ক্রীড়া ডেস্ক
২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে ড্রাফটের সময় ঘনিয়ে আসছে। এরই মধ্যে অনেক ক্রিকেটার ড্রাফটে নামও লিখিয়েছেন। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের এই ড্রাফটে আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার।
ড্রাফটে কোনো ক্রিকেটার নাম লেখালেই পিএসএল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। গত বছরের ২৫ ডিসেম্বর ড্রাফটে মোস্তাফিজুর রহমানের নাম লেখানোর কথা নিশ্চিত করেছে পিএসএল। সাকিব আল হাসানকে নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষ একটি পোস্ট করে।
বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে ভিডিওটি ছিল ৫৯ সেকেন্ডের। এবার জানা গেল ৮ বাংলাদেশি ক্রিকেটারের নাম। সাকিব-মোস্তাফিজের সঙ্গে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে ১১ জানুয়ারি হবে পিএসএলের ড্রাফট।
সাকিব এবারের বিপিএলে খেলতে পারছেন না। মাহমুদউল্লাহ রিয়াদ এবারের বিপিএলে ফরচুন বরিশালকে রোমাঞ্চকর এক জয় এনে দিতে অসাধারণ অবদান রাখেন। মাহমুদউল্লাহর দলেই আছেন রিশাদ ও তাওহীদ হৃদয়। তাসকিন দুর্বার রাজশাহীর হয়ে কদিন আগে ৭ উইকেট নিয়ে রেকর্ড বই তছনছ করে দেন। মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছেন। শেষের দিকে তাঁর খরুচে বোলিং ডোবাচ্ছে ঢাকা ক্যাপিটালসকে। হাসান ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং করছেন। খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বাংলাদেশের এই তরুণ পেসার। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয় ব্যাটারদের ভুগিয়েছেন তিনি। পিএসএল ড্রাফট থেকে বাংলাদেশের কজন এবার দল পান, সেটা সময়ই বলে দেবে।
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে।কিন্তু এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ায় পিএসএল আয়োজন করা সম্ভব নয়। এপ্রিল-মে মাসে তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করতে চাচ্ছেন পিসিবি।একই সময়ে চলবে ১৮তম আইপিএল।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে ৮ বাংলাদেশি
মোস্তাফিজুর রহমান
সাকিব আল হাসান
মাহমুদউল্লাহ রিয়াদ
হাসান মাহমুদ
রিশাদ হোসেন
তানজিম হাসান সাকিব
তাসকিন আহমেদ
তাওহীদ হৃদয়
২০২৫ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি এখনো প্রকাশ করা হয়নি। তবে ড্রাফটের সময় ঘনিয়ে আসছে। এরই মধ্যে অনেক ক্রিকেটার ড্রাফটে নামও লিখিয়েছেন। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের এই ড্রাফটে আছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার।
ড্রাফটে কোনো ক্রিকেটার নাম লেখালেই পিএসএল তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে। গত বছরের ২৫ ডিসেম্বর ড্রাফটে মোস্তাফিজুর রহমানের নাম লেখানোর কথা নিশ্চিত করেছে পিএসএল। সাকিব আল হাসানকে নিয়ে টুর্নামেন্ট কর্তৃপক্ষ একটি পোস্ট করে।
বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে ভিডিওটি ছিল ৫৯ সেকেন্ডের। এবার জানা গেল ৮ বাংলাদেশি ক্রিকেটারের নাম। সাকিব-মোস্তাফিজের সঙ্গে থাকছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় ও হাসান মাহমুদ। পাকিস্তানের বেলুচিস্তানের গোয়াদারে ১১ জানুয়ারি হবে পিএসএলের ড্রাফট।
সাকিব এবারের বিপিএলে খেলতে পারছেন না। মাহমুদউল্লাহ রিয়াদ এবারের বিপিএলে ফরচুন বরিশালকে রোমাঞ্চকর এক জয় এনে দিতে অসাধারণ অবদান রাখেন। মাহমুদউল্লাহর দলেই আছেন রিশাদ ও তাওহীদ হৃদয়। তাসকিন দুর্বার রাজশাহীর হয়ে কদিন আগে ৭ উইকেট নিয়ে রেকর্ড বই তছনছ করে দেন। মোস্তাফিজুর রহমান নিজেকে হারিয়ে খুঁজছেন। শেষের দিকে তাঁর খরুচে বোলিং ডোবাচ্ছে ঢাকা ক্যাপিটালসকে। হাসান ১ উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং করছেন। খুলনা টাইগার্সের হয়ে খেলছেন বাংলাদেশের এই তরুণ পেসার। কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয় ব্যাটারদের ভুগিয়েছেন তিনি। পিএসএল ড্রাফট থেকে বাংলাদেশের কজন এবার দল পান, সেটা সময়ই বলে দেবে।
পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে হয়ে থাকে।কিন্তু এ বছর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হওয়ায় পিএসএল আয়োজন করা সম্ভব নয়। এপ্রিল-মে মাসে তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আয়োজন করতে চাচ্ছেন পিসিবি।একই সময়ে চলবে ১৮তম আইপিএল।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ড্রাফটে ৮ বাংলাদেশি
মোস্তাফিজুর রহমান
সাকিব আল হাসান
মাহমুদউল্লাহ রিয়াদ
হাসান মাহমুদ
রিশাদ হোসেন
তানজিম হাসান সাকিব
তাসকিন আহমেদ
তাওহীদ হৃদয়
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
৪ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
৫ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
৫ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
৬ ঘণ্টা আগে