ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচের আগেই নিউজিল্যান্ডের বেকায়দায় পড়া এখন খুবই পরিচিত ঘটনা। গত দুই মাসে ত্রিদেশীয় সিরিজ, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ম্যাচের আগেই কোনো না কোনো কিউই ক্রিকেটার ছিটকে গেছেন। এবার ওয়ানডে সিরিজের আগে কিউইরা পেল দুঃসংবাদ।
আইপিএলে ব্যস্ত থাকায় মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসের মতো নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নেই পাকিস্তান সিরিজের দলে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) টম ল্যাথামের কাঁধে তুলে দিয়েছিল নেতৃত্বের গুরুদায়িত্ব। কিন্তু এবার সেই ল্যাথামই সিরিজ থেকে ছিটকে গেলেন। এনজেডসি জানিয়েছে, অনুশীলনে ব্যাটিংয়ের সময়ে কিউই এই ক্রিকেটারের ডান হাতে বল আঘাত করেছে। এক্স-রেতে হাড়ে চিড় ধরার ঘটনা জানা গেছে। পুরোপুরি সেরে উঠতে কিউই এই বাঁহাতি ক্রিকেটারের এক মাসের মতো সময় লাগবে।
ল্যাথাম ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। একই সঙ্গে ল্যাথামের পরিবর্তে হেনরি নিকোলসকে নিয়েছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নিকোলস সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ১৯ নভেম্বর। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ওয়ানডেতে ৫১ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। যদিও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের দল থেকে উইল ইয়াং বাদ পড়তে যাচ্ছেন। কারণ, তিনি প্রথমবারের মতো বাবা হচ্ছেন। সেকারণে ২৩ বছর বয়সী রিস মারিউ এসেছেন ইয়াংয়ের কাভার হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো মারিউর অভিষেক হয়নি। তাঁর প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটের গড় ৬১.৭৩ ও ২৭.৩৩।
আইপিএলে নিউজিল্যান্ডের বেশির ভাগ ক্রিকেটার ব্যস্ত থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্রেসওয়েল ছিলেন অধিনায়ক। তাঁর নেতৃত্বে পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে গতকাল হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি। এখন দল দুটি মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। টুর্নামেন্টের আগের দিনই তারকা পেসার লকি ফার্গুসন ছিটকে গিয়েছিলেন চোটে পড়ে। এর আগে ১৪ ফেব্রুয়ারি চোটে পড়ে কিউইদের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গিয়েছিলেন বেন সিয়ার্সকে। সেদিন পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের কয়েক ঘণ্টা আগে এই দুঃসংবাদ পেয়েছিল কিউইরা। পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাকক্যাপসরা।
পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচের আগেই নিউজিল্যান্ডের বেকায়দায় পড়া এখন খুবই পরিচিত ঘটনা। গত দুই মাসে ত্রিদেশীয় সিরিজ, চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান ম্যাচের আগেই কোনো না কোনো কিউই ক্রিকেটার ছিটকে গেছেন। এবার ওয়ানডে সিরিজের আগে কিউইরা পেল দুঃসংবাদ।
আইপিএলে ব্যস্ত থাকায় মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসের মতো নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নেই পাকিস্তান সিরিজের দলে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) টম ল্যাথামের কাঁধে তুলে দিয়েছিল নেতৃত্বের গুরুদায়িত্ব। কিন্তু এবার সেই ল্যাথামই সিরিজ থেকে ছিটকে গেলেন। এনজেডসি জানিয়েছে, অনুশীলনে ব্যাটিংয়ের সময়ে কিউই এই ক্রিকেটারের ডান হাতে বল আঘাত করেছে। এক্স-রেতে হাড়ে চিড় ধরার ঘটনা জানা গেছে। পুরোপুরি সেরে উঠতে কিউই এই বাঁহাতি ক্রিকেটারের এক মাসের মতো সময় লাগবে।
ল্যাথাম ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। একই সঙ্গে ল্যাথামের পরিবর্তে হেনরি নিকোলসকে নিয়েছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে নিকোলস সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ১৯ নভেম্বর। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ওয়ানডেতে ৫১ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন। যদিও শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচটা বৃষ্টিতে ভেসে গিয়েছিল।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের দল থেকে উইল ইয়াং বাদ পড়তে যাচ্ছেন। কারণ, তিনি প্রথমবারের মতো বাবা হচ্ছেন। সেকারণে ২৩ বছর বয়সী রিস মারিউ এসেছেন ইয়াংয়ের কাভার হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো মারিউর অভিষেক হয়নি। তাঁর প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটের গড় ৬১.৭৩ ও ২৭.৩৩।
আইপিএলে নিউজিল্যান্ডের বেশির ভাগ ক্রিকেটার ব্যস্ত থাকায় পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্রেসওয়েল ছিলেন অধিনায়ক। তাঁর নেতৃত্বে পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছিল নিউজিল্যান্ড। ওয়েলিংটনে গতকাল হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি। এখন দল দুটি মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। ২৯ মার্চ, ২ এপ্রিল ও ৫ এপ্রিল নেপিয়ার, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইয়ে হবে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের তিনটি ওয়ানডে। সব ম্যাচই বাংলাদেশ সময় ভোর চারটায় হবে।
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। টুর্নামেন্টের আগের দিনই তারকা পেসার লকি ফার্গুসন ছিটকে গিয়েছিলেন চোটে পড়ে। এর আগে ১৪ ফেব্রুয়ারি চোটে পড়ে কিউইদের চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গিয়েছিলেন বেন সিয়ার্সকে। সেদিন পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের কয়েক ঘণ্টা আগে এই দুঃসংবাদ পেয়েছিল কিউইরা। পাকিস্তান,দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল ব্ল্যাকক্যাপসরা।
দুই মাসের লম্বা টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। লিগ পর্বেই প্রত্যেক দলকে ১৪টি করে ম্যাচ খেলতে হবে। এই লম্বা প্রতিযোগিতায় একটি ম্যাচ শেষে পরের ম্যাচের জন্য সতেজ অবস্থায় ফিরে আসার জন্য বেশি সময় পান না ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে ম্যাচের সতেজ থাকতে নতুন পদ্ধতি নিয়েছে পাঞ্জাব কিংস...
২০ মিনিট আগেমাঠে সময়টা ভালো যাচ্ছে না লিটন কুমার দাসের। ভক্তরাও অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন তাঁর ব্যাটে রান দেখার। লিটনের জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছিল সেরকমই একটা মঞ্চ। কিন্তু পাকিস্তানে গিয়ে চার দিনের মাথায় দুঃসংবাদ দিলেন এ উইকেটরক্ষক-ব্যাটার। চোটে পড়ে দেশে ফিরে আসছেন লিটন।
২ ঘণ্টা আগেলিওনেল মেসিকে পেয়েই যেন বদলে যায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস)। বিশ্বের নজর থাকে এখন এই লিগও। মেসির পর লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা এমএলএসে খেলছেন। আলোচনায় এখন ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করবেন কি না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেটা ইতিবাচকই...
২ ঘণ্টা আগেপিএসএলের উদ্বোধনী ম্যাচে গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৮ উইকেটে হেরে গেছে রিশাদ হোসেনদের লাহোর কালান্দার্স। যদিও ম্যাচের একাদশে ছিলেন না বাংলাদেশি অলরাউন্ডার। এদিকে আজ বিকেলে নাহিদের দল পেশোয়ার জালমি নিজেদের প্রথম ম্যাচে খেলবে কোয়েট্টা গ্লাডিয়েটর্সের বিপক্ষে।
৩ ঘণ্টা আগে