তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ- পাকিস্তান নারী ক্রিকেট দলের লড়াইটা হয়েছিল সমানে সমানে। ম্যাচের পাল্লা কখনো বাংলাদেশের দিকে, কখনো পাকিস্তানের দিকে হেলে পড়ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ফল এসেছে সুপার ওভারে। সুপার ওভারেও ফল এসেছে শেষ বলে গিয়ে। শেষ বলে চার মেরে বাংলাদেশকে রোমাঞ্চকর জয় এনে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাতে বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়।
প্রথম ওয়ানডের চেয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে আরও বেশি রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৭০ রানের লক্ষ্যে ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তাতে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় ওভারের মতো ম্যাচ টাই করে ফেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর প্রথমবারের মতো ওয়ানডেতে সুপার ওভার খেলে বাংলাদেশ। যেখানে সুপার ওভারের প্রথম বলেই বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার বোল্ড করেছেন পাকিস্তানের ইরাম জাভেদকে। পরের বলে ১ রান নিয়েছেন বিসমাহ মারুফ। ইনিংসের তৃতীয় বলে চার মেরেছেন আলিয়া রিয়াজ। পরের বলে নিয়েছেন ২ রান। আর পঞ্চম বলে রিয়াজ ১ রান নিতে গেলে রান আউটের শিকার হয়েছেন মারুফ। তাতে ৭ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
সব রোমাঞ্চ যেন জমা ছিল বাংলাদেশের ইনিংসের জন্যই। ৮ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের প্রথম বলেই চার মারেন সোবহানা মোস্তারি। নাশরা সান্ধুর করা পরের বলে ডট দিয়েছেন মোস্তারি। ইনিংসের তৃতীয় বলে মোস্তারি সিঙ্গেল নিয়েছেন। পরের বলে সিঙ্গেল নিয়েছেন স্বর্ণা আক্তার। পঞ্চম বলে সান্ধুর বলে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন মোস্তারি। আর শেষ বলে লং অফের ওপর দিয়ে চার মেরে বাংলাদেশকে রোমাঞ্চকর এক জয় এনে দেন জ্যোতি।
তবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের দুই ওপেনার সাদাফ শামাস ও সিদরা আমিন বেশ সাবধানী শুরু করেছিলেন। সফরকারীদের উদ্বোধনী জুটি অনেক বল খেললেও সেই অনুপাতে রান করতে পারেনি। ১০০ বলে ৪১ রান হয়েছিল পাকিস্তানের উদ্বোধনী জুটিতে। ১৭তম ওভারের চতুর্থ বলে আমিনকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৪৩ বলে ৩ চারে ২২ রান করেন আমিন।
আমিন ফেরার ঠিক পরের ওভারেই আরেকটি উইকেট হারায় পাকিস্তান। ১৮তম ওভারের তৃতীয় বলে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানি ব্যাটার বিসমাহ মারুফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বিসমাহ। দ্রুত ২ উইকেট হারানো পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৭.৩ ওভারে ২ উইকেটে ৪২ রান। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে আগলে খেলছিলেন ওপেনার সাদাফ। তৃতীয় উইকেট জুটিতে আলিয়া রিয়াজকে নিয়ে বড় রান করার পথে এগোচ্ছিলেন সাদাফ। তবে সাদাফকে ফিরিয়ে জুটি তাড়াতাড়ি ভেঙেছেন নিশিতা আক্তার নিশি। ৮৩ বলে ৩ চারে ২৯ রান করেন পাকিস্তানের ওপেনার। তৃতীয় উইকেটে ৪২ বলে ২৩ রান এসেছিল সাদাফ-রিয়াজের জুটিতে। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৪.৩ ওভারে ৩ উইকেটে ৭৫ রান।
৩ উইকেট হারানোর পর পাকিস্তান যেমন নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল, তেমনি রানও উঠছিল ধীর গতিতে। সময়ের সঙ্গে ম্যাচের বাঁকও বদলাচ্ছিল। ৪৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৭ উইকেটে ১৫৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ ওভারে সফরকারীদের দরকার হয় ৩ রান, হাতে থাকে ১ উইকেট। শেষ ওভারের পঞ্চম বলে পাকিস্তানের শেষ ব্যাটার হিসেবে সান্ধু রান আউট হলে ম্যাচ টাই হয়ে যায়। পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ২৯ রান করেছেন সাদাফ। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাবেয়া। ১টি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা, নিশি ও ফাহিমা। পাকিস্তানের ইনিংসে তিনটি রান আউট হয়েছে। সান্ধুর মতো রান আউটের ফাঁদে কাটা পড়েছেন দিয়ানা বেগ ও উম্মে হানি। এরপর সুপার ওভারে বাংলাদেশের রোমাঞ্চকর জয়ে ম্যাচসেরা হয়েছেন জ্যোতি। মূল ম্যাচে ১০৪ বলে ৫৪ রান করেছেন। এরপর দুটি স্টাম্পিংয়ের পাশাপাশি একটি ক্যাচ ধরেছেন। একটি রান আউটেও অবদান রেখেছেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেছেন জ্যোতি। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল ও সান্ধু। ১টি করে উইকেট নিয়েছেন উম্মে হানি ও নিদা দার ও দিয়ানা। বাংলাদেশের দুই ব্যাটার ফারজানা হক পিংকি ও রাবেয়া হয়েছেন রান আউট। তার আগে এই মিরপুরে ৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন ৮১ রান করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচ পাকিস্তান ১৫১ বল হাতে রেখে জিতেছিল ৫ উইকেটে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে পাকিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ- পাকিস্তান নারী ক্রিকেট দলের লড়াইটা হয়েছিল সমানে সমানে। ম্যাচের পাল্লা কখনো বাংলাদেশের দিকে, কখনো পাকিস্তানের দিকে হেলে পড়ছিল। শেষ পর্যন্ত ম্যাচের ফল এসেছে সুপার ওভারে। সুপার ওভারেও ফল এসেছে শেষ বলে গিয়ে। শেষ বলে চার মেরে বাংলাদেশকে রোমাঞ্চকর জয় এনে দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাতে বাংলাদেশ-পাকিস্তান নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন রয়েছে ১-১ সমতায়।
প্রথম ওয়ানডের চেয়ে আজ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে আরও বেশি রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৭০ রানের লক্ষ্যে ৪৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তাতে ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় ওভারের মতো ম্যাচ টাই করে ফেলে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর প্রথমবারের মতো ওয়ানডেতে সুপার ওভার খেলে বাংলাদেশ। যেখানে সুপার ওভারের প্রথম বলেই বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার বোল্ড করেছেন পাকিস্তানের ইরাম জাভেদকে। পরের বলে ১ রান নিয়েছেন বিসমাহ মারুফ। ইনিংসের তৃতীয় বলে চার মেরেছেন আলিয়া রিয়াজ। পরের বলে নিয়েছেন ২ রান। আর পঞ্চম বলে রিয়াজ ১ রান নিতে গেলে রান আউটের শিকার হয়েছেন মারুফ। তাতে ৭ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
সব রোমাঞ্চ যেন জমা ছিল বাংলাদেশের ইনিংসের জন্যই। ৮ রানের লক্ষ্যে নামা বাংলাদেশের প্রথম বলেই চার মারেন সোবহানা মোস্তারি। নাশরা সান্ধুর করা পরের বলে ডট দিয়েছেন মোস্তারি। ইনিংসের তৃতীয় বলে মোস্তারি সিঙ্গেল নিয়েছেন। পরের বলে সিঙ্গেল নিয়েছেন স্বর্ণা আক্তার। পঞ্চম বলে সান্ধুর বলে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন মোস্তারি। আর শেষ বলে লং অফের ওপর দিয়ে চার মেরে বাংলাদেশকে রোমাঞ্চকর এক জয় এনে দেন জ্যোতি।
তবে ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের দুই ওপেনার সাদাফ শামাস ও সিদরা আমিন বেশ সাবধানী শুরু করেছিলেন। সফরকারীদের উদ্বোধনী জুটি অনেক বল খেললেও সেই অনুপাতে রান করতে পারেনি। ১০০ বলে ৪১ রান হয়েছিল পাকিস্তানের উদ্বোধনী জুটিতে। ১৭তম ওভারের চতুর্থ বলে আমিনকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ৪৩ বলে ৩ চারে ২২ রান করেন আমিন।
আমিন ফেরার ঠিক পরের ওভারেই আরেকটি উইকেট হারায় পাকিস্তান। ১৮তম ওভারের তৃতীয় বলে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানি ব্যাটার বিসমাহ মারুফকে ফিরিয়েছেন রাবেয়া খান। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি বিসমাহ। দ্রুত ২ উইকেট হারানো পাকিস্তানের স্কোর হয়ে যায় ১৭.৩ ওভারে ২ উইকেটে ৪২ রান। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে আগলে খেলছিলেন ওপেনার সাদাফ। তৃতীয় উইকেট জুটিতে আলিয়া রিয়াজকে নিয়ে বড় রান করার পথে এগোচ্ছিলেন সাদাফ। তবে সাদাফকে ফিরিয়ে জুটি তাড়াতাড়ি ভেঙেছেন নিশিতা আক্তার নিশি। ৮৩ বলে ৩ চারে ২৯ রান করেন পাকিস্তানের ওপেনার। তৃতীয় উইকেটে ৪২ বলে ২৩ রান এসেছিল সাদাফ-রিয়াজের জুটিতে। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৪.৩ ওভারে ৩ উইকেটে ৭৫ রান।
৩ উইকেট হারানোর পর পাকিস্তান যেমন নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল, তেমনি রানও উঠছিল ধীর গতিতে। সময়ের সঙ্গে ম্যাচের বাঁকও বদলাচ্ছিল। ৪৭ ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল ৭ উইকেটে ১৫৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ ওভারে সফরকারীদের দরকার হয় ৩ রান, হাতে থাকে ১ উইকেট। শেষ ওভারের পঞ্চম বলে পাকিস্তানের শেষ ব্যাটার হিসেবে সান্ধু রান আউট হলে ম্যাচ টাই হয়ে যায়। পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ ২৯ রান করেছেন সাদাফ। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রাবেয়া। ১টি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা, নিশি ও ফাহিমা। পাকিস্তানের ইনিংসে তিনটি রান আউট হয়েছে। সান্ধুর মতো রান আউটের ফাঁদে কাটা পড়েছেন দিয়ানা বেগ ও উম্মে হানি। এরপর সুপার ওভারে বাংলাদেশের রোমাঞ্চকর জয়ে ম্যাচসেরা হয়েছেন জ্যোতি। মূল ম্যাচে ১০৪ বলে ৫৪ রান করেছেন। এরপর দুটি স্টাম্পিংয়ের পাশাপাশি একটি ক্যাচ ধরেছেন। একটি রান আউটেও অবদান রেখেছেন তিনি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক জ্যোতি। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৯ রান করেছে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেছেন জ্যোতি। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২টি করে উইকেট নিয়েছেন সাদিয়া ইকবাল ও সান্ধু। ১টি করে উইকেট নিয়েছেন উম্মে হানি ও নিদা দার ও দিয়ানা। বাংলাদেশের দুই ব্যাটার ফারজানা হক পিংকি ও রাবেয়া হয়েছেন রান আউট। তার আগে এই মিরপুরে ৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন ৮১ রান করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচ পাকিস্তান ১৫১ বল হাতে রেখে জিতেছিল ৫ উইকেটে।
২০ মিনিটের ব্যবধানে আইপিএল পেল সবচেয়ে দামি নতুন ক্রিকেটার। আজ জেদ্দার আবাদি আল জোহার অ্যারেনায় প্রথমে ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়ারকে দলে ভেড়ায় পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সব থেকে বেশি দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসারকে দলে নিয়েছিল কলকাতা নাইট
১ ঘণ্টা আগেএভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
২ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
৩ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৪ ঘণ্টা আগে