ক্রীড়া ডেস্ক
দলের প্রয়োজনে মেহেদী হাসান মিরাজকে পাওয়া যায় যেকোনো ভূমিকায়। কখনো মেকশিফ্ট ওপেনার হিসেবে তো কখনো লেট-মিডল অর্ডারে। মূলত স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
এবারের বিশ্বকাপেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম মিরাজ। মাশরাফি বিন মর্তুজার কাছে তিনি দলের ‘আনসাং হিরো’ বা ‘নেপথ্যের নায়ক’। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা প্রায় ১৪ মিনিটের এক ভিডিওতে বাংলাদেশ বিশ্বকাপ দলের বিচার-বিশ্লেষণ করেছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের টপ-অর্ডার এবং মিরাজের মেকশিফ্ট ওপেনার হিসেবে ইনিংস উদ্বোধনের প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘টপ-অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দলের দুজন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে। একজন হচ্ছে লিটন এবং আরেকজন তানজিদ তামিম। এ দুজনই আমার কাছে মনে হয়, ওপেনিং করবে আর মেকশিফ্ট ওপেনার হিসেবে খেলবে মিরাজ এবং তিন নম্বরে খেলবে হচ্ছে শান্ত।’
মিরাজকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্যাশ আরও বলেন, ‘মিরাজ হচ্ছে, আমার কাছে মনে হয় এক প্রকার আনসাং হিরো, এই দলের। যেখানে তাকে সেট করা হচ্ছে সেখানেই সে রান করছে। আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে ১০০ করেছে। বাট মেকশিফ্ট ওপেনার এগেইন, আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’
মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও প্রশংসা করেছেন মাশরাফি। তাঁর কাছে যেন একটি প্যাকেজ মিরাজ, ‘অফ স্পিনারের কথা যদি বলি, যে দুজন আছে তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। শেখ মেহেদী আউটস্ট্যান্ডিং বোলার এবং শেষ প্র্যাক্টিস ম্যাচে সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গেছে। এ রকম ফ্ল্যাট উইকেটে, যেভাবে বোলিং করেছে। তার বলে ভ্যারিয়েশন আছে। মিরাজও ভালো বোলিং করছে। বেসিক্যালি সে একটা প্যাকেজ। তাকে যেখানে প্রয়োজন সেখানে যেমন ব্যাটিং করানো যায়, সে সাথে সে ১০ ওভার বোলিংও করছে। সেটা এমন নয় যে, দুই-তিন মাস, দেড় দুই বছর ধরে সেটা সে করছে।’
দলের প্রয়োজনে মেহেদী হাসান মিরাজকে পাওয়া যায় যেকোনো ভূমিকায়। কখনো মেকশিফ্ট ওপেনার হিসেবে তো কখনো লেট-মিডল অর্ডারে। মূলত স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ে নিজেকে অনেকবার প্রমাণ করেছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার।
এবারের বিশ্বকাপেও বাংলাদেশের অন্যতম ভরসার নাম মিরাজ। মাশরাফি বিন মর্তুজার কাছে তিনি দলের ‘আনসাং হিরো’ বা ‘নেপথ্যের নায়ক’। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা প্রায় ১৪ মিনিটের এক ভিডিওতে বাংলাদেশ বিশ্বকাপ দলের বিচার-বিশ্লেষণ করেছেন বাংলাদেশ বিশ্বকাপ দলের সাবেক অধিনায়ক।
বাংলাদেশের টপ-অর্ডার এবং মিরাজের মেকশিফ্ট ওপেনার হিসেবে ইনিংস উদ্বোধনের প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘টপ-অর্ডার নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, এই দলের দুজন স্পেশালিস্ট ওপেনার গিয়েছে। একজন হচ্ছে লিটন এবং আরেকজন তানজিদ তামিম। এ দুজনই আমার কাছে মনে হয়, ওপেনিং করবে আর মেকশিফ্ট ওপেনার হিসেবে খেলবে মিরাজ এবং তিন নম্বরে খেলবে হচ্ছে শান্ত।’
মিরাজকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ম্যাশ আরও বলেন, ‘মিরাজ হচ্ছে, আমার কাছে মনে হয় এক প্রকার আনসাং হিরো, এই দলের। যেখানে তাকে সেট করা হচ্ছে সেখানেই সে রান করছে। আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে একটি ম্যাচে ১০০ করেছে। বাট মেকশিফ্ট ওপেনার এগেইন, আমি আগেও বলেছি যে একমাত্র নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর।’
মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েরও প্রশংসা করেছেন মাশরাফি। তাঁর কাছে যেন একটি প্যাকেজ মিরাজ, ‘অফ স্পিনারের কথা যদি বলি, যে দুজন আছে তারা হচ্ছে মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। শেখ মেহেদী আউটস্ট্যান্ডিং বোলার এবং শেষ প্র্যাক্টিস ম্যাচে সে একের পর এক ব্রেক থ্রু দিয়ে গেছে। এ রকম ফ্ল্যাট উইকেটে, যেভাবে বোলিং করেছে। তার বলে ভ্যারিয়েশন আছে। মিরাজও ভালো বোলিং করছে। বেসিক্যালি সে একটা প্যাকেজ। তাকে যেখানে প্রয়োজন সেখানে যেমন ব্যাটিং করানো যায়, সে সাথে সে ১০ ওভার বোলিংও করছে। সেটা এমন নয় যে, দুই-তিন মাস, দেড় দুই বছর ধরে সেটা সে করছে।’
বাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২২ মিনিট আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
১ ঘণ্টা আগেইচ্ছে প্রকাশ করেও সাকিব আল হাসান মিরপুরে খেলতে পারেননি তাঁর বিদায়ী টেস্ট ৷ দুবাইয়ে এসেও ঢাকায় আসতে পারেননি ৷ আজ বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিবের খেলার সম্ভাবনা নেই আসন্ন আফগানিস্তান সিরিজেও।
২ ঘণ্টা আগেবাংলাদেশের হতশ্রী ব্যাটিং তো নতুন কিছু নয়। টেস্টে যেখানে ব্যাটারদের ধৈর্য, স্কিলের ‘টেস্ট’ হওয়ার কথা, সেখানে বাংলাদেশ ব্যর্থ হচ্ছে বারবার। চট্টগ্রামে আজ তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই টপাটপ উইকেট হারাতে শুরু করে নাজমুল হোসেন শান্তর দল।
৩ ঘণ্টা আগে