Ajker Patrika

চুমুকাণ্ডে অভিযুক্ত রুবিয়ালেসকে দিতে হবে প্রায় ৬০ লাখ টাকা 

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৬: ৩০
চুমুকাণ্ডে অভিযুক্ত রুবিয়ালেসকে দিতে হবে প্রায় ৬০ লাখ টাকা 

জেনিফার হারমোসোকে স্পেনের সাবেক ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস চুমু দিয়েছেন—এই ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় আট মাস। এই সময় কত ঘটনাই তো ঘটে গেছে। স্পেনের সাবেক ফুটবলপ্রধানকে এখন দিতে হবে মোটা অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে।

কঠিন শাস্তি যে রুবিয়ালেস পেতে যাচ্ছেন, সেটা আগেই অনুমান করা গিয়েছিল। ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) গত রাতে প্রকাশিত এক সংবাদে জানা গেছে, স্পেনের কৌঁসুলি রুবিয়ালেসের আড়াই বছরের কারাদণ্ড চেয়েছেন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত সংবাদে জানা যায়, রুবিয়ালেসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মার্তা দুরান্তেজ শারীরিক নির্যাতন ও জোরপূর্বক কাজের অভিযোগ এনেছেন। প্রথম অপরাধের (শারীরিক নির্যাতন) জন্য এক বছরের কারাদণ্ড দাবি করেছেন দুরান্তেজ। জোরপূর্বক কাজের শাস্তি হিসেবে চাওয়া হয়েছে ১৮ মাসের কারাদণ্ড। পাশাপাশি রুবিয়ালেসকে ক্ষতিপূরণ দিতে হবে ৫০ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা ৫৯ লাখ ১৭ হাজার টাকা।

রুবিয়ালেসের সঙ্গে স্পেন ফুটবল দলের সাবেক কোচ হোর্হে ভিলদা, দলের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর আলবার্ট লুকে ও মার্কেটিং বিভাগের প্রধান রুবেন রিভেরার বিপক্ষেও অভিযোগ এনেছেন দুরান্তেজ। ভিলদা, লুকে, রিভেরার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা তিনজন হারমোসোকে বলতে বাধ্য করেছেন, ‘চুমুটা সম্মতিতেই দেওয়া হয়েছে।’ হারমোসোকে পরিবার ও বন্ধুবান্ধবের মাধ্যমে বারবার চাপ প্রয়োগ করা হচ্ছিল। যদিও তাঁরা (ভিলদা, লুকে, রিভেরা) অভিযোগের ব্যাপার অস্বীকার করেছেন। তবে দোষী সাব্যস্ত হলে তাঁদের ১৮ মাসের কারাদণ্ড হতে পারে।

গত বছরের ২০ আগস্ট সিডনির অলিম্পিক স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও ইংল্যান্ড। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে স্প্যানিশ ফরোয়ার্ড হারমোসোকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খান রুবিয়ালেস। মুহূর্তে এই দৃশ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন ৪৬ বছর বয়সী সভাপতি। এরপর সেপ্টেম্বরে হারমোসো মামলা করেন রুবিয়ালেসের বিপক্ষে। সম্মতি ছাড়াই এমনটা (চুমু) রুবিয়ালেস করেছিলেন বলে তখন অভিযোগ করেন হারমোসো। তবে রুবিয়ালেস তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। রুবিয়ালেসকে সাময়িকভাবে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ফিফার পক্ষ থেকে।

জেনিফার হারমোসোকে চুমু দেওয়ার দৃশ্য ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে।সাত মাস আগে চুমুকাণ্ডের ঘটনায় স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচিং স্টাফের ১১ জন। রুবিয়ালেস পদত্যাগ না করলে সঙ্গে ৮১ জন ফুটবলার স্পেনের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। বরখাস্ত করা হয়েছিল নারী ফুটবল দলের কোচ ভিলদাকে। চাপের মুখে গত বছরের সেপ্টেম্বরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন রুবিয়ালেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত