Ajker Patrika

প্রথম নারী প্রেসিডেন্ট পেল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ মার্চ ২০২৫, ০০: ২৬
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ইতিহাসে প্রথম নারী সভাপতি হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। ছবি: এএফপি
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ইতিহাসে প্রথম নারী সভাপতি হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি। ছবি: এএফপি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। দুটি অলিম্পিক সোনাজয়ী ৪১ বছর বয়সী সাবেক এই সাঁতারু আইওসিতে জার্মানির থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন। ২০১৩ সাল থেকে এই পদে ছিলেন বাখ। কভেন্ট্রি শুধু আইওসির প্রথম নারী সভাপতিই নন, তিনি প্রথম আফ্রিকান এবং সর্বকনিষ্ঠ সভাপতিও।

গ্রিসের কস্তা নাভারিনোয় আজ আইওসির ১৪৪তম সভায় লর্ড কো এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হন কভেন্ট্রি। নির্বাচনে ছয়জন জয়ী হওয়ার পর তিনি আইওসির সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আইওসি নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশের বেশি কেউ না পেলে দ্বিতীয় রাউন্ডে ভোট হয়। সে ক্ষেত্রে কম ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন। এভাবে কেউ অর্ধেকের বেশি সমর্থন না পাওয়া পর্যন্ত ভোটাভুটি চলতে থাকে। গতকালের নির্বাচনে কভেন্ট্রি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যান প্রথম রাউন্ডেই। ৯৭ ভোটের মধ্যে ৪৯টিই পড়ে কভেন্ট্রির পক্ষে।

২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান আইওসি প্রধান টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন কভেন্ট্রি। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকের পর সাঁতার ছেড়ে রাজনীতিতে আসেন কভেন্ট্রি। ২০১৮ সাল থেকে তিনি জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত