নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দুর্দান্ত খেললে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোনাস ঘোষণা খুব স্বাভাবিক ঘটনা। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করে যথারীতি বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। সাকিবদের কত টাকা বোনাস দেওয়া হবে, সেটি জানাতে অবশ্য সময় নিয়েছেন পাপন।
আজ ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ক্রিকেটারদের বোনাস নিয়ে পাপন বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোনো সিরিজ এর আগে আমরা জিতিনি। সেজন্য তারা ওটা (বোনাস) পাবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ওরা এটা বলছে (বোনাসের দাবি), বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো তো আছেই, একই সঙ্গে ধবলধোলাই করা। ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি অবশ্যই হবে।’
বোনাসের অঙ্ক নিয়ে পাপন বললেন, ‘যেটা ওরা সব সময় পেয়ে থাকে, ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি, তোমরা ভাগ কর। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।’ পাপন আরও জানালেন, এখানে একটু হিসাবনিকাশের বিষয় আছে। হিসেব করেই বিসিবি জানাবে কত বোনাস পেতে যাচ্ছেন সাকিবরা, ‘এটা কত হবে, হিসাব না করে বলা যাবে না। কাল-পরশুর মধ্যে বলা যাবে।’
বাংলাদেশ দুর্দান্ত খেললে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বোনাস ঘোষণা খুব স্বাভাবিক ঘটনা। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে ধবলধোলাই করে যথারীতি বোনাস ঘোষণা করেছেন বিসিবি সভাপতি। সাকিবদের কত টাকা বোনাস দেওয়া হবে, সেটি জানাতে অবশ্য সময় নিয়েছেন পাপন।
আজ ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের ক্রিকেটারদের বোনাস নিয়ে পাপন বলেছেন, ‘যেকোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা ওদেরকে ভালো বোনাস দেই। সব দলের সঙ্গে তো সিরিজ জেতা হয়ে গিয়েছিল। শুধু ইংল্যান্ড বাকি ছিল। ওদের সঙ্গে কোনো সিরিজ এর আগে আমরা জিতিনি। সেজন্য তারা ওটা (বোনাস) পাবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘ওরা এটা বলছে (বোনাসের দাবি), বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো তো আছেই, একই সঙ্গে ধবলধোলাই করা। ওরা একটু বেশি চেয়েছে (বোনাস)। আমি বলেছি অবশ্যই হবে।’
বোনাসের অঙ্ক নিয়ে পাপন বললেন, ‘যেটা ওরা সব সময় পেয়ে থাকে, ওটাই পাবে। এর বাইরে ব্যক্তিগত পারফরম্যান্সের অনুযায়ী বলেছি, তোমরা ভাগ কর। পারফরম্যান্সের বোনাসটা আলাদা করে দেবে বিসিবি।’ পাপন আরও জানালেন, এখানে একটু হিসাবনিকাশের বিষয় আছে। হিসেব করেই বিসিবি জানাবে কত বোনাস পেতে যাচ্ছেন সাকিবরা, ‘এটা কত হবে, হিসাব না করে বলা যাবে না। কাল-পরশুর মধ্যে বলা যাবে।’
ফলোঅন এড়ানো দূরে থাক, দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করতেই হিমশিম খেতে হলো বাংলাদেশকে। প্রথম ইনিংসে মুমিনুল হকের ফিফটিতে টেনেটুনে ১৫৯ রান। দ্বিতীয় ইনিংসে আরও খারাপ অবস্থা—১৪৩ রানে অলআউট।
১৬ মিনিট আগেচ্যাম্পিয়ন দল বলে কথা। তা-ও আবার টানা দুবার চ্যাম্পিয়ন। বাংলাদেশ নারী ফুটবল দলের বরণ তো জাঁকজমকপূর্ণই হবে। সাবিনা খাতুনদের দেখতে ঢাকা বিমানবন্দরে দেখা গেছে উপচে পড়া ভিড়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ব্যাটিং লাইনআপ হুড়মুড়িয়ে ধসে পড়ে নিয়মিতই। মাঝে মধ্যে দুই একটা জুটিতে যা রান হয়, সেটা পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারে না।
২ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝখানেই শোনা গেল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের কথায় বোঝা গেল, শান্তকে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরানো হচ্ছে না।
৩ ঘণ্টা আগে