নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫ ম্যাচে দুই ফিফটিসহ ২০৪ রান করেছেন বাবর আজম। গড় ৫১। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক।
শুরুটা ভালো না হলেও বাবর আসার পর বদলে গেছে রংপুরের পারফরম্যান্স। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। কয়েক ম্যাচে দলের জয়ে বাবরের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এবারের টুর্নামেন্টে তাঁকে আর দেখা যাবে না। আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচটিই এবারের বিপিএলে তাঁর সর্বশেষ ম্যাচ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বিপিএল ছাড়তে হচ্ছে তাঁকে।
অবশ্য যাওয়ার আগে আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সংবাদমাধ্যমকে বাবর জানিয়েছেন, তিনি সামনেও বাংলাদেশে আসতে চান এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে চান। পাকিস্তানের ডানহাতি ব্যাটার বললেন, ‘রংপুরের হয়ে সামনেও খেলতে চাই আমি। তবে বিভিন্ন সময় আমাদের অনেক আন্তর্জাতিক খেলা থাকে। যে কারণে এখানে ধারাবাহিকভাবে আসা হয় না। এই সময় অনেক আন্তর্জাতিক সিরিজ হয়। না হলে আমি পরের বছরও খেলার ব্যাপারে আগ্রহী।’
রংপুরের ঘুরে দাঁড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা বাবরের। তবে সেই কৃতিত্ব নিজে একা নিলেন না। বললেন এই অবদান সবার, ‘দলের সবাই যেভাবে পারফর্ম করেছে, কৃতিত্ব তাদের। তিন বিভাগেই আমরা পরিশ্রম করছি।’
সাকিব আল হাসানের সঙ্গে একই দলের হয়ে খেলতে মুখিয়ে ছিলেন বাবর। সেই সুযোগটা পেয়েছেন এবারের বিপিএল দিয়ে। ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সাকিবের সঙ্গে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাটা জানাতে গিয়ে বাবর বলেছেন, ‘সাকিব ভাই সিনিয়র। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের হলো, সাকিব ভাই এই দলে খেলেন। তিনি ছেলেদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করেন, এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে তিনি সব সময় ইতিবাচক ও হাস্যোজ্জ্বল থাকেন।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৫ ম্যাচে দুই ফিফটিসহ ২০৪ রান করেছেন বাবর আজম। গড় ৫১। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুইয়ে আছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা পাকিস্তানের সাবেক অধিনায়ক।
শুরুটা ভালো না হলেও বাবর আসার পর বদলে গেছে রংপুরের পারফরম্যান্স। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। কয়েক ম্যাচে দলের জয়ে বাবরের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে এবারের টুর্নামেন্টে তাঁকে আর দেখা যাবে না। আগামীকাল দুর্দান্ত ঢাকার বিপক্ষে ম্যাচটিই এবারের বিপিএলে তাঁর সর্বশেষ ম্যাচ। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বিপিএল ছাড়তে হচ্ছে তাঁকে।
অবশ্য যাওয়ার আগে আজ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সংবাদমাধ্যমকে বাবর জানিয়েছেন, তিনি সামনেও বাংলাদেশে আসতে চান এবং রংপুর রাইডার্সের হয়ে বিপিএল খেলতে চান। পাকিস্তানের ডানহাতি ব্যাটার বললেন, ‘রংপুরের হয়ে সামনেও খেলতে চাই আমি। তবে বিভিন্ন সময় আমাদের অনেক আন্তর্জাতিক খেলা থাকে। যে কারণে এখানে ধারাবাহিকভাবে আসা হয় না। এই সময় অনেক আন্তর্জাতিক সিরিজ হয়। না হলে আমি পরের বছরও খেলার ব্যাপারে আগ্রহী।’
রংপুরের ঘুরে দাঁড়ানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা বাবরের। তবে সেই কৃতিত্ব নিজে একা নিলেন না। বললেন এই অবদান সবার, ‘দলের সবাই যেভাবে পারফর্ম করেছে, কৃতিত্ব তাদের। তিন বিভাগেই আমরা পরিশ্রম করছি।’
সাকিব আল হাসানের সঙ্গে একই দলের হয়ে খেলতে মুখিয়ে ছিলেন বাবর। সেই সুযোগটা পেয়েছেন এবারের বিপিএল দিয়ে। ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন সাকিবের সঙ্গে। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে একই দলে খেলার অভিজ্ঞতাটা জানাতে গিয়ে বাবর বলেছেন, ‘সাকিব ভাই সিনিয়র। আমার কাছে মনে হয় রংপুর রাইডার্স এবং তরুণদের জন্য সম্মানের হলো, সাকিব ভাই এই দলে খেলেন। তিনি ছেলেদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা ভাগাভাগি করেন, এটা খুবই ভালো জিনিস। ড্রেসিংরুমে তিনি সব সময় ইতিবাচক ও হাস্যোজ্জ্বল থাকেন।’
সকালে বৃষ্টি, বিকেলে আলোকস্বল্পতা—সব মিলিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন খেলা হয়েছে ৪৩ ওভার। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৪ রান। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্টে নিজেদের সর্বোচ্চ স্কোরও এরই মধ্যে হয়ে গেছে স্বাগতিকদের। এই স্কোর কোথায় গিয়ে থামবে সেটাই দেখার অপেক্ষা।
২৭ মিনিট আগেসকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।
৩৭ মিনিট আগেএবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের অবস্থা খুব একটা সন্তোষজনক নয়। তার ওপর ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে এসেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। তবে ম্যাচ পাতানোর এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে এই ফ্র্যাঞ্চাইজি।
১ ঘণ্টা আগেশর্ট বলের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের চিরায়ত দুর্বলতা দেখা গেছে জিম্বাবুয়ের বিপক্ষেও। সিলেটে প্রথম টেস্টে ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচির মতো জিম্বাবুয়ের পেসাররা সেই লেংথেই বোলিং করে যাচ্ছেন। হঠাৎ করে তাঁদের বল লাফিয়ে উঠছে একটু বেশি। তাতেই ধরা খাচ্ছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে