Ajker Patrika

‘এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সবচেয়ে বড় মিথ্যা’

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৪: ০৬
‘এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সবচেয়ে বড় মিথ্যা’

খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের কথাও শোনা যায় তারকাদের বিরুদ্ধে। এবার কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে রিয়াল মাদ্রিদের।  

রিয়াল মাদ্রিদ অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেনি এমবাপ্পের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে। রিয়ালের ভেতরকার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘এমবাপ্পের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ খেলাধুলার ইতিহাসেই সবচেয়ে বড় ভুয়া তথ্য।’ সেই সূত্র অবশ্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন তাঁদের তারকা ফুটবলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে। 

স্টকহোমে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের খবর সোমবার রাতে জানা গিয়েছিল সুইডেনের সংবাদমাধ্যম আফোনব্লাদেতের এক প্রতিবেদনে। অবশ্য এই ধর্ষণের সঙ্গে জড়িতের নাম প্রকাশ করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে নাম এসেছে ২৫ বছর বযসী এমবাপ্পের। পত্রিকাটি লিখেছিল, ‘প্রাপ্ত তথ্য অনুসারে, পুলিশ সেই তারকার বিরুদ্ধে তদন্ত করছে, যাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের জন্য যুক্তিসংগতভাবে সন্দেহ করা হচ্ছে।’ 

নেশনস লিগের ম্যাচের জন্য এমবাপ্পেকে দলের বাইরে রেখেছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। কয়েক দিন ছুটি পেয়ে বন্ধুদের নিয়ে গত ৯ অক্টোবর এমবাপ্পে যান স্টকহোমে। সেখান থেকে তাঁরা ফেরেন ১১ অক্টোবর। সুইডেনের বেশ কিছু সংবাদমাধ্যমে জানা গিয়েছিল, এমবাপ্পে তাঁর বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টের  পাশাপাশি নাইট ক্লাবেও গিয়েছিলেন। সুইডেনের রাজধানী শহর ছাড়ার পরই এক নারী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন। 

ধর্ষণের অভিযোগ ওঠার পরই এমবাপ্পে সেটা তৎক্ষণাৎ উড়িয়ে দিয়েছিলেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সোমবার লিখেছেন, ‘খবরটি মিথ্যা’। এরই মধ্যে ফরাসি তারকার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে সুইডেনের সংবাদমাধ্যম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মিডিয়া ছুটায় দেব, চেনো আমাদের’—সাংবাদিককে হুমকি কুড়িগ্রামের এসপির

মেঘনা আলম ‘নিরাপত্তা হেফাজতে’, কারণ জানাল পুলিশ

বান্দরবান, মণিপুর, মিজোরাম ও রাখাইন নিয়ে খ্রিষ্টান রাষ্ট্র করার ষড়যন্ত্র চলছে: বজলুর রশীদ

ইসলামপুর বিএনপির সহসভাপতি যোগ দিলেন জামায়াতে

যশোরে সেপটিক ট্যাংকে গৃহবধূর মরদেহ: ভিসেরা প্রতিবেদনে ধর্ষণের পর হত্যার আলামত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত