নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেনিসে এই উদ্যাপনটা খুব দেখা যায়—ম্যাচ শেষে দুদিকে দুই হাত ছাড়িয়ে চিৎ হয়ে শুয়ে পড়েছেন চ্যাম্পিয়ন তারকা। ট্রফি পাওয়ার পর সেটিকে কামড় বসানোর আগে রাফায়েল নাদালের চিরচেনা উদ্যাপনই ছিল কোর্টের মেঝেয় শুয়ে পড়া। যে উদ্যাপনে এখন দেখা যায় নাদালেরই স্বদেশি কার্লোস আলকারাসকে। অবশ্য দূরপাল্লার দৌড় শেষেও কেউ কেউ ক্লান্ত হয়ে আসা শরীরটা নাদাল-আলকারাসের ধরনেই এলিয়ে দেন। পরশু ছেলেদের ৪০০ মিটার দৌড়ে প্রথম হওয়ার পর একই কায়দায় ট্র্যাকে শুয়ে পড়েন কুইন্সি হল। যুক্তরাষ্ট্রের ২৬ বছর বয়সী হল এই ইভেন্টে সোনা জিতেছেন ৪৩.৪০ সেকেন্ড সময় নিয়ে।
পেশাদার ট্র্যাকে পা রাখার পর এটিই সেরা টাইমিং কুইন্সি হলের। সময়ের সীমারেখা তুলে নিলে এটি এই ইভেন্টের ইতিহাসেরই চতুর্থ সেরা টাইমিং। ৪৩.৪৪ সেকেন্ড টাইমিং করে রুপাজয়ী ব্রিটেনের ম্যাথু হাডসন-স্মিথ। ব্রোঞ্জ পাওয়া জাম্বিয়ার মুজলা সামুকোঙ্গা টাইমিং করেছেন ৪৩.৭৪ সেকেন্ড। সেরা তিনের এই টাইমিংই বলে দেয়—কী হাড্ডাহাড্ডি লড়াই-ই না হয়েছে এই ইভেন্টে। তিনজনই ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন। এখানেই শেষ নয়, প্রথম পাঁচ প্রতিযোগীই দৌড় শেষ করেছেন ৪৪ সেকেন্ডের কম সময় নিয়ে।
প্রাক্ লড়াই এই ইভেন্টে ফেবারিট ছিলেন গ্রেট ব্রিটেনের ম্যাথু হাডসন-স্মিথ। একটা সময় মনে হয়েছিল, সোনাটা তিনিই জিততে যাচ্ছেন। প্রথম ৩০০ মিটারে প্রথম তিনেই ছিলেন না হল। কিন্তু শেষ ১০০ মিটারে দৌড়ের গতি এমনই বাড়িয়ে দিলেন যে একে একে সবাইকে ছাড়িয়ে গেলেন। তাতে হতাশ হলেন হাডসন-স্মিথ। তিনি জিতলে গত ১০০ বছরে এই ইভেন্টে হতেন সোনাজয়ী প্রথম প্রতিযোগী। এই প্যারিসেই ১৯২৪ অলিম্পিকে ব্রিটিশ প্রতিযোগী হিসেবে সোনা জিতেছিলেন এরিক লিডেল। কিন্তু তাঁর পাশে বসা হলো না ম্যাথু হাডসন-স্মিথের। তবে তিনি যে এই ৪৩.৪৪ সেকেন্ড টাইমিং করলেন, এটা তাঁর ক্যারিয়ারসেরা এবং এই ইভেন্টে ইউরোপিয়ান কোনো প্রতিযোগীর সেরা টাইমিংও।
কুইন্সি হল গত বছর আগস্টে বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন ব্রোঞ্জ। এই ব্রোঞ্জই প্যারিস অলিম্পিকে সোনা জয়ের জন্য তাতিয়ে দিয়েছিল তাঁকে। একটা সময় মেন্টর হিসেবে পেয়েছেন আমেরিকারই গ্রেট অ্যাথলেট মরিস গ্রিনকে। মনের জোর ও অক্লান্ত পরিশ্রম দুয়ের মিশেলেই এসেছে হলের সাফল্য। ২০০৮ বেইজিং অলিম্পিকে লাশন মেরিটের পর এই প্রথম ছেলেদের ৪০০ মিটারে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিলেন হল।
টেনিসে এই উদ্যাপনটা খুব দেখা যায়—ম্যাচ শেষে দুদিকে দুই হাত ছাড়িয়ে চিৎ হয়ে শুয়ে পড়েছেন চ্যাম্পিয়ন তারকা। ট্রফি পাওয়ার পর সেটিকে কামড় বসানোর আগে রাফায়েল নাদালের চিরচেনা উদ্যাপনই ছিল কোর্টের মেঝেয় শুয়ে পড়া। যে উদ্যাপনে এখন দেখা যায় নাদালেরই স্বদেশি কার্লোস আলকারাসকে। অবশ্য দূরপাল্লার দৌড় শেষেও কেউ কেউ ক্লান্ত হয়ে আসা শরীরটা নাদাল-আলকারাসের ধরনেই এলিয়ে দেন। পরশু ছেলেদের ৪০০ মিটার দৌড়ে প্রথম হওয়ার পর একই কায়দায় ট্র্যাকে শুয়ে পড়েন কুইন্সি হল। যুক্তরাষ্ট্রের ২৬ বছর বয়সী হল এই ইভেন্টে সোনা জিতেছেন ৪৩.৪০ সেকেন্ড সময় নিয়ে।
পেশাদার ট্র্যাকে পা রাখার পর এটিই সেরা টাইমিং কুইন্সি হলের। সময়ের সীমারেখা তুলে নিলে এটি এই ইভেন্টের ইতিহাসেরই চতুর্থ সেরা টাইমিং। ৪৩.৪৪ সেকেন্ড টাইমিং করে রুপাজয়ী ব্রিটেনের ম্যাথু হাডসন-স্মিথ। ব্রোঞ্জ পাওয়া জাম্বিয়ার মুজলা সামুকোঙ্গা টাইমিং করেছেন ৪৩.৭৪ সেকেন্ড। সেরা তিনের এই টাইমিংই বলে দেয়—কী হাড্ডাহাড্ডি লড়াই-ই না হয়েছে এই ইভেন্টে। তিনজনই ক্যারিয়ারসেরা টাইমিং করেছেন। এখানেই শেষ নয়, প্রথম পাঁচ প্রতিযোগীই দৌড় শেষ করেছেন ৪৪ সেকেন্ডের কম সময় নিয়ে।
প্রাক্ লড়াই এই ইভেন্টে ফেবারিট ছিলেন গ্রেট ব্রিটেনের ম্যাথু হাডসন-স্মিথ। একটা সময় মনে হয়েছিল, সোনাটা তিনিই জিততে যাচ্ছেন। প্রথম ৩০০ মিটারে প্রথম তিনেই ছিলেন না হল। কিন্তু শেষ ১০০ মিটারে দৌড়ের গতি এমনই বাড়িয়ে দিলেন যে একে একে সবাইকে ছাড়িয়ে গেলেন। তাতে হতাশ হলেন হাডসন-স্মিথ। তিনি জিতলে গত ১০০ বছরে এই ইভেন্টে হতেন সোনাজয়ী প্রথম প্রতিযোগী। এই প্যারিসেই ১৯২৪ অলিম্পিকে ব্রিটিশ প্রতিযোগী হিসেবে সোনা জিতেছিলেন এরিক লিডেল। কিন্তু তাঁর পাশে বসা হলো না ম্যাথু হাডসন-স্মিথের। তবে তিনি যে এই ৪৩.৪৪ সেকেন্ড টাইমিং করলেন, এটা তাঁর ক্যারিয়ারসেরা এবং এই ইভেন্টে ইউরোপিয়ান কোনো প্রতিযোগীর সেরা টাইমিংও।
কুইন্সি হল গত বছর আগস্টে বুদাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন ব্রোঞ্জ। এই ব্রোঞ্জই প্যারিস অলিম্পিকে সোনা জয়ের জন্য তাতিয়ে দিয়েছিল তাঁকে। একটা সময় মেন্টর হিসেবে পেয়েছেন আমেরিকারই গ্রেট অ্যাথলেট মরিস গ্রিনকে। মনের জোর ও অক্লান্ত পরিশ্রম দুয়ের মিশেলেই এসেছে হলের সাফল্য। ২০০৮ বেইজিং অলিম্পিকে লাশন মেরিটের পর এই প্রথম ছেলেদের ৪০০ মিটারে যুক্তরাষ্ট্রকে সোনা এনে দিলেন হল।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে