Ajker Patrika

বিপিএলের শুরুতে দেশের সেরা আম্পায়াররা নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০: ৫৮
বিপিএলের শুরুতে দেশের সেরা আম্পায়াররা নেই

১৯ জানুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। একই দিনে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আইসিসির আম্পায়ারিং প্যানেলে থাকা বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল থাকছেন না বিপিএলের শুরুর দিকে। যুব বিশ্বকাপে আম্পায়ারিং করবেন তাঁরা। 

আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এখন আছেন অস্ট্রেলিয়ায়। কদিন পর সেখানে তিনি ব্যস্ত থাকবেন অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ও ওয়ানডে সিরিজে। সৈকত, মুকুল, গাজী সোহেলকে বিবেচনা করা হয় এই মুহূর্তে দেশের সেরা তিন আম্পায়ার হিসেবে। তাঁদের বিপিএলের শুরুতে না পেলেও সমস্যা দেখছে না বিসিবি। তানভীর আহমদে, মাহফুজুর রহমান, আলী আরমানসহ স্থানীয় ছয়জন আম্পায়ার বিপিএলে রাখছে বিসিবি। তাঁদের সঙ্গে থাকছেন তিন বিদেশি আম্পায়ার। 

বিসিবি সূত্র জানিয়েছে, এর মধ্যে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ডেভিড মিলনসকে পাঠাচ্ছে বিপিএলে। গতবারও তিনি বিপিএলে ছিলেন। পাকিস্তান থেকে আসছেন আসিফ ইয়াকুব। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছে একজন আম্পায়ার চাওয়া হলেও তাদের নিজেদের সিরিজ থাকায় দিতে পারছে না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে চেয়েছে বিসিবি। 

এবার বিপিএলে শুরু থেকে ডিআরএস থাকায় আম্পায়ারদের ‘স্বস্তি’ দেখছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠু, ‘ডিআরএস থাকলে ৯৫ থেকে ৯৮ শতাংশ সঠিক সিদ্ধান্ত দেখি আমরা। এটা আম্পায়ারদের কাছে স্বস্তির বিষয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত