দেখা হলে সাকিবের সঙ্গে কথা হবে তামিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

লম্বা সময় পর আবারও ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম মৌসুম শুরু হচ্ছে আগামীকাল। পরশু রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তামিমের ফরচুন বরিশাল।

তার আগে মাস্কো সাকিব একাডেমিতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বরিশালের অধিনায়ক তামিম। সেখানে তাঁর সতীর্থ নবনির্বাচিত সংসদ সদস্য সাকিব আল হাসানের প্রসঙ্গও আসে। সাংসদ সাকিব-মাশরাফিকে অভিনন্দন জানিয়েছেন কি না, এমন প্রশ্নে তামিম বলেছেন, ‘আমার দুজনের কারও সঙ্গেই দেখা হয়নি। দেখা হলে অবশ্যই কথা হবে। কথা তো হবেই। দেখা যাক।’

এদিকে তামিমের মাঠে ফেরার আগে তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। কিছুদিন আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সারিয়ে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

তামিম এবং বিসিবি দুই পক্ষ জানিয়েছিল, জানুয়ারিতে আলোচনায় বসে সিদ্ধান্ত নির্ধারণ হবে। এ ব্যাপারে আজ তামিম আবারও জানিয়েছেন, বিপিএলের মাঝেই তার আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ জানিয়ে দেবেন। তিনি তামিম বলেছেন, ‘খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। বিপিএলের মাঝেই আপনারা জানতে পারবেন।’

বিপিএল দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় তামিম। তবে এখনো শতভাগ ফিট নন বলে জানালেন তিনি। শতভাগ ফিট না থাকায় বিশ্বকাপেও খেলা হয়নি তাঁরা। সেসময় অধিনায়ক সাকিব সরাসরি জানিয়েছিলেন, শতভাগ ফিট না থেকে মাঠে নামলে দলের সঙ্গে ‘চিট’ করা হয়।

তামিম অবশ্য বিপিএলে ফিটনেস জটিলতা দেখছেন না, ‘না (চিট করা হবে না)। আমার কাছে মনে হয় না। চোট এমন একটি অংশ...এখনো বলব, কোনো ক্রিকেটার কিংবা কোনো স্পোর্টসম্যান বলতে পারবে না, আমি শতভাগ ফিট। ৯০ শতাংশ ফিট থাকে, ৭০ শতাংশ ফিট থাকে। ৮০ শতাংশ ফিট থাকে। কিছু না কিছু সবার কম বেশি সমস্যা থাকে। তার মানে এটা না, সে খেলবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত