস্ক
২০২৪ বিপিএলের পর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ২০ রানের গণ্ডিই পারছিলেন না পেরোতে। অবশেষে নিজের ৩৫তম জন্মদিনের দিন ফর্মে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে সাকিব এবারের ডিপিএলে ফেরার ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারেননি ব্যাটিংয়ে।
জন্মদিনটা অবশ্য বৃষ্টিস্নাত দিনে মাঠেই কাটাতে হচ্ছে তামিমকে। বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃষ্টির কারণে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়েছে ১১টা ৪৫ মিনিটে। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৪ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ ৩১.১ ওভারে অল আউট হয়েছে ১৩১ রানে। ১৩২ রান তাড়া করতে নেমে অধিনায়কোচিত ব্যাটিং করছেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম। ৬২ বলে তুলে নিয়েছেন ফিফটি।
ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম এরই মধ্যে গড়েছেন ৮৫ রানের জুটি। ডিপিএলে প্রথম তিন ম্যাচে ১৭, ১৬ ও ৬ রানে আউট হওয়া তামিমের ফিফটিকে আজ ফর্মে ফেরার আভাস তো বলাই যায়।
বিপিএলের পর পেশাদার ক্রিকেটে শেখ জামালের জার্সিতে আজই ফিরেছেন সাকিব। বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ২ চারে করেন ১৯ রান। ব্যাটিংয়ের তুলনায় বোলিংটা তুলনামূলক ভালো করছেন সাকিব। ৩ ওভার বোলিংয়ে ১৪ রানে নেন ১ উইকেট।
সিটি ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটিতেও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১১টা ৪২ মিনিটে শুরু হওয়া ম্যাচটি নেমে এসেছে ৩৪ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ৫ উইকেটে করেছে ২১৪ রান। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেটে ৯১ রান করেছে সিটি ক্লাব। নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে শেখ জামাল জেতে ২ ম্যাচ ও হেরেছে ১ ম্যাচ। অন্যদিকে সিটি ক্লাব নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে।
২০২৪ বিপিএলের পর নিজেকে হারিয়ে খুঁজতে থাকেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ২০ রানের গণ্ডিই পারছিলেন না পেরোতে। অবশেষে নিজের ৩৫তম জন্মদিনের দিন ফর্মে ফিরলেন এই বাঁহাতি ওপেনার। অন্যদিকে সাকিব এবারের ডিপিএলে ফেরার ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারেননি ব্যাটিংয়ে।
জন্মদিনটা অবশ্য বৃষ্টিস্নাত দিনে মাঠেই কাটাতে হচ্ছে তামিমকে। বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃষ্টির কারণে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়েছে ১১টা ৪৫ মিনিটে। ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ৩৪ ওভারে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন প্রাইম ব্যাংক অধিনায়ক তামিম। প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ ৩১.১ ওভারে অল আউট হয়েছে ১৩১ রানে। ১৩২ রান তাড়া করতে নেমে অধিনায়কোচিত ব্যাটিং করছেন প্রাইম ব্যাংকের ওপেনার তামিম। ৬২ বলে তুলে নিয়েছেন ফিফটি।
ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম এরই মধ্যে গড়েছেন ৮৫ রানের জুটি। ডিপিএলে প্রথম তিন ম্যাচে ১৭, ১৬ ও ৬ রানে আউট হওয়া তামিমের ফিফটিকে আজ ফর্মে ফেরার আভাস তো বলাই যায়।
বিপিএলের পর পেশাদার ক্রিকেটে শেখ জামালের জার্সিতে আজই ফিরেছেন সাকিব। বিকেএসপির ৩ নম্বর মাঠে সিটি ক্লাবের বিপক্ষে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৪ বলে ২ চারে করেন ১৯ রান। ব্যাটিংয়ের তুলনায় বোলিংটা তুলনামূলক ভালো করছেন সাকিব। ৩ ওভার বোলিংয়ে ১৪ রানে নেন ১ উইকেট।
সিটি ক্লাব-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটিতেও বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ১১টা ৪২ মিনিটে শুরু হওয়া ম্যাচটি নেমে এসেছে ৩৪ ওভারে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া শেখ জামাল ৫ উইকেটে করেছে ২১৪ রান। রান তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৩ উইকেটে ৯১ রান করেছে সিটি ক্লাব। নিজেদের প্রথম তিন ম্যাচের মধ্যে শেখ জামাল জেতে ২ ম্যাচ ও হেরেছে ১ ম্যাচ। অন্যদিকে সিটি ক্লাব নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৩ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
৫ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
৫ ঘণ্টা আগে