Ajker Patrika

ভারতের বিপক্ষে এগিয়ে পাকিস্তানই

ক্রীড়া ডেস্ক    
পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। ছবি: এএফপি
পরিসংখ্যানে এগিয়ে পাকিস্তান। ছবি: এএফপি

পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ার পর থেকেই চলছে ভারতের সঙ্গে তর্কযুদ্ধ। মরুর দেশ আরব আমিরাতে রোমাঞ্চ ছড়ানোর সব রসদ নিয়েই আজ দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। অতীত পরিসংখ্যান আর মাইলফলকের হাতছানি আছে এই ম্যাচেও।

সব মিলিয়ে দুই দলের মুখোমুখি ১৩৫ ওয়ানডেতে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে ৭৩ ম্যাচ, ভারত জিতেছে ৫৭ ওয়ানডেতে, পরিত্যক্ত ৫ ম্যাচ। সঙ্গে তাদের অনুপ্রেরণা জোগাতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ। ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। আইসিসির এই ইভেন্টে এ দুই দল মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। ৩ টিতে হেরেছে ভারত, জিতেছে ২ ম্যাচে। পাকিস্তান জিতেছে ৩ ম্যাচে, হেরেছে ২ ম্যাচে। তবে মজার ব্যাপার, ভারত-পাকিস্তানের দীর্ঘ এ দ্বৈরথে সংযুক্ত আরব আমিরাতে অনেকবারই দেখা হয়েছে তাদের, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে মরুর দেশে এবারই প্রথম দেখা হচ্ছে তাদের।

আছে মাইলফলকে হাতছানি, ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ১৪ হাজার রান ছুঁতে ১৫ রান দূরে বিরাট কোহলি। কিন্তু কোহলির শেষ ৬ ইনিংসে শুধু এক ফিফটি। ভালো অবস্থায় নেই পাকিস্তানের তারকার বাবর আজমও। শেষ চার ইনিংসে এক ফিফটি তাঁর। দুবাইয়ে ভারত-পাকিস্তানের দ্বৈরথে নজর থাকবে কোহলি ও বাবর দিকে। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে নিশ্চয়ই জ্বলে উঠতে চাইবেন দুজনই।

তিন উইকেট পেলে আইসিসি ইভেন্টে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন ভারতের পেসার মোহাম্মদ শামি (৬০)। আইসিসি টুর্নামেন্টে ওয়াসিমের ৬২ আর শামির ৬০ উইকেট। ভারত বোলিং আক্রমণ নিয়ে স্বস্তিতে থাকলেও চিন্তা আছে পাকিস্তানে। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে উইকেটশূন্য শাহিন শাহ আফ্রিদি শেষ পাঁচ ওয়ানডেতে রান দিয়েছেন ৬৮, ৪৫, ৬৬, ৮৮ ও ৭০।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত