ক্রীড়া ডেস্ক
সময় নষ্ট বন্ধ করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কত নিয়মই না চালু করেছে। যার মধ্যে গত বছর স্টপ ক্লক নিয়মের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আইসিসি। পরীক্ষামূলকভাবে গত বছরের ডিসেম্বর থেকে তা চালু করেছে। বর্তমানে এর মেয়াদ আছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত। এটাকে স্থায়ী করার কথা ভাবছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্টপ ক্লক পদ্ধতি স্থায়ী করার চিন্তাভাবনা করছে আইসিসি। নির্দিষ্ট কোনো ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভারের বোলিং শুরু করতে হবে। ‘স্টপ ক্লক’ পদ্ধতির মাধ্যমে সময়টা হিসাব করা হবে ওভার শেষের পর থেকে ৬০ সেকেন্ড থেকে শূন্যে আসার আগ পর্যন্ত। যদি ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু না করা যায় আর এমন ঘটনা যদি তিনবার হয়, তাহলে এর পুরস্কার পাবে ব্যাটিং দল। অতিরিক্ত ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরকার্ডে। তৃতীয় আম্পায়ার টাইমার চালু করবেন। মাঠের আম্পায়ারের দায়িত্ব এই শাস্তি দেওয়া। পাঁচ রানের শাস্তি দেওয়ার আগে ফিল্ডিং দলকে দুইবার সতর্ক করবেন মাঠের আম্পায়াররা। ব্যাটাররা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) অথবা অন্য কোনো কারণে দেরি করলে আম্পায়াররা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।
সাদা বলের ক্রিকেটে সময়ের অপচয় রোধ বরতে আইসিসি ও ক্রিকেট কমিটি স্টপ ক্লক পদ্ধতির উপকারিতা খুঁজে পেয়েছে। আইসিসির চলমান বোর্ড সভায় এই সিদ্ধান্ত (স্টপ ক্লক পদ্ধতি স্থায়ী করা) নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক হলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে স্টপ ক্লক পদ্ধতির ব্যাপার।
আইসিসি বোর্ড ও সংস্থাটির বোর্ড পরিচালকেরা আজ এক সভায় বসবেন। ক্রিকবাজ জানতে পেরেছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি। তবে বোর্ড সদস্যরা ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কারণ টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান এবং দেশটিতে ভারতীয় দল খেলতে রাজি নাও হতে পারে। যেখানে গত বছরের এশিয়া কাপ হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশে হয়েছে।
সময় নষ্ট বন্ধ করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) কত নিয়মই না চালু করেছে। যার মধ্যে গত বছর স্টপ ক্লক নিয়মের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আইসিসি। পরীক্ষামূলকভাবে গত বছরের ডিসেম্বর থেকে তা চালু করেছে। বর্তমানে এর মেয়াদ আছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত। এটাকে স্থায়ী করার কথা ভাবছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্টপ ক্লক পদ্ধতি স্থায়ী করার চিন্তাভাবনা করছে আইসিসি। নির্দিষ্ট কোনো ওভার শেষ হওয়ার পর ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভারের বোলিং শুরু করতে হবে। ‘স্টপ ক্লক’ পদ্ধতির মাধ্যমে সময়টা হিসাব করা হবে ওভার শেষের পর থেকে ৬০ সেকেন্ড থেকে শূন্যে আসার আগ পর্যন্ত। যদি ৬০ সেকেন্ডের মধ্যে নতুন ওভার শুরু না করা যায় আর এমন ঘটনা যদি তিনবার হয়, তাহলে এর পুরস্কার পাবে ব্যাটিং দল। অতিরিক্ত ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরকার্ডে। তৃতীয় আম্পায়ার টাইমার চালু করবেন। মাঠের আম্পায়ারের দায়িত্ব এই শাস্তি দেওয়া। পাঁচ রানের শাস্তি দেওয়ার আগে ফিল্ডিং দলকে দুইবার সতর্ক করবেন মাঠের আম্পায়াররা। ব্যাটাররা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) অথবা অন্য কোনো কারণে দেরি করলে আম্পায়াররা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন।
সাদা বলের ক্রিকেটে সময়ের অপচয় রোধ বরতে আইসিসি ও ক্রিকেট কমিটি স্টপ ক্লক পদ্ধতির উপকারিতা খুঁজে পেয়েছে। আইসিসির চলমান বোর্ড সভায় এই সিদ্ধান্ত (স্টপ ক্লক পদ্ধতি স্থায়ী করা) নেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক হলে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যেতে পারে স্টপ ক্লক পদ্ধতির ব্যাপার।
আইসিসি বোর্ড ও সংস্থাটির বোর্ড পরিচালকেরা আজ এক সভায় বসবেন। ক্রিকবাজ জানতে পেরেছে, চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কোনো আলোচনা এখনো হয়নি। তবে বোর্ড সদস্যরা ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কারণ টুর্নামেন্টটির আয়োজক পাকিস্তান এবং দেশটিতে ভারতীয় দল খেলতে রাজি নাও হতে পারে। যেখানে গত বছরের এশিয়া কাপ হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা, পাকিস্তান দুই দেশে হয়েছে।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে