খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের কথাও শোনা যায় তারকাদের বিরুদ্ধে। এবার কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে রিয়াল মাদ্রিদের।
রিয়াল মাদ্রিদ অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেনি এমবাপ্পের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে। রিয়ালের ভেতরকার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘এমবাপ্পের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ খেলাধুলার ইতিহাসেই সবচেয়ে বড় ভুয়া তথ্য।’ সেই সূত্র অবশ্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন তাঁদের তারকা ফুটবলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে।
স্টকহোমে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের খবর সোমবার রাতে জানা গিয়েছিল সুইডেনের সংবাদমাধ্যম আফোনব্লাদেতের এক প্রতিবেদনে। অবশ্য এই ধর্ষণের সঙ্গে জড়িতের নাম প্রকাশ করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে নাম এসেছে ২৫ বছর বযসী এমবাপ্পের। পত্রিকাটি লিখেছিল, ‘প্রাপ্ত তথ্য অনুসারে, পুলিশ সেই তারকার বিরুদ্ধে তদন্ত করছে, যাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের জন্য যুক্তিসংগতভাবে সন্দেহ করা হচ্ছে।’
নেশনস লিগের ম্যাচের জন্য এমবাপ্পেকে দলের বাইরে রেখেছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। কয়েক দিন ছুটি পেয়ে বন্ধুদের নিয়ে গত ৯ অক্টোবর এমবাপ্পে যান স্টকহোমে। সেখান থেকে তাঁরা ফেরেন ১১ অক্টোবর। সুইডেনের বেশ কিছু সংবাদমাধ্যমে জানা গিয়েছিল, এমবাপ্পে তাঁর বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টের পাশাপাশি নাইট ক্লাবেও গিয়েছিলেন। সুইডেনের রাজধানী শহর ছাড়ার পরই এক নারী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন।
ধর্ষণের অভিযোগ ওঠার পরই এমবাপ্পে সেটা তৎক্ষণাৎ উড়িয়ে দিয়েছিলেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সোমবার লিখেছেন, ‘খবরটি মিথ্যা’। এরই মধ্যে ফরাসি তারকার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে সুইডেনের সংবাদমাধ্যম।
খেলোয়াড়দের বিরুদ্ধে কত ধরনের অভিযোগই তো শোনা যায়। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শৃঙ্খলাভঙ্গের কথাও শোনা যায় তারকাদের বিরুদ্ধে। এবার কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে রিয়াল মাদ্রিদের।
রিয়াল মাদ্রিদ অবশ্য সরাসরি কোনো মন্তব্য করেনি এমবাপ্পের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে। রিয়ালের ভেতরকার একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, ‘এমবাপ্পের বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ খেলাধুলার ইতিহাসেই সবচেয়ে বড় ভুয়া তথ্য।’ সেই সূত্র অবশ্য নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন তাঁদের তারকা ফুটবলারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে।
স্টকহোমে এক তরুণীকে ধর্ষণের অভিযোগের খবর সোমবার রাতে জানা গিয়েছিল সুইডেনের সংবাদমাধ্যম আফোনব্লাদেতের এক প্রতিবেদনে। অবশ্য এই ধর্ষণের সঙ্গে জড়িতের নাম প্রকাশ করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে নাম এসেছে ২৫ বছর বযসী এমবাপ্পের। পত্রিকাটি লিখেছিল, ‘প্রাপ্ত তথ্য অনুসারে, পুলিশ সেই তারকার বিরুদ্ধে তদন্ত করছে, যাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের জন্য যুক্তিসংগতভাবে সন্দেহ করা হচ্ছে।’
নেশনস লিগের ম্যাচের জন্য এমবাপ্পেকে দলের বাইরে রেখেছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। কয়েক দিন ছুটি পেয়ে বন্ধুদের নিয়ে গত ৯ অক্টোবর এমবাপ্পে যান স্টকহোমে। সেখান থেকে তাঁরা ফেরেন ১১ অক্টোবর। সুইডেনের বেশ কিছু সংবাদমাধ্যমে জানা গিয়েছিল, এমবাপ্পে তাঁর বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টের পাশাপাশি নাইট ক্লাবেও গিয়েছিলেন। সুইডেনের রাজধানী শহর ছাড়ার পরই এক নারী পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিলেন।
ধর্ষণের অভিযোগ ওঠার পরই এমবাপ্পে সেটা তৎক্ষণাৎ উড়িয়ে দিয়েছিলেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সোমবার লিখেছেন, ‘খবরটি মিথ্যা’। এরই মধ্যে ফরাসি তারকার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে সুইডেনের সংবাদমাধ্যম।
১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শীর্ষে আবাহনী। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে আবাহনীর পরই অবস্থান মোহামেডানের। তবে ডিপিএলের লিগ পর্বের শেষ রাউন্ডে আজ আবাহনীকে ধরে ফেলার সুযোগ মোহামেডানের। মিরপুরে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
১৯ মিনিট আগেবাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) তাদের ২০২৪ সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করেছে। জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সেরাদের হাতে ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪’ তুলে দেওয়া হয়। এতে বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।
১০ ঘণ্টা আগেক্রিকেটের নিয়ম ঘন ঘন বদলায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। অনেক সময় বোর্ড সদস্যদের কোনো নিয়ম পছন্দ না হলে সেটা পরিবর্তনের সুপারিশ করা হয়। ক্রিকেটের অভিভাবক সংস্থা এবার একটি নিয়ম বদলাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
১২ ঘণ্টা আগে২২ বছরের ক্যারিয়ারে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন জেমস অ্যান্ডারসন। গতি, সুইংয়ে ব্যাটারদের কাবুতে ঝুলিতে পুরেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৯০০-এর বেশি উইকেট। ইংল্যান্ডের এই তারকা ক্রিকেটারকে এবার ‘স্যার’ সম্বোধন করতে হবে।
১৪ ঘণ্টা আগে