নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগেই দুর্বার রাজশাহীর নাম হয়ে যায় ‘দুর্বল রাজশাহী’! সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের দেওয়া এই নামেরই বাস্তব প্রতিফলন দেখা যায় টুর্নামেন্ট শুরুর পর। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত ও অপেশাদারি কর্মকাণ্ডে বিপিএলের ভাবমূর্তির বারোটা বাজিয়ে চরম কলঙ্কিত করে ছেড়েছে তারা।
দেশি, বিদেশি সব ক্রিকেটারেরই পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বিরুদ্ধে।তাঁর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপের বিপিএল সম্পৃক্ততার প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই। খেলা মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না হওয়া--ইত্যকার অভিযোগ এই শফিকুর রহমানের বিরুদ্ধে। কাল তাদের বিদেশি ক্রিকেটাররা এতটাই শক্ত অবস্থানে গেছেন যে তাঁরা ম্যাচই বয়কট করেছেন। বিপিএলে প্রতিটি ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা থাকলেও পরে বিশেষ বিবেচনায় শুধুই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে খেলার বিশেষ অনুমতি পায় রাজশাহী।
অথচ গত রাতে মিরপুরে ম্যাচ শেষে বোঝার উপায়ই নেই যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ওপর দিয়ে কতটা বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। লো স্কোরিং শ্বাসরুদ্ধকর এক ম্যাচে টেবিল টপার রংপুরকে হারিয়ে হোটেলে ফিরে রাজশাহীর এমডি শফিককে কাঁধে তুলে নিয়ে নাচলেন তাসকিন আহমেদরা। তাঁকে সহাস্যে আলিঙ্গন করেছেন দলের সদস্যরা। তাসকিন, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা কেক কেটেছেন ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীকে নিয়ে। অথচ কদিন পর পর শফিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে দল থেকেই। এরকম ছবি পৃথিবীর আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে মেলে?
রাজশাহী কাল মালিককে নিয়ে জয়োৎসব করার ভিডিও প্রকাশের পর অনেকেই মজা করেছেন। হা-হা রিঅ্যাকশনই পড়েছে সহস্রাধিক। অনেকে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন এই ভিডিও নিয়ে। এর মধ্যে এমনও তীর্যক প্রশ্ন আছে, ‘কেকের টাকা এল কোত্থেকে?’
রংপুর রাইডার্সের বিপক্ষে গতকাল ২ রানে ম্যাচ জয়ের পর তাসকিন কথা বলেছেন দুর্বার রাজশাহীর মালিকপক্ষের সুরেই। রাজশাহী অধিনায়ক ম্যাচ শেষে জানিয়েছেন, চেক নিয়ে বিদেশিদের দরজায় নক করার পরও নাকি খোলেননি। অথচ যে পারিশ্রমিক ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা, সেই কাজটাই কি না করল বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর। ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি জানা যায় গতকাল সকালে। ব্যাগপত্তর গুছিয়ে তাঁরা হোটেল ওয়েস্টিন ছেড়ে দিয়েছেন। রংপুর বিপক্ষে গতকাল মিরপুরে রাজশাহী খেলেছে বিদেশি ক্রিকেটার ছাড়াই। এ ঘটনা বিপিএল ইতিহাসেই দ্বিতীয়টি ঘটেনি।
আরও পড়ুন:
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়ানোর আগেই দুর্বার রাজশাহীর নাম হয়ে যায় ‘দুর্বল রাজশাহী’! সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের দেওয়া এই নামেরই বাস্তব প্রতিফলন দেখা যায় টুর্নামেন্ট শুরুর পর। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিতর্কিত ও অপেশাদারি কর্মকাণ্ডে বিপিএলের ভাবমূর্তির বারোটা বাজিয়ে চরম কলঙ্কিত করে ছেড়েছে তারা।
দেশি, বিদেশি সব ক্রিকেটারেরই পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বিরুদ্ধে।তাঁর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপের বিপিএল সম্পৃক্ততার প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই। খেলা মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না হওয়া--ইত্যকার অভিযোগ এই শফিকুর রহমানের বিরুদ্ধে। কাল তাদের বিদেশি ক্রিকেটাররা এতটাই শক্ত অবস্থানে গেছেন যে তাঁরা ম্যাচই বয়কট করেছেন। বিপিএলে প্রতিটি ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা থাকলেও পরে বিশেষ বিবেচনায় শুধুই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে খেলার বিশেষ অনুমতি পায় রাজশাহী।
অথচ গত রাতে মিরপুরে ম্যাচ শেষে বোঝার উপায়ই নেই যে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ওপর দিয়ে কতটা বিতর্কের ঝড় বয়ে যাচ্ছে। লো স্কোরিং শ্বাসরুদ্ধকর এক ম্যাচে টেবিল টপার রংপুরকে হারিয়ে হোটেলে ফিরে রাজশাহীর এমডি শফিককে কাঁধে তুলে নিয়ে নাচলেন তাসকিন আহমেদরা। তাঁকে সহাস্যে আলিঙ্গন করেছেন দলের সদস্যরা। তাসকিন, এনামুল হক বিজয়, মৃত্যুঞ্জয় চৌধুরীরা কেক কেটেছেন ফ্র্যাঞ্চাইজির সত্ত্বাধিকারীকে নিয়ে। অথচ কদিন পর পর শফিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে দল থেকেই। এরকম ছবি পৃথিবীর আর কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে মেলে?
রাজশাহী কাল মালিককে নিয়ে জয়োৎসব করার ভিডিও প্রকাশের পর অনেকেই মজা করেছেন। হা-হা রিঅ্যাকশনই পড়েছে সহস্রাধিক। অনেকে বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন এই ভিডিও নিয়ে। এর মধ্যে এমনও তীর্যক প্রশ্ন আছে, ‘কেকের টাকা এল কোত্থেকে?’
রংপুর রাইডার্সের বিপক্ষে গতকাল ২ রানে ম্যাচ জয়ের পর তাসকিন কথা বলেছেন দুর্বার রাজশাহীর মালিকপক্ষের সুরেই। রাজশাহী অধিনায়ক ম্যাচ শেষে জানিয়েছেন, চেক নিয়ে বিদেশিদের দরজায় নক করার পরও নাকি খোলেননি। অথচ যে পারিশ্রমিক ইস্যু নিয়ে টালমাটাল অবস্থা, সেই কাজটাই কি না করল বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর। ফ্র্যাঞ্চাইজিটির বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি জানা যায় গতকাল সকালে। ব্যাগপত্তর গুছিয়ে তাঁরা হোটেল ওয়েস্টিন ছেড়ে দিয়েছেন। রংপুর বিপক্ষে গতকাল মিরপুরে রাজশাহী খেলেছে বিদেশি ক্রিকেটার ছাড়াই। এ ঘটনা বিপিএল ইতিহাসেই দ্বিতীয়টি ঘটেনি।
আরও পড়ুন:
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হওয়ার সুখবর গতকাল পেয়েছিলেন। পারফরম্যান্স আর সময়টা যখন পক্ষে, জাসপ্রীত বুমরার কাছে তখন সেরার স্বীকৃতি ধরা দেবে, এটাই স্বাভাবিক। আজ আরও বড় সুখবরই পেলেন এ ভারতীয় পেসার। প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বুমরা। ২০২৪ সালের সেরা ক্রিকেটার হিসেবে
৯ ঘণ্টা আগেহ্যাক হওয়ায় ঢোকা যাচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইটে। আজ বিকেল থেকে হ্যাক হওয়া ওয়েবসাইট উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার বিকেলে ঢুঁ মারলে দেখা যায়, হ্যাক হয়েছে এনএসসির ওয়েবসাইট। হ্যাকাররা ওয়েবসাইটটিতে লিখে রেখেছে, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।
১০ ঘণ্টা আগেবিপিএলটা যেন জগাখিচুড়ি বানিয়ে ফেলল এক দুর্বার রাজশাহী! তাদের খেলার চেয়েও শুধু পারিশ্রমিকের ইস্যুটাই বেশি আলোচনায়। টাকার জন্যই তো খেলেন ক্রিকেটাররা, আলোচনা হওয়াটাও স্বাভাবিক। পাওনা পরিশোধ নিয়ে অনেক সময়ই কথা হয়...
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু স্যাম কনস্টাসের। ব্যাটিংয়ের চেয়েও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনায় বেশ আলোচিত এই কনস্টাস। তবে এবার তাঁর (কনস্টাস) একাদশে জায়গা হবে কি না, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা শোনা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে