ক্রীড়া ডেস্ক
হারলেই প্লে-অফে খেলার সম্ভাবনা ফিকে হয়ে যেত। বলা যায়, খাদের কিনারে দাঁড়িয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স।
এ অবস্থায় সাকিব আল হাসানকে খেলানোর চাপ আসে নানা দিক থেকে। সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া তো পারলে সাকিবকে কলকাতার অধিনায়ক বানিয়ে দেন! পরিস্থিতি আঁচ করতে পেরে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে একাদশে রাখার আশ্বাস দেন কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
সে আশ্বাসটাই বোধ হয় সাকিবের জন্য হয়ে রইল ‘টনিক’। অনেক কাঠখড় পুড়িয়ে গত রাতের ম্যাচে সুযোগটা যখন মিলেছে, তখন সেটিকে আর হেলায় হারাননি দেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’।
প্রথমে নিজের বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট করেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকে। পরে নেন একটি উইকেট। আঁটসাঁট বোলিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত চাপে রাখেন প্রতিপক্ষ ব্যাটারদের।
সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফেরার ম্যাচে সাকিবের প্রভাববিস্তারী পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কলকাতার কোচ এউইন মরগান। বলেছেন, তাদের এ জয়ে সাকিবের অবদান অনেক, ‘এটা (সাকিবের প্রভাব) বিশাল। সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকা থাকা মানে দলের গভীরতা ও শক্তি বেড়ে যাওয়া। এটা বিরাট বিলাসিতা। সে এসেই অনেক বড় প্রভাব রেখেছে। সত্যিই দুর্দান্ত ছিল।’
এই ম্যাচের আগে আইপিএলের আরব আমিরাত পর্বে দর্শক হয়েই ছিলেন সাকিব। তবে আন্দ্রে রাসেল চোট পেয়ে ছিটকে যাওয়ার পরও যখন সাকিবকে বাইরে রাখা হয়, তা জন্ম দেয় অনেক প্রশ্নের। সমালোচনা হয় তুমুল।
অবশেষে দুবাইয়ে গত রাতে হায়দরাবাদের বিপক্ষে একাদশে ফিরে নিজের মূল্য বুঝিয়ে দেন সাকিব। সরাসরি থ্রোয়ে উইলিয়ামসনকে রান আউট করা ছাড়াও ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান দিয়ে নেন ১ উইকেট। ব্যাটিংয়ে তাকে প্রয়োজন হয়নি দলের। কলকাতা ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে।
ম্যাচ শেষে সাকিবের একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্সও। লিখেছে, ‘দুর্দান্ত সাকিব দা (সাকিব ভাই)। আজ (গত) রাতে সাকিবের পারফরম্যান্স আপনারা উপভোগ করেছেন তো?’
কলকাতার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচে সাকিবের মুখোমুখি হতে পারেন বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমান।
হারলেই প্লে-অফে খেলার সম্ভাবনা ফিকে হয়ে যেত। বলা যায়, খাদের কিনারে দাঁড়িয়ে ছিল কলকাতা নাইট রাইডার্স।
এ অবস্থায় সাকিব আল হাসানকে খেলানোর চাপ আসে নানা দিক থেকে। সাবেক ভারতীয় ওপেনার আকাশ চোপড়া তো পারলে সাকিবকে কলকাতার অধিনায়ক বানিয়ে দেন! পরিস্থিতি আঁচ করতে পেরে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে একাদশে রাখার আশ্বাস দেন কলকাতার কোচ ব্রেন্ডন ম্যাককালাম।
সে আশ্বাসটাই বোধ হয় সাকিবের জন্য হয়ে রইল ‘টনিক’। অনেক কাঠখড় পুড়িয়ে গত রাতের ম্যাচে সুযোগটা যখন মিলেছে, তখন সেটিকে আর হেলায় হারাননি দেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’।
প্রথমে নিজের বলে দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট করেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকে। পরে নেন একটি উইকেট। আঁটসাঁট বোলিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত চাপে রাখেন প্রতিপক্ষ ব্যাটারদের।
সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফেরার ম্যাচে সাকিবের প্রভাববিস্তারী পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন কলকাতার কোচ এউইন মরগান। বলেছেন, তাদের এ জয়ে সাকিবের অবদান অনেক, ‘এটা (সাকিবের প্রভাব) বিশাল। সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকা থাকা মানে দলের গভীরতা ও শক্তি বেড়ে যাওয়া। এটা বিরাট বিলাসিতা। সে এসেই অনেক বড় প্রভাব রেখেছে। সত্যিই দুর্দান্ত ছিল।’
এই ম্যাচের আগে আইপিএলের আরব আমিরাত পর্বে দর্শক হয়েই ছিলেন সাকিব। তবে আন্দ্রে রাসেল চোট পেয়ে ছিটকে যাওয়ার পরও যখন সাকিবকে বাইরে রাখা হয়, তা জন্ম দেয় অনেক প্রশ্নের। সমালোচনা হয় তুমুল।
অবশেষে দুবাইয়ে গত রাতে হায়দরাবাদের বিপক্ষে একাদশে ফিরে নিজের মূল্য বুঝিয়ে দেন সাকিব। সরাসরি থ্রোয়ে উইলিয়ামসনকে রান আউট করা ছাড়াও ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান দিয়ে নেন ১ উইকেট। ব্যাটিংয়ে তাকে প্রয়োজন হয়নি দলের। কলকাতা ম্যাচ জিতে নেয় ৬ উইকেটে।
ম্যাচ শেষে সাকিবের একটি হাস্যোজ্জ্বল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্সও। লিখেছে, ‘দুর্দান্ত সাকিব দা (সাকিব ভাই)। আজ (গত) রাতে সাকিবের পারফরম্যান্স আপনারা উপভোগ করেছেন তো?’
কলকাতার পরের ম্যাচ আগামী বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে। এই ম্যাচে সাকিবের মুখোমুখি হতে পারেন বাংলাদেশের আরেক তারকা মোস্তাফিজুর রহমান।
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৫ মিনিট আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
২১ মিনিট আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
১ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৩ ঘণ্টা আগে