Ajker Patrika

বিসিবি থেকে পাপনের বিদায়, নতুন সভাপতি ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৩: ০৯
বিসিবি থেকে পাপনের বিদায়, নতুন সভাপতি ফারুক

বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হোসেন পাপন। আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির পরিচালনা পরিষদের সভায় তিনি এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সভায় উপস্থিত এক পরিচালক। পাপনের পরিবর্তে নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ।

পাপন আজ পদত্যাগ করবেন, সেটি কাল থেকেই অনুমান করা যাচ্ছিল ৷ সেই অনুমানই সত্যি হলো ৷ ২০১২ সালের অক্টোবরে বিসিবির সভাপতি পদ থেকে আ হ ম মুস্তফা কামাল বিদায় নিলে তিনি সরকার মনোনীত সভাপতি হিসেবে বোর্ডের সভাপতি হন ৷ ২০১৩ থেকে নির্বাচিত সভাপতি হিসেবে টানা তিন মেয়াদে বিসিবির প্রধান ছিলেন ৷ টানা ১২ বছর বিসিবির সভাপতির চেয়ার আঁকড়ে ছিলেন পাপন ৷ 

নাজমুল হোসেন পাপনের পরিবর্তে বিসিবির সভাপতি এখন ফারুক আহমেদ। ছবি: সংগৃহীতবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হওয়া ভার্চুয়াল মিটিংয়ে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। যদিও বর্তমানে পাপন কোথায় আছেন, তা কারও জানা নেই। 

টানা ১২ বছর সভাপতি থাকায় ক্রিকেট বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসিয়েছেন তিনি। সাবেক সরকারপ্রধানের ঘনিষ্ঠ হওয়ায় চাইলেই ক্রিকেটের উন্নয়নে যেকোনো কিছু দ্রুত করে ফেলার ক্ষমতা ছিল তাঁর। কিন্তু হয়েছে উল্টোটা। বিসিবি প্রধানের চেয়ারে বসে বাংলাদেশের অপার সম্ভাবনাময় ক্রিকেটকে ধ্বংসের ‘গুরুতর অভিযোগ’ উঠেছে পাপনের বিরুদ্ধে। ক্ষমতার পটপরিবর্তনে এখন একে একে প্রকাশ্যে আসছে পাপন এবং তাঁর লোকজনের যত দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। 

অন্তর্বর্তী সরকার গঠনের পরই ধারণা করা হচ্ছিল দেশের অন্য ক্ষেত্রের মতো বিসিবির সভাপতিও পরিবর্তন হবে৷ সেটিই হলো আজ ৷ এই পরিবর্তন আনতেই আজ ক্রীড়া মন্ত্রণালয়ে বসেছে বিসিবির পরিচালনা পরিষদের সভা ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত