নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করার পরও হারতে হয়েছে বাংলাদেশকে। বলতে গেলে জয়টা হাতছাড়াই করেছেন মাহমুদউল্লাহরা। লিটন দাসের ওই দুটি ক্যাচ না ফসকালে ম্যাচটা বাংলাদেশও জিততে পারত। স্বাভাবিকভাবে এমন হারের পর ক্রিকেটারদের বেশ সমালোচনাই হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার, ওমানের মতো দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয়ের পরও একই সমালোচনায় পড়তে হয়েছিল মুশফিক-সাকিবদের। এমন সমালোচনা মানতে পারছেন না মুশফিকও।
আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘মাঠের বাইরে তো নানা রকম কথা হবেই। ক্রিকেটার হিসেবে আপনি ভালো করলে সবাই তালি দেবে আর খারাপ করলে গালি দেবে এটাই নিয়ম। আর এটা আমার প্রথম বছর না। ১৬ বছর ধরে আমি এসব দেখে আসছি। আর যারা আমাদের নিয়ে এসব বলে তাদের উচিত নিজেদের চেহারা আয়নায় দেখা। কারণ, তারা তো বাংলাদেশের হয়ে খেলে না। আমরা খেলছি। আমরা সবাই ভালো করার চেষ্টা করি। কোনো দিন হয় কোনো দিন হয় না।’
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে দলকে পথ দেখিয়েছেন চারিথ আশালঙ্কা ও ভানুকা রাজাপক্ষে। সে সময়েই বাউন্ডারিতে লিটন সহজ দুটি ক্যাচ ফেলেন। জীবন পেয়ে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে কেড়ে নেন দুই লঙ্কান তরুণ।
মুশফিকও মনে করছেন লিটন ক্যাচ দুটি ধরতে পারলে গল্পটা ভিন্নও হতে পারত। তবে ক্যাচ ছাড়া নিয়ে লিটনকে দোষ দিতে চান না মুশি, ‘আসলে দায় দেওয়ার কিছু নেই। যত রানই করি না কেন, ছোটখাটো কিছু ভুল থাকেই আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হলো লিটনের দুটো ক্যাচ। সে কিন্তু খুব ভালো মানের ফিল্ডার। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের দুই বাঁহাতি দারুণ ব্যাট করছিল। ওই সময় দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরেও যেতে পারত।’
শ্রীলঙ্কার বিপক্ষে ১৭১ রান করার পরও হারতে হয়েছে বাংলাদেশকে। বলতে গেলে জয়টা হাতছাড়াই করেছেন মাহমুদউল্লাহরা। লিটন দাসের ওই দুটি ক্যাচ না ফসকালে ম্যাচটা বাংলাদেশও জিততে পারত। স্বাভাবিকভাবে এমন হারের পর ক্রিকেটারদের বেশ সমালোচনাই হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এর আগে বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার, ওমানের মতো দলের বিপক্ষে ঘাম ঝরিয়ে জয়ের পরও একই সমালোচনায় পড়তে হয়েছিল মুশফিক-সাকিবদের। এমন সমালোচনা মানতে পারছেন না মুশফিকও।
আজ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেছেন, ‘মাঠের বাইরে তো নানা রকম কথা হবেই। ক্রিকেটার হিসেবে আপনি ভালো করলে সবাই তালি দেবে আর খারাপ করলে গালি দেবে এটাই নিয়ম। আর এটা আমার প্রথম বছর না। ১৬ বছর ধরে আমি এসব দেখে আসছি। আর যারা আমাদের নিয়ে এসব বলে তাদের উচিত নিজেদের চেহারা আয়নায় দেখা। কারণ, তারা তো বাংলাদেশের হয়ে খেলে না। আমরা খেলছি। আমরা সবাই ভালো করার চেষ্টা করি। কোনো দিন হয় কোনো দিন হয় না।’
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সেই ধ্বংসযজ্ঞে দাঁড়িয়ে দলকে পথ দেখিয়েছেন চারিথ আশালঙ্কা ও ভানুকা রাজাপক্ষে। সে সময়েই বাউন্ডারিতে লিটন সহজ দুটি ক্যাচ ফেলেন। জীবন পেয়ে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে কেড়ে নেন দুই লঙ্কান তরুণ।
মুশফিকও মনে করছেন লিটন ক্যাচ দুটি ধরতে পারলে গল্পটা ভিন্নও হতে পারত। তবে ক্যাচ ছাড়া নিয়ে লিটনকে দোষ দিতে চান না মুশি, ‘আসলে দায় দেওয়ার কিছু নেই। যত রানই করি না কেন, ছোটখাটো কিছু ভুল থাকেই আবার কিছু ইতিবাচক দিকও থাকে। আমাদের আজ যে ভুল হয়েছে সেটা হলো লিটনের দুটো ক্যাচ। সে কিন্তু খুব ভালো মানের ফিল্ডার। ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। ওদের দুই বাঁহাতি দারুণ ব্যাট করছিল। ওই সময় দুটো উইকেট পড়ে গেলে ম্যাচ ঘুরেও যেতে পারত।’
২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
১০ মিনিট আগেবাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
১ ঘণ্টা আগেভারতের জার্সি এখনো গায়ে পরতে পারেননি উর্বিল প্যাটেল। তাঁরই আগে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন উর্বিল।
২ ঘণ্টা আগেবুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে