ক্রীড়া ডেস্ক
ভারত, পাকিস্তান-দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সামনেই আজ দ্বিতীয় বার ইমার্জিং এশিয়া কাপ জেতার সুযোগ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২০২৩ ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে রানের পাহাড় গড়েছে পাকিস্তান ‘এ’ দল। শিরোপা জিততে ভারত ‘এ’ দলকে করতে হবে ৩৫৩ রান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক যশ ধুল। ব্যাটিংয়ের সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগায় পাকিস্তান। সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ১২১ রান। দুই ওপেনারই ফিফটি করেছেন। সাইমকে ফিরিয়ে সেঞ্চুরি পেরোনো জুটি ভাঙেন মানব সুথার। ১৮ তম ওভারের দ্বিতীয় সুথারকে কাট করতে গিয়ে ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলের ক্যাচের শিকার হয়েছেন সাইম। পাকিস্তানি এই ওপেনার ৫১ বলে ৫৯ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর সাময়িক ভাঙন ধরে পাকিস্তানের ইনিংসে। ফিফটি পেরোনো ওপেনার ফারহান, ওমাইর ইউসুফ, কাসিম আকরাম, অধিনায়ক মোহাম্মদ হারিস-এই চার উইকেট হারায় তারা। ২৮.৪ ওভারে হারিসের দলের স্কোর ৫ উইকেটে ১৮৭ রান। এখান থেকেই পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ভারতের বোলারদের তুলোধুনো করে ষষ্ঠ উইকেটে ১২৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মুবাশির খান ও তৈয়ব তাহির। সেঞ্চুরি তুলে নিয়েছেন তাহির। ৭১ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৮ রান করেন। পাকিস্তানি এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়ে এই বিধ্বংসী জুটি ভাঙেন রাজবর্ধন হাঙ্গারগেকার।
তাহিরের উইকেটের পর মুবাশির, মেহরান মুমতাজ-এই দুই ব্যাটারও ড্রেসিংরুমে ফেরেন। তবু পাকিস্তানের রানের পাহাড় গড়তে কোনো বাধা হয়ে দাড়ায়নি। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ১০৮ রান করেছেন তাহির। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ। রান তাড়া করতে নেমে এখন পর্যন্ত ২.৩ ওভারে কোনো উইকেটে না হারিয়ে করেছে ১৭ রান।
ভারত, পাকিস্তান-দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের সামনেই আজ দ্বিতীয় বার ইমার্জিং এশিয়া কাপ জেতার সুযোগ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২০২৩ ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে রানের পাহাড় গড়েছে পাকিস্তান ‘এ’ দল। শিরোপা জিততে ভারত ‘এ’ দলকে করতে হবে ৩৫৩ রান।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক যশ ধুল। ব্যাটিংয়ের সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগায় পাকিস্তান। সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান উদ্বোধনী জুটিতে যোগ করেছেন ১২১ রান। দুই ওপেনারই ফিফটি করেছেন। সাইমকে ফিরিয়ে সেঞ্চুরি পেরোনো জুটি ভাঙেন মানব সুথার। ১৮ তম ওভারের দ্বিতীয় সুথারকে কাট করতে গিয়ে ভারতীয় উইকেটরক্ষক ধ্রুব জুরেলের ক্যাচের শিকার হয়েছেন সাইম। পাকিস্তানি এই ওপেনার ৫১ বলে ৫৯ রান।
উদ্বোধনী জুটি ভাঙার পর সাময়িক ভাঙন ধরে পাকিস্তানের ইনিংসে। ফিফটি পেরোনো ওপেনার ফারহান, ওমাইর ইউসুফ, কাসিম আকরাম, অধিনায়ক মোহাম্মদ হারিস-এই চার উইকেট হারায় তারা। ২৮.৪ ওভারে হারিসের দলের স্কোর ৫ উইকেটে ১৮৭ রান। এখান থেকেই পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ভারতের বোলারদের তুলোধুনো করে ষষ্ঠ উইকেটে ১২৬ রানের জুটি গড়তে অবদান রাখেন মুবাশির খান ও তৈয়ব তাহির। সেঞ্চুরি তুলে নিয়েছেন তাহির। ৭১ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৮ রান করেন। পাকিস্তানি এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়ে এই বিধ্বংসী জুটি ভাঙেন রাজবর্ধন হাঙ্গারগেকার।
তাহিরের উইকেটের পর মুবাশির, মেহরান মুমতাজ-এই দুই ব্যাটারও ড্রেসিংরুমে ফেরেন। তবু পাকিস্তানের রানের পাহাড় গড়তে কোনো বাধা হয়ে দাড়ায়নি। ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ১০৮ রান করেছেন তাহির। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ। রান তাড়া করতে নেমে এখন পর্যন্ত ২.৩ ওভারে কোনো উইকেটে না হারিয়ে করেছে ১৭ রান।
বাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
১ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছে দর্শকনন্দিত ক্লাবটি।
২ ঘণ্টা আগে২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
২ ঘণ্টা আগেবাংলা টাইগার্সের দরকার ১৮ বলে ৭৩ রান। সেই মুহূর্তে স্কোরবোর্ডে দেখা গেল অধিনায়ক সাকিব আল হাসানের রান ৯ বলে ৩ রান। পরবর্তী সময় টেস্টের খোলস ছেড়ে টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করেছেন ঠিকই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
৩ ঘণ্টা আগে