ক্রীড়া ডেস্ক
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুটি ম্যাচেই দলকে জেতাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই ব্যর্থতায় প্রশ্ন উঠে গেছে—চেন্নাই সুপার কিংসে ‘ফিনিশার’-এর রূপটি কি হারিয়ে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক?
বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেও ধোনি জেতাতে পারেননি চেন্নাইকে। এদিন তিনি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে। আর সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং অর্ডারের সাতে নেমে ১১ বলে ১৬ রান করে আউট হয়ে যান। দুই ম্যাচে হারে ধোনিদের চেন্নাই।
পরিসংখ্যান দেখাচ্ছে, ২০২৩ আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংসের হারা ম্যাচে ধোনির রান বেশি। কিন্তু জয়ের ম্যাচে রানে সেভাবে অবদান রাখতে ব্যর্থ। জয়ের ম্যাচে ৩ ইনিংসে ৯ বলে করেছেন ৩ রান। আর হারা ম্যাচের ৬ ইনিংসে ধোনি ৮৪ বলে করেন ১৬৬ রান। এই পরিসংখ্যানের সঙ্গে এবারের আইপিএলে শেষ দুই ম্যাচে তাঁর ব্যর্থতায় কেউ কেউ বলতে শুরু করেছেন—আগের সেই ম্যাচ বিজয়ীর রূপটি হারিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। কেনই-বা তাঁকে ব্যাটিং অর্ডারের নয়ে নামানো হচ্ছে।
এ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের পর চেন্নাইয়ের কিউই এই কোচ বলেন, ‘ধোনির শরীর ঠিক আছে, কিন্তু তাঁর হাঁটু আর আগের মতো নেই। তিনি মোটামুটি নড়াচড়া করতে পারেন, তবে দীর্ঘসময় ধরে পূর্ণ গতিতে দৌড়ানোর একটা চাপ থাকে। ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, কতটুকু দিতে পারবেন। আর এটাও মাথায় রাখতে হবে যে, তাঁকে ২০ ওভার উইকেটের পেছনেও থাকতে হয়।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে দুটি ম্যাচেই দলকে জেতাতে ব্যর্থ মহেন্দ্র সিং ধোনি। তাঁর এই ব্যর্থতায় প্রশ্ন উঠে গেছে—চেন্নাই সুপার কিংসে ‘ফিনিশার’-এর রূপটি কি হারিয়ে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক?
বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে অপরাজিত ৩০ রান করেও ধোনি জেতাতে পারেননি চেন্নাইকে। এদিন তিনি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে। আর সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাটিং অর্ডারের সাতে নেমে ১১ বলে ১৬ রান করে আউট হয়ে যান। দুই ম্যাচে হারে ধোনিদের চেন্নাই।
পরিসংখ্যান দেখাচ্ছে, ২০২৩ আইপিএল থেকেই চেন্নাই সুপার কিংসের হারা ম্যাচে ধোনির রান বেশি। কিন্তু জয়ের ম্যাচে রানে সেভাবে অবদান রাখতে ব্যর্থ। জয়ের ম্যাচে ৩ ইনিংসে ৯ বলে করেছেন ৩ রান। আর হারা ম্যাচের ৬ ইনিংসে ধোনি ৮৪ বলে করেন ১৬৬ রান। এই পরিসংখ্যানের সঙ্গে এবারের আইপিএলে শেষ দুই ম্যাচে তাঁর ব্যর্থতায় কেউ কেউ বলতে শুরু করেছেন—আগের সেই ম্যাচ বিজয়ীর রূপটি হারিয়ে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনি। কেনই-বা তাঁকে ব্যাটিং অর্ডারের নয়ে নামানো হচ্ছে।
এ-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের পর চেন্নাইয়ের কিউই এই কোচ বলেন, ‘ধোনির শরীর ঠিক আছে, কিন্তু তাঁর হাঁটু আর আগের মতো নেই। তিনি মোটামুটি নড়াচড়া করতে পারেন, তবে দীর্ঘসময় ধরে পূর্ণ গতিতে দৌড়ানোর একটা চাপ থাকে। ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন, কতটুকু দিতে পারবেন। আর এটাও মাথায় রাখতে হবে যে, তাঁকে ২০ ওভার উইকেটের পেছনেও থাকতে হয়।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৪ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৪ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৫ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
৬ ঘণ্টা আগে