ক্রীড়া ডেস্ক
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
ভারতীয় দুই ব্যাটিং কিংবদন্তি কোহলি-রোহিত গত রাতে জিতেছেন আরও একটি আইসিসি ইভেন্টের শিরোপা। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। রবীন্দ্র জাদেজার চারেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। সেই জাদেজার বয়সও ৩৬ বছর পেরিয়েছে। অবসরের গুঞ্জন যখন ডালপালা মেলেছে, তখন ভারতীয় এই অলরাউন্ডার দিলেন রহস্যময় পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আজ জাদেজা লিখেছেন, ‘অপ্রয়োজনীয় কোনো গুঞ্জন না। ধন্যবাদ।’
দুবাইয়ে গত রাতে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন রোহিত। ৭ চারের পাশাপাশি ৩ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে গেছেন। প্রায় আধঘণ্টা সংবাদ সম্মেলন শেষে যখনই আসন ছাড়বেন, তখনই ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি, সামনে এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়। ঠিক আছে...?’ এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।’
সাড়ে ৮ মাসের ব্যবধানে ভারত দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল রোহিতের নেতৃত্বে। ২০২৪-এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও জাদেজা। আর গত রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
ভারতীয় দুই ব্যাটিং কিংবদন্তি কোহলি-রোহিত গত রাতে জিতেছেন আরও একটি আইসিসি ইভেন্টের শিরোপা। দুবাইয়ে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো জিতল চ্যাম্পিয়নস ট্রফি। রবীন্দ্র জাদেজার চারেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করল ভারত। সেই জাদেজার বয়সও ৩৬ বছর পেরিয়েছে। অবসরের গুঞ্জন যখন ডালপালা মেলেছে, তখন ভারতীয় এই অলরাউন্ডার দিলেন রহস্যময় পোস্ট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আজ জাদেজা লিখেছেন, ‘অপ্রয়োজনীয় কোনো গুঞ্জন না। ধন্যবাদ।’
দুবাইয়ে গত রাতে ৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ফাইনালসেরা হয়েছেন রোহিত। ৭ চারের পাশাপাশি ৩ ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে ভারতের প্রতিনিধি হয়ে তিনিই সংবাদ সম্মেলনে গেছেন। প্রায় আধঘণ্টা সংবাদ সম্মেলন শেষে যখনই আসন ছাড়বেন, তখনই ভারতীয় অধিনায়ক সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘আরেকটি ব্যাপার, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি না। নিশ্চিত করতে চাইছি, সামনে এ বিষয়ে যেন কোনো গুজব না ছড়ায়। ঠিক আছে...?’ এরপর তিনি চেয়ার ছেড়ে হাঁটা দিলেন।’
সাড়ে ৮ মাসের ব্যবধানে ভারত দুইটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতল রোহিতের নেতৃত্বে। ২০২৪-এর ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। সেবার চ্যাম্পিয়ন হওয়ার পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত ও জাদেজা। আর গত রাতে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিত-কোহলি-জাদেজা এই ত্রয়ী দুই বার চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেলেন। ২০১৩ সালে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির জয়ী দলেও ছিলেন ভারতীয় এই তিন ক্রিকেটার। ১২ বছর আগে ভারতের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।
৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৪ মিনিট আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৩৩ মিনিট আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
২ ঘণ্টা আগেচার ম্যাচের চারটিতে জিতে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে গত রাতে বাছাইপর্বে থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। তবে ফাতিমা সানার নেতৃত্বাধীন পাকিস্তান বিশ্বকাপে ওঠায় ভারত বিপাকে পড়েছে।
২ ঘণ্টা আগে