Ajker Patrika

উইন্ডিজকে কোণঠাসা করে রেখেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক হওয়ার কোনো বিকল্প নেই। ওয়েস্ট ইন্ডিজ তাই চড়াও হয়েছে বাংলাদেশের ওপর। টপাটপ উইকেটও হারাচ্ছে স্বাগতিকেরা।

হোয়াইটওয়াশ এড়াতে হলে সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি জয়ের কোনো বিকল্প নেই ওয়েস্ট ইন্ডিজের। তার ওপর পাহাড় সমান লক্ষ্য। সব মিলিয়ে রাজ্যের বোঝা উইন্ডিজের ওপর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯.৫ ওভারে ৬ উইকেটে ৬০ রান করেছে ক্যারিবীয়ররা।

রানের খাতা খোলার আগেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের দ্বিতীয় বলে ব্র্যান্ডন কিংকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই কিংয়ের উইকেট পেয়েছেন তাসকিন। পরের ওভারে শেখ মেহেদী হাসান এসে দিয়েছেন ধাক্কা। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জাস্টিন গ্রিভস তুলে মারতে গিয়ে লং অনে বদলি ফিল্ডার আফিফ হোসেন ধ্রুবর তালুবন্দী হয়েছেন।

৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজ এরপর পাল্টা আক্রমণ করে বাংলাদেশের ওপর। ইনিংসের তৃতীয় ওভারে তানজিম হাসান সাকিব দিয়েছেন ১৪ রান। জনসন চার্লস মেরেছেন ২ চার ও ১টি চার মেরেছেন নিকোলাস পুরান। চার্লস ও পুরানের জুটি যখন ভয়ংকর হতে থাকে, তখন স্পিড ব্রেকার হিসেবে কাজ করেন মেহেদী। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পুরানকে অসাধারণ এক বোলিংয়ে বোল্ড করেন মেহেদী। পুরান করেন ১৫ রান। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে চার্লস-পুরানের ২৪ বলে ৩৮ রানের জুটি।

পাওয়ার প্লে (প্রথম ৬ ওভার) ওয়েস্ট ইন্ডিজ শেষ করে ৩ উইকেটে ৪৫ রানে। সপ্তম ওভারে উইন্ডিজ হারায় আরও ২ উইকেট। দ্বিতীয় বলে রস্টন চেজকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। মিড অফে মেহেদী ঠিকমতো ক্যাচ ধরেছেন কি না, সেটা যাচাই করে দেখতে সময় নিয়েছেন আম্পায়াররা। পরে দেখা যায়, মেহেদী পর্যাপ্ত সময় বল হাতে রেখে উদযাপন করতে বল ছুড়েছেন।

১৮ বলে ২৩ রান করা চার্লস এরপর হয়েছেন রানআউট। সপ্তম ওভারের পঞ্চম বলে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভমান পাওয়েল মিড উইকেটে ঠেলে দৌড় দিয়েছেন। তবে নন স্ট্রাইক প্রান্তে আয়েশি ভঙ্গিতে যেতে থাকেন চার্লস। মিড উইকেট থেকে সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন রিশাদ হোসেন। এই রিশাদ এরপর ফিরিয়েছেন পাওয়েলকে। ১২ বলে ২ রান করেন উইন্ডিজ অধিনায়ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত