আটত্রিশের নোমান গড়লেন ইতিহাস

ক্রীড়া ডেস্ক    
Thumbnail image
একাই ৬ উইকেট তুলে নেন পাকিস্তানের নোমান আলী। ছবি: এএফপি

মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা স্রেফ নোমানময়! ঘরের মাঠে দারুণ এক হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দিতে অবদান রাখেন এই পাকিস্তানি স্পিনার। শুধু হ্যাটট্রিকই নয় তিনিই প্রথম কোনো স্পিনার যে কিনা টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ৬ উইকেট শিকার করেছেন। তাতে আজ ক্যারিবীয়দের প্রথম ইনিংস ১৬৩ রানেই থেমে যায়। বিপরীতে পাকিস্তানও যে ভালো ব্যাটিং করেছে তেমনটাও নয়। জবাব দিতে নেমে ১৫৪ রানে অলআউট হয় স্বাগতিকেরা। আর প্রথম দিন শেষে ৯ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান।

পাকিস্তানের নতুন হ্যাটট্রিক হিরো নোমান আলী। তাকে মুলতানের হ্যাটট্রিক সুলতানও বলা যায়। সাদা পোশাকের ক্রিকেটে হ্যাটট্রিক করা চতুর্থ পাকিস্তানি বোলার তিনি। আর মুলতানে এর আগে কোনো পাকিস্তানি টেস্টে এমন সাফল্যের দেখাও পাননি। এখানেই শেষ নয়, স্পিনার হিসেবে পাকিস্তানের জার্সিতে টেস্টে হ্যাটট্রিক করা প্রথম বোলারও নোমান। তার আগে সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। তার আগের তিন হ্যাটট্রিকম্যান যথাক্রমে-মোহাম্মদ সামি, আবদুর রাজ্জাক ও ওয়াসিম আকরাম।

টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার সময় তাঁর বয়স ছিল ৩৮ বছর ১৩৯ দিন। যে তালিকায় এখন দুইয়ে নোমান। ৩৮ বছর ১১০ দিন বয়সী নোমান করেন হ্যাটট্রিক।

নোমানের দিনে উইন্ডিজের জোমেল ওয়ারিকানও ছিলেন উজ্জ্বল। ১৭ ওভার বোলিং করে ২.৫২ ইকোনমিতে চার উইকেট তুলে নেন তিনি। তিন উইকেট পান স্পিনার গুডাকেশ মোতি। পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ৪৯ রান আসে মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। আর ৩২ রান যোগ করেন সৌদ শাকিল। এ দিকে উইন্ডিজ ব্যাটাররাও সুবিধা করতে পারেননি। টপ অর্ডার আর মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিন লোয়ার অর্ডারের গুডাকেশ তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি (৫৫)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত