যেভাবে ম্যারাডোনাকে স্মরণ করেছে নাপোলি 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৩, ১২: ২৮
আপডেট : ০৫ মে ২০২৩, ১৪: ০৫

১৯৯০ সালে দিয়েগো ম্যারাডোনার হাত ধরেই সিরি-‘আ’ জিতেছিল নাপোলি। ৩৩ বছর পর গতকাল ডেসিয়া এরিনাতে এসেছে সেই আনন্দের উপলক্ষ্য। উদিনেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ৫ ম্যাচ আগেই ২০২২-২৩ সিরি-‘আ’ শিরোপা নিজেদের করে নেয় নাপোলি। প্রায় আড়াই বছর আগে না ফেরার দেশে চলে গেলেও নাপোলি ভক্তরা গতকাল স্মরণ করেছে আর্জেন্টাইন এই কিংবদন্তিকে।

৩৩ বছরের অপেক্ষা শেষে শিরোপাজয়ের পর ডেসিয়া এরিনায় নাপোলিভক্তদের উল্লাস

২০২২-২৩ সিরি-‘আ’ জয়ের পর নেপলসে দিয়েগো ম্যারাডোনার পোস্টার নিয়ে উদ্‌যাপন করেন নাপোলিভক্তরা

নাপোলির তৃতীয় সিরি-‘আ’ জয়ের পর লন্ডনে অশ্রুসিক্ত নাপোলিভক্ত

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত