নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৩ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৪ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৪ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
৬ ঘণ্টা আগে