Ajker Patrika

২২ টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি শুধু হতাশাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৫, ১০: ৩৬
২৫ বছরে আইসিসির টুর্নামেন্টে বড় কোনো সাফল্য নেই বাংলাদেশের। ছবি: এএফপি
২৫ বছরে আইসিসির টুর্নামেন্টে বড় কোনো সাফল্য নেই বাংলাদেশের। ছবি: এএফপি

আইসিসির বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ নিয়মিত অংশগ্রহণকারী দল হলেও সাফল্যের পাল্লা এখনো শূন্য। শিরোপার স্বাদ পাওয়া দূরের কথা, কোনো টুর্নামেন্টের ফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। অথচ ১৯৯৯ সালের বিশ্বকাপ দিয়ে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের অংশ নেওয়ার পর পেরিয়ে গেছে প্রায় ২৫ বছর।

এই সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে আইসিসির মোট ২২টি বৈশ্বিক ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে খেলেছে ছয়বার। সেরা সাফল্য ২০১৭ সালে সেমিফাইনালে খেলা। ২০০০ সালে প্রথমবার অংশ নিয়ে খেলেছিল প্রি-কোয়ার্টার ফাইনালে। আর বাকি চারবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ দৌড় ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। অথচ ১৯৯৯ বিশ্বকাপের পর বাংলাদেশ আরও ছয়টি ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছে ৯টি। একটিবারও নকআউটে উঠতে পারেনি।

অথচ এই সময়ে আইসিসির ৯টি বৈশ্বিক ইভেন্ট জিতেছে অস্ট্রেলিয়া। পাঁচটি ভারত। অস্ট্রেলিয়া, ভারতের কথা না হয় বাদই দেওয়া হলো। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ না পাওয়া ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জিতেছে তিনটি। শ্রীলঙ্কা দুটি। পারে না শুধু বাংলাদেশ!

কেন পারে না! এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার জন্য দলের অনভিজ্ঞতাকেই দুষছেন হাবিবুল বাশার সুমন। আজকের পত্রিকাকে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বললেন, ‘ক্রিকেটাররা চেষ্টা করছে, হয়তো প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছে না। আমাদের যখন সাকিব, তামিম, মাশরাফি ছিল, তখন দলের চেহারা আলাদা ছিল। এখনকার দলটা একদম নতুন। সিনিয়রদের মধ্যে আছেন কেবল রিয়াদ ও মুশফিক, যদিও এবারের আসরে তাঁদের পারফরম্যান্স তেমন প্রভাব ফেলেনি। নতুন দল হিসেবে নিজেদের গুছিয়ে নিতে সময় লাগবেই। সব দলের ক্ষেত্রেই সিনিয়রদের অনুপস্থিতিতে দল গোছাতে সময় লাগে, আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে।’ তবে দল গোছানোর সঙ্গে সঙ্গে সঠিক পরিকল্পনারও দরকার বলে মনে করেন সুমন, ‘সামনে ভালো করতে হলে সঠিক পরিকল্পনার প্রয়োজন। আশা করি বোর্ড আগামী বিশ্বকাপ সামনে রেখে কার্যকর পরিকল্পনা নেবে এবং আমরা ভালো কিছু দেখতে পাব।’

পরিকল্পনার কথা বলেছেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তিনি বললেন, ‘আইসিসি ইভেন্টে আমাদের ব্যর্থতার মূল কারণ হলো চাপ নিয়ে ফেলা। প্রস্তুতি ও পরিকল্পনার ঘাটতি নিয়েই প্রতিবার টুর্নামেন্ট খেলতে যাই, এবারও তার ব্যতিক্রম হয়নি।’ বড় টুর্নামেন্টে ভালো ফল পেতে কী করতে হবে, এরপর সেটাও বললেন আশরাফুল, ‘বড় আসরে ভালো করতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার, যেখানে আমরা পিছিয়ে আছি। অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো দলগুলোর নির্দিষ্ট ক্রিকেট ক্যালেন্ডার থাকে, যেখানে তারা জানে, কবে কোন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ বা টুর্নামেন্ট আছে। তারা সে অনুযায়ী প্রস্তুতি নেয়, তাদের বোর্ডও সেভাবে পরিকল্পনা করে। আমাদের ক্ষেত্রে, আমরা ঘরোয়া বা ঘরের মাঠের দ্বিপক্ষীয় সিরিজেই সীমাবদ্ধ থাকি। যারা আমাদের বিপক্ষে সিরিজ খেলতে আসে, তারাও অনেক সময় পূর্ণ শক্তির দল পাঠায় না। ফলে বড় আসরের আগে নিজেদের সঠিকভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাই না।’

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, আইসিসির বৈশ্বিক ইভেন্টে সাফল্য পাওয়ার মতো দল হয়ে উঠতে পারেনি বাংলাদেশ। তাঁর ভাষায়, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ নিয়ে আমি তেমন আশা করিনি। কারণ, বাংলাদেশ এখনো সে পর্যায়ের দল হয়ে উঠতে পারেনি। বাংলাদেশ যে পারফর্ম করেছে, তাতে আমি অবাক হইনি। এটা হওয়ারই কথা ছিল। বাংলাদেশ দল তো বিপিএল খেলে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গেছে।’ এরপর পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা পাইলটের মুখেও, ‘বাংলাদেশ দল ভবিষ্যতে কেমন করবে, তা নির্ভর করবে তার পরিকল্পনার ওপর। আমাদের দল নিয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে কি না, সেটা নিয়েই আমার সন্দেহ। বোর্ড বদলেছে, কিন্তু পারফরম্যান্সে তেমন পরিবর্তন আসেনি। ক্রিকেটাররা আগেও জানত না, এখনো জানে না—কোন খেলোয়াড় খেলবে, কার ভূমিকা কী হবে। আপনি দেখবেন, প্রতিবারই দল ঘোষণা হয় শেষ মুহূর্তে। এসব চললে সাফল্য আসবে কীভাবে? আমাদের মধ্যে অনেক গলদ রয়েছে, সেগুলো আগে ঠিক করতে হবে।’

এ সময়ে আইসিসির ২২টি বৈশ্বিক ইভেন্টে খেলেছে বাংলাদেশ; যার মধ্যে আছে ৭টি ওয়ানডে বিশ্বকাপ,৯টি টোয়েন্টি বিশ্বকাপ ও ৬টি চ্যাম্পিয়নস ট্রফি। সেরা সাফল্য ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত