ক্রীড়া ডেস্ক
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ ইন্টার মায়ামি খেলতে নামে ১-০ গোলে পিছিয়ে থেকে। পিছিয়ে থেকে শুরু করা মায়ামি আজ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে। দুর্দান্ত মেসি এবার সেমিফাইনালে তুললেন ইন্টার মায়ামিকে।
বাংলাদেশ সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-এলএএফসি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। এই ম্যাচে মেসির জোড়া গোলে মায়ামি জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে থেকে সেমিতে উঠল মায়ামি।
চেজ স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু হওয়ার পর দ্রুতই এগিয়ে যায় এলএএফসি। ৯ মিনিটে নাথান অর্দাজের কর্নার থেকে পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এলএএফসি ডিফেন্ডার অ্যারন লং। পিছিয়ে পড়া মায়ামি সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়াতে প্রতি আক্রমণে খেলা শুরু করে এলএএফসি। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ৩৫ মিনিটে সমতায় ফেরে মায়ামি। বাঁ পায়ের শটে সমতাসূচক গোল করেন মেসি।
ইন্টার মায়ামি-এলএএফসি ম্যাচ প্রথমার্ধে ১-১ গোলে ড্রয়ে শেষ হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মেসি-লুইস সুয়ারেজদের। ৬১ মিনিটে নোয়া অ্যালেনের অ্যাসিস্টে গোল করেন মায়ামি মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো। শেষভাগে এসে আরও ব্যবধান বাড়ায় মায়ামি। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাতেই দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত মেসিরাই হয়ে ওঠেন সেমিফাইনালে।
মেসি আজও মায়ামির শুরুর একাদশে থেকে শেষ পর্যন্ত খেলেছেন। এর আগে গত ৩ এপ্রিলও পুরো ৯০ মিনিট খেলেছিলেন এলএএফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। তবে সেবার একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছিলেন। মায়ামি সেই ম্যাচে হেরেছিল ১-০ গোলে। এক সপ্তাহ পর আজ মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল মায়ামি।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ ইন্টার মায়ামি খেলতে নামে ১-০ গোলে পিছিয়ে থেকে। পিছিয়ে থেকে শুরু করা মায়ামি আজ ঘুরে দাঁড়ানোর গল্প লিখল লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) বিপক্ষে। দুর্দান্ত মেসি এবার সেমিফাইনালে তুললেন ইন্টার মায়ামিকে।
বাংলাদেশ সময় আজ সকালে চেজ স্টেডিয়ামে হয়েছে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের ইন্টার মায়ামি-এলএএফসি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। এই ম্যাচে মেসির জোড়া গোলে মায়ামি জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে থেকে সেমিতে উঠল মায়ামি।
চেজ স্টেডিয়ামে আজ ম্যাচ শুরু হওয়ার পর দ্রুতই এগিয়ে যায় এলএএফসি। ৯ মিনিটে নাথান অর্দাজের কর্নার থেকে পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এলএএফসি ডিফেন্ডার অ্যারন লং। পিছিয়ে পড়া মায়ামি সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে। ব্যবধান বাড়াতে প্রতি আক্রমণে খেলা শুরু করে এলএএফসি। আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় ৩৫ মিনিটে সমতায় ফেরে মায়ামি। বাঁ পায়ের শটে সমতাসূচক গোল করেন মেসি।
ইন্টার মায়ামি-এলএএফসি ম্যাচ প্রথমার্ধে ১-১ গোলে ড্রয়ে শেষ হওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি মেসি-লুইস সুয়ারেজদের। ৬১ মিনিটে নোয়া অ্যালেনের অ্যাসিস্টে গোল করেন মায়ামি মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো। শেষভাগে এসে আরও ব্যবধান বাড়ায় মায়ামি। ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। তাতেই দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত মেসিরাই হয়ে ওঠেন সেমিফাইনালে।
মেসি আজও মায়ামির শুরুর একাদশে থেকে শেষ পর্যন্ত খেলেছেন। এর আগে গত ৩ এপ্রিলও পুরো ৯০ মিনিট খেলেছিলেন এলএএফসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে। তবে সেবার একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছিলেন। মায়ামি সেই ম্যাচে হেরেছিল ১-০ গোলে। এক সপ্তাহ পর আজ মেসির দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়াল মায়ামি।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল—বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। তারপর অনেক বছর ধরে দেশের মাঠে হওয়া প্রতিটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচই দেখা যেত বিটিভির পর্দায়। তবে স্যাটেলাইট যুগের...
১ ঘণ্টা আগেপ্রথম লেগে পার্ক অলিম্পিক লিঁওতে ২-২ গোলে সমতা। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে অপেক্ষা করছিল দারুণ কিছুর। ঘটলও তা-ই। গোল-পাল্টা গোলের উৎসব হয়ে গেল গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও অলিম্পিক লিঁওর ফিরতি লেগে। অতিরিক্ত সময়ে ফল নির্ধারণ হওয়া ৯ গোলের ম্যাচে ৫-৪ ব্যবধানে জিতল ইউনাইটেড।
২ ঘণ্টা আগেআইপিএলে আজ রাতে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। এরই মধ্যে দল দুটি ৬টি করে ম্যাচ খেলেছে। চার জয় ও দুই হারে ৬ পয়েন্ট করে অর্জন তাদের। নেট রান রেটে এগিয়ে থেকে টেবিলের ৩ নম্বরে বিরাট কোহলির বেঙ্গালুরু। চার নম্বরে পাঞ্জাব। দুই দলের সামনেই পয়েন্টে নিজেদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ...
৩ ঘণ্টা আগেসিলেট টেস্ট যত ঘনিয়ে আসছে, ততই যেন চিন্তা বাড়ছে বাংলাদেশ দলের। চিন্তা প্রতিপক্ষকে নিয়ে সেভাবে নয়, তাদের ভাবাচ্ছে আবহাওয়া। প্রখর রোদে কদিন প্রস্তুতি নেওয়ার পর এখন আবার আবহাওয়ার রং বদলেছে। মেঘ, বৃষ্টি, বৈশাখী হাওয়া—সব মিলিয়ে সিলেট টেস্টের কৌশল নিয়েও যেন নতুন করে চিন্তা করতে হচ্ছে বাংলাদেশ টিম...
৪ ঘণ্টা আগে