ক্রীড়া ডেস্ক
ধারণাটা বেশ পুরোনো। টেস্ট ক্রিকেটকে যখনই আরও আকর্ষণীয় করে তোলার প্রশ্ন এসেছে, তখনই কেউ কেউ টেস্টে দুই স্তরের প্রস্তাব করেছেন। যদিও ২০১৬ সালে এই ধারণা থেকে সরে আসে আইসিসি, তারপরও কেউ কেউ টেস্টে দুই স্তর চালুর যৌক্তিকতা দেখছেন। এই দলে আছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীও।
টি-টোয়েন্টি চলমান রমরমার সময়েও হারিয়ে যায়নি টেস্ট ক্রিকেটের আবেদন। হারিয়ে যে যায়নি তাঁর প্রমাণ মাত্রই শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারতের মেলবোর্ন টেস্টে রেকর্ড দর্শকের উপস্থিতি। টেস্টের পাঁচ দিনে উপস্থিতি ছিল ৩ লাখ ৭৩ হাজার ৬১৯ দর্শকের। যা ভেঙে দিয়েছে ৮৭ বছরের পুরোনো রেকর্ড। এর আগে একটা টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শকের। আর সেটা হয়েছিল ১৯৩৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন টেস্টে। মেলবোর্নে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড এটাই প্রমাণ করে সাদা পোশাকের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়নি দর্শক।
তবে তৃপ্তির ঢেকুর তুলে এ নিয়ে হাতগুটিয়ে বসে থাকলে চলবে না। ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টোয়েন্টির জনপ্রিয়তার এই সময়ে কীভাবে টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করা যায় তা নিয়ে ভাবার পরামর্শ শাস্ত্রীর। বর্তমানে ধারাভাষ্যকর হিসেবে কাজ করা শাস্ত্রী বলছেন, ‘বড় বড় দল খেললে সেটা রোমাঞ্চ ছড়ায়, সেরা আবেদন তৈরি করে।’ আর সে ‘রোমাঞ্চ’ আর ‘আবেদন’ই টিকিয়ে রাখতে পারে টেস্ট ক্রিকেট। তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে শাস্ত্রীর পরামর্শ, ‘সেরা দল যদি আরেকটি সেরা দলের বিপক্ষে খেলে তবেই টেস্ট টিকে থাকবে। এর কোনো বিকল্প নেই।’
আর নেই বলেই অবনমন ও উত্তরণের সুযোগ রেখে দুই স্তরের টেস্ট চালুর সেই পুরোনো প্রস্তাব শাস্ত্রীর, ‘এই ম্যাচ (মেলবোর্ন টেস্ট) আরও একবার দেখাল যে দুই স্তরের টেস্ট ক্রিকেট কেন আমাদের দরকার। দুই স্তরের টেস্ট কাঠামোয় শীর্ষ ৬-৮টি দল থাকবে। থাকবে উত্তরণ ও অবনমনও। শক্তিশালী দুটি দল যদি না খেলে তাহলে টেস্টে এত দর্শক পাওয়া যাবে না।’
ধারণাটা বেশ পুরোনো। টেস্ট ক্রিকেটকে যখনই আরও আকর্ষণীয় করে তোলার প্রশ্ন এসেছে, তখনই কেউ কেউ টেস্টে দুই স্তরের প্রস্তাব করেছেন। যদিও ২০১৬ সালে এই ধারণা থেকে সরে আসে আইসিসি, তারপরও কেউ কেউ টেস্টে দুই স্তর চালুর যৌক্তিকতা দেখছেন। এই দলে আছেন ভারতের সাবেক অলরাউন্ডার রবি শাস্ত্রীও।
টি-টোয়েন্টি চলমান রমরমার সময়েও হারিয়ে যায়নি টেস্ট ক্রিকেটের আবেদন। হারিয়ে যে যায়নি তাঁর প্রমাণ মাত্রই শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারতের মেলবোর্ন টেস্টে রেকর্ড দর্শকের উপস্থিতি। টেস্টের পাঁচ দিনে উপস্থিতি ছিল ৩ লাখ ৭৩ হাজার ৬১৯ দর্শকের। যা ভেঙে দিয়েছে ৮৭ বছরের পুরোনো রেকর্ড। এর আগে একটা টেস্টে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ৩ লাখ ৫০ হাজার ৫৩৪ দর্শকের। আর সেটা হয়েছিল ১৯৩৭ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মেলবোর্ন টেস্টে। মেলবোর্নে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড এটাই প্রমাণ করে সাদা পোশাকের ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়নি দর্শক।
তবে তৃপ্তির ঢেকুর তুলে এ নিয়ে হাতগুটিয়ে বসে থাকলে চলবে না। ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টোয়েন্টির জনপ্রিয়তার এই সময়ে কীভাবে টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করা যায় তা নিয়ে ভাবার পরামর্শ শাস্ত্রীর। বর্তমানে ধারাভাষ্যকর হিসেবে কাজ করা শাস্ত্রী বলছেন, ‘বড় বড় দল খেললে সেটা রোমাঞ্চ ছড়ায়, সেরা আবেদন তৈরি করে।’ আর সে ‘রোমাঞ্চ’ আর ‘আবেদন’ই টিকিয়ে রাখতে পারে টেস্ট ক্রিকেট। তাই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে শাস্ত্রীর পরামর্শ, ‘সেরা দল যদি আরেকটি সেরা দলের বিপক্ষে খেলে তবেই টেস্ট টিকে থাকবে। এর কোনো বিকল্প নেই।’
আর নেই বলেই অবনমন ও উত্তরণের সুযোগ রেখে দুই স্তরের টেস্ট চালুর সেই পুরোনো প্রস্তাব শাস্ত্রীর, ‘এই ম্যাচ (মেলবোর্ন টেস্ট) আরও একবার দেখাল যে দুই স্তরের টেস্ট ক্রিকেট কেন আমাদের দরকার। দুই স্তরের টেস্ট কাঠামোয় শীর্ষ ৬-৮টি দল থাকবে। থাকবে উত্তরণ ও অবনমনও। শক্তিশালী দুটি দল যদি না খেলে তাহলে টেস্টে এত দর্শক পাওয়া যাবে না।’
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের...
২ ঘণ্টা আগেপ্রথম লেগে পার্ক অলিম্পিক লিঁওতে ২-২ গোলে সমতা। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে অপেক্ষা করছিল দারুণ কিছুর। ঘটলও তা-ই। গোল-পাল্টা গোলের উৎসব হয়ে গেল গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও অলিম্পিক লিঁওর ফিরতি লেগে। অতিরিক্ত সময়ে ফল নির্ধারণ হওয়া ৯ গোলের ম্যাচে ৫-৪ ব্যবধানে জিতল ইউনাইটেড।
৩ ঘণ্টা আগেআইপিএলে আজ রাতে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এরই মধ্যে দল দুটি ৬টি করে ম্যাচ খেলেছে। চার জয় ও দুই হারে ৬ পয়েন্ট করে অর্জন তাদের। নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের ৩ নম্বরে বিরাট কোহলির বেঙ্গালুরু। চার নম্বরে পাঞ্জাব। দুই দলের সামনেই পয়েন্টে নিজেদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ...
৪ ঘণ্টা আগেসিলেট টেস্ট যত ঘনিয়ে আসছে, ততই যেন চিন্তা বাড়ছে বাংলাদেশ দলের। চিন্তা প্রতিপক্ষকে নিয়ে সেভাবে নয়, তাদের ভাবাচ্ছে আবহাওয়া। প্রখর রোদে কদিন প্রস্তুতি নেওয়ার পর এখন আবার আবহাওয়ার রং বদলেছে। মেঘ, বৃষ্টি, বৈশাখী হাওয়া—সব মিলিয়ে সিলেট টেস্টের কৌশল নিয়েও যেন নতুন করে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ টিম...
৫ ঘণ্টা আগে