Ajker Patrika

আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৫: ২৩
দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি
দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় দেশের আটটি বিভাগে হবে স্পোর্টস হাব। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বরাবরই খেলাধুলাকে বিকেন্দ্রীকরণের কথা বলে আসছেন তিনি।

স্পোর্টস হাব নিয়ে প্রথমে চীনের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছিল। তবে আরব আমিরাত আগ্রহ দেখানোর পর তাদের সঙ্গে বিষয়টি চূড়ান্ত করে মন্ত্রণালয়। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সেই ম্যাচের পুরস্কার প্রদানের পর ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রথম দিক থেকেই ভাবছিলাম সেন্ট্রাল জায়গা বা স্পোর্টস ভিলেজ করার। আরব আমিরাত আমাদের এ বিষয়ে সহায়তা করতে চায়। যেহেতু আমরা ক্রীড়া বিকেন্দ্রীকরণের পরিকল্পনা করছি, এজন্য দেশের আট বিভাগে স্পোর্টস হাব করব।  ক্রীড়া মন্ত্রণালয়ে এ বিষয়ে ডিজাইনিং ও অন্য বিস্তারিত কাজ করছে। কী পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাব। আশা করছি সামনের অর্থবছরেই কাজ শুরু করতে পারব।’

শুটিং বাদে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে দেশের প্রায় সব ফেডারেশনই জাতীয় স্টেডিয়াম এলাকায়। তবে ইনডোরভিত্তিক ফেডারেশনগুলোকে গুলশানে নেওয়ার ব্যাপারে কাজ চলছে। উপদেষ্টা বলেন,   ‘গুলশানে জাতীয় ক্রীড়া পরিষদের একটি জায়গা ছিল, যা বেদখল হয়েছিল। সেই জায়গার দালিলিক কিছু জটিলতা ছিল, যেগুলো আমরা শেষ করেছি। সেখানে আমরা ইনডোর স্পোর্টস ফেডারেশনগুলোর অফিস বা স্পোর্টস ফ্যাসিলেট (খেলা আয়োজনের ব্যবস্থা) করা যায় সেটা নিয়ে কাজ করছি।’

ক্রীড়াঙ্গন সংস্কারে জন্য সার্চ কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তাদের সুপারিশে বেশ কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে। তবে আর্চারি ফেডারেশনের কমিটি নিয়ে তৈরি হয় জটিলতা। ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে কাজী রাজীব উদ্দিন চপলকে রাখায় পদত্যাগের হুমকি দেন সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। তোপের মুখে এক দিনের ব্যবধানে চপলের পরিবর্তে তানভীর আহমেদকে সাধারণ সম্পাদক বানায় ক্রীড়া পরিষদ।

এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এখানে একটু সমন্বয়হীনতা রয়েছে। আমাদের একটা পলিসি সিদ্ধান্ত ছিল কেউ সর্বোচ্চ পদে দুবারের বেশি নয়। এই আলোকে কমিটিতে পরিবর্তন হয়েছে। আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সঙ্গে। সার্চ কমিটির যে কার্যপরিধি, তারা মন্ত্রণালয়ের কমিটিকে প্রস্তাব করবে। এটা চূড়ান্ত নয়, মন্ত্রণালয় চূড়ান্ত করবে। এখানে অনেক বিষয় দেখতে হয়। অনেকের রাজনৈতিক পরিচয় কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সঙ্গে জড়িত কি না—এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলা ধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে গ্রেপ্তার ৭ বাংলাদেশি

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত