ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে। ফাইনালও তারা সেখানে খেলবে। এক রকম নিজেদের ডেরাই বানিয়ে ফেলল।
বিপরীতে অন্য দলগুলো পাকিস্তান থেকে দুবাই গিয়ে খেলতে হচ্ছে। শুধু পাকিস্তানেও যারা খেলেছে—করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অদল-বদল করে খেলতে হচ্ছে। ভারত ছাড়া সব দলকেই ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্র্যাকটিস গ্রাউন্ড, টিম হোটেল, ভ্রমণ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারতীয় দলের এসব কিছুরই মুখোমুখি হতে হয়নি। একই জায়গায় অবস্থান তাদের।
তাই তো নাসের হুসেন, মাইকেল আথারটন, ভিভ রিচার্ডসরা বলেছেন, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ফন ডার ডুসেনও বলেছেন কয়েক দিন আগে, ‘(ভারতকে সুবিধা দেওয়া হয়েছে) এটা বুঝতে রকেট সায়েন্স হওয়ার দরকার নেই। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কাছেই প্রশ্ন—একই ভেন্যুতে খেলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। স্মিথ অবশ্য এই ব্যাপারে আপত্তি জানাননি। ভারতকে যোগ্য দল হিসেবেই ফাইনাল উঠেছে বললেন স্মিথ, ‘দেখুন, আমি এসব কথায় বিশ্বাস করি না। ঘটনা যা হওয়ার তাই হয়েছে। ভারত এখানে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এই পিচ তাদের খেলার ধরনের সঙ্গে যায়, কারণ তাদের দলে থাকা স্পিনার ও পেসাররা এমন কন্ডিশনের জন্য উপযুক্ত। তারা ভালো খেলেছে, আমাদের হারিয়েছে এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।’
চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে। ফাইনালও তারা সেখানে খেলবে। এক রকম নিজেদের ডেরাই বানিয়ে ফেলল।
বিপরীতে অন্য দলগুলো পাকিস্তান থেকে দুবাই গিয়ে খেলতে হচ্ছে। শুধু পাকিস্তানেও যারা খেলেছে—করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অদল-বদল করে খেলতে হচ্ছে। ভারত ছাড়া সব দলকেই ভিন্ন কন্ডিশন, ভিন্ন প্র্যাকটিস গ্রাউন্ড, টিম হোটেল, ভ্রমণ ঝক্কি পোহাতে হয়েছে। তবে ভারতীয় দলের এসব কিছুরই মুখোমুখি হতে হয়নি। একই জায়গায় অবস্থান তাদের।
তাই তো নাসের হুসেন, মাইকেল আথারটন, ভিভ রিচার্ডসরা বলেছেন, ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ফন ডার ডুসেনও বলেছেন কয়েক দিন আগে, ‘(ভারতকে সুবিধা দেওয়া হয়েছে) এটা বুঝতে রকেট সায়েন্স হওয়ার দরকার নেই। অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও এর সঙ্গে সুর মিলিয়েছিলেন। যদিও পরে সে কথা ফিরেয়ে নেন। গতকাল একই বিষয় এল ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচের পরও।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথের কাছেই প্রশ্ন—একই ভেন্যুতে খেলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। স্মিথ অবশ্য এই ব্যাপারে আপত্তি জানাননি। ভারতকে যোগ্য দল হিসেবেই ফাইনাল উঠেছে বললেন স্মিথ, ‘দেখুন, আমি এসব কথায় বিশ্বাস করি না। ঘটনা যা হওয়ার তাই হয়েছে। ভারত এখানে সত্যিই ভালো ক্রিকেট খেলেছে। এই পিচ তাদের খেলার ধরনের সঙ্গে যায়, কারণ তাদের দলে থাকা স্পিনার ও পেসাররা এমন কন্ডিশনের জন্য উপযুক্ত। তারা ভালো খেলেছে, আমাদের হারিয়েছে এবং যোগ্য দল হিসেবেই জিতেছে।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৪ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৪ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৫ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
৬ ঘণ্টা আগে