ক্রীড়া ডেস্ক
প্যারিসেও বিজয় নিশান ওড়ালেন মিহাইন লোপেজ। একই ইভেন্টে টানা পাঁচ অলিম্পিকে স্বর্ণ জয়। বয়সটা ৪২ ছুঁই ছুঁই হলেও দক্ষতা আর শক্তিতে কিউবান এই রেসলার যেন অপ্রতিরোধ্য! অলিম্পিকে রেসলিংয়ে তাঁর চেয়ে বেশি স্বর্ণ আর কারও ঝুলিতে নেই। এই ইভেন্টে তাঁকে রাজা বললে হয়তো খুব বেশি বাড়াবাড়ি হওয়ার কথা নয়।
অলিম্পিক টানা ৫ স্বর্ণ জয়ের রেকর্ড আর কারও নেই। দুই কিংবদন্তি কার্ল লুইস-মাইকেল ফেলপস টানা ৪ অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। লোপেজকে শুধু অলিম্পিক দিয়ে নয়, বর্ণাঢ্য ক্যারিয়ার তাঁকে কিংবদন্তি হিসেবেই ঘোষণা করছে। কোনো টুর্নামেন্টের ফাইনালে প্রতিযোগিতা করা মানেই যেন স্বর্ণ জয় অবধারিত। রেসলিং ক্যারিয়ারে বিভিন্ন টুর্নামেন্টে তাঁর নামের পাশে ৩৩টি স্বর্ণ,৪টি রুপা ও ১টি ব্রোঞ্জ পদক রয়েছে।
অলিম্পিকে ৫ স্বর্ণ—২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডনে ১২০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টে, ২০১৬ রিও দে জেনেইরো, ২০২০ টোকিও ২০২৪ প্যারিসে জেতেন ১৩০ কেজি ইভেন্টে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৫ স্বর্ণের সঙ্গে ৩ রুপা, রেসলিং বিশ্বকাপে তিনবার ফাইনাল খেলে কখনো হারেননি লোপেজ, অর্জন করেন ৩ স্বর্ণ।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে ১টি স্বর্ণ, প্যান আমেরিকান গেমসে ৫ স্বর্ণ, সেন্ট্রাল আমেরিকান ও ক্যারিবিয়ান গেমসে ৩টি স্বর্ণ, প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে ৯ স্বর্ণ ও ১ রুপা, জুনিয়র প্যান আমেরিকান রেসলিং চ্যাম্পিয়নশিপে ২ স্বর্ণ, গ্র্যান্ড প্রিক্স ইভান পড্ডাবনিতে একমাত্র ব্রোঞ্জ পদকটি জেতেন লোপেজ।
গতকাল রেসলিংয়ের ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের ফাইনালে ৬-০ ব্যবধানে চিলির প্রতিনিধিত্ব করা কিউবান বংশোদ্ভূত ইয়াসমানি আকোস্তাকে হারান লোপেজ। এই জয়ের মধ্য দিয়ে পেছনে ফেলেন লুইস ও ফেলপসের মতো কিংবদন্তিদের।
লুইস লং জাম্পে, ফেলপস সাঁতার ২০০ মিটার মেডলিতে, কেটি লেডেকি সাঁতার ৮০০ মিটার ফ্রিস্টাইলে, আল ওয়েরতের ডিসকাসে, পল এলভেস্ট্রম সেইলিং এবং কাউরি ইচোর রেসলিংয়ে টানা ৪টি করে স্বর্ণ জিতেছিলেন।
২০২১ টোকিও অলিম্পিকের পর অবসর নিয়েছিলেন লোপেজ। শুধু রেকর্ডটি নিজের করে নিতে আবারও রিংয়ে ফেরেন ৩ বছর পর। এর মধ্যে চারবার মেরুদণ্ডের সমস্যায় ভুগেও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ইরানের বিশ্ব চ্যাম্পিয়ন আমিন মিরজাজাদেকে হারিয়ে অবাক করে দেন লোপেজ। কৌশল ও শক্তি সবই যেন আগের মতোই। মাঝে খেলা ছাড়লেও ভোলেননি ট্রেনিং।
মজার ব্যাপার হলো, প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিতে আবারও অবসরের ঘোষণা দিয়েছেন লোপেজ। অবসর নেওয়ার আভাসটা আগেই দিয়েছিলেন। ফাইনালে ওঠে বলেছিলেন, ‘আমাদের তরুণদের সুযোগ করে দিতে হবে। সারা জীবন আমি রেসলিংকেই ভালোবেসেছি।’ বিদায়ের সঙ্গে শেষ হলো অলিম্পিকে লোপেজের ঈর্ষণীয় পারফরম্যান্স। ২২ জয়ের বিপরীতে হেরেছেন মাত্র একটি ম্যাচে। সেটিও ২০০৪ এথেন্স অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে।
প্যারিসেও বিজয় নিশান ওড়ালেন মিহাইন লোপেজ। একই ইভেন্টে টানা পাঁচ অলিম্পিকে স্বর্ণ জয়। বয়সটা ৪২ ছুঁই ছুঁই হলেও দক্ষতা আর শক্তিতে কিউবান এই রেসলার যেন অপ্রতিরোধ্য! অলিম্পিকে রেসলিংয়ে তাঁর চেয়ে বেশি স্বর্ণ আর কারও ঝুলিতে নেই। এই ইভেন্টে তাঁকে রাজা বললে হয়তো খুব বেশি বাড়াবাড়ি হওয়ার কথা নয়।
অলিম্পিক টানা ৫ স্বর্ণ জয়ের রেকর্ড আর কারও নেই। দুই কিংবদন্তি কার্ল লুইস-মাইকেল ফেলপস টানা ৪ অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন। লোপেজকে শুধু অলিম্পিক দিয়ে নয়, বর্ণাঢ্য ক্যারিয়ার তাঁকে কিংবদন্তি হিসেবেই ঘোষণা করছে। কোনো টুর্নামেন্টের ফাইনালে প্রতিযোগিতা করা মানেই যেন স্বর্ণ জয় অবধারিত। রেসলিং ক্যারিয়ারে বিভিন্ন টুর্নামেন্টে তাঁর নামের পাশে ৩৩টি স্বর্ণ,৪টি রুপা ও ১টি ব্রোঞ্জ পদক রয়েছে।
অলিম্পিকে ৫ স্বর্ণ—২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডনে ১২০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টে, ২০১৬ রিও দে জেনেইরো, ২০২০ টোকিও ২০২৪ প্যারিসে জেতেন ১৩০ কেজি ইভেন্টে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৫ স্বর্ণের সঙ্গে ৩ রুপা, রেসলিং বিশ্বকাপে তিনবার ফাইনাল খেলে কখনো হারেননি লোপেজ, অর্জন করেন ৩ স্বর্ণ।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে ১টি স্বর্ণ, প্যান আমেরিকান গেমসে ৫ স্বর্ণ, সেন্ট্রাল আমেরিকান ও ক্যারিবিয়ান গেমসে ৩টি স্বর্ণ, প্যান আমেরিকান চ্যাম্পিয়নশিপে ৯ স্বর্ণ ও ১ রুপা, জুনিয়র প্যান আমেরিকান রেসলিং চ্যাম্পিয়নশিপে ২ স্বর্ণ, গ্র্যান্ড প্রিক্স ইভান পড্ডাবনিতে একমাত্র ব্রোঞ্জ পদকটি জেতেন লোপেজ।
গতকাল রেসলিংয়ের ১৩০ কেজি গ্রেকো-রোমান ইভেন্টের ফাইনালে ৬-০ ব্যবধানে চিলির প্রতিনিধিত্ব করা কিউবান বংশোদ্ভূত ইয়াসমানি আকোস্তাকে হারান লোপেজ। এই জয়ের মধ্য দিয়ে পেছনে ফেলেন লুইস ও ফেলপসের মতো কিংবদন্তিদের।
লুইস লং জাম্পে, ফেলপস সাঁতার ২০০ মিটার মেডলিতে, কেটি লেডেকি সাঁতার ৮০০ মিটার ফ্রিস্টাইলে, আল ওয়েরতের ডিসকাসে, পল এলভেস্ট্রম সেইলিং এবং কাউরি ইচোর রেসলিংয়ে টানা ৪টি করে স্বর্ণ জিতেছিলেন।
২০২১ টোকিও অলিম্পিকের পর অবসর নিয়েছিলেন লোপেজ। শুধু রেকর্ডটি নিজের করে নিতে আবারও রিংয়ে ফেরেন ৩ বছর পর। এর মধ্যে চারবার মেরুদণ্ডের সমস্যায় ভুগেও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে ইরানের বিশ্ব চ্যাম্পিয়ন আমিন মিরজাজাদেকে হারিয়ে অবাক করে দেন লোপেজ। কৌশল ও শক্তি সবই যেন আগের মতোই। মাঝে খেলা ছাড়লেও ভোলেননি ট্রেনিং।
মজার ব্যাপার হলো, প্যারিস অলিম্পিকে স্বর্ণ জিতে আবারও অবসরের ঘোষণা দিয়েছেন লোপেজ। অবসর নেওয়ার আভাসটা আগেই দিয়েছিলেন। ফাইনালে ওঠে বলেছিলেন, ‘আমাদের তরুণদের সুযোগ করে দিতে হবে। সারা জীবন আমি রেসলিংকেই ভালোবেসেছি।’ বিদায়ের সঙ্গে শেষ হলো অলিম্পিকে লোপেজের ঈর্ষণীয় পারফরম্যান্স। ২২ জয়ের বিপরীতে হেরেছেন মাত্র একটি ম্যাচে। সেটিও ২০০৪ এথেন্স অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে।
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
৩৩ মিনিট আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
২ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪ ঘণ্টা আগে